Knowledge Story: ট্রাকের পিছনে 'Horn OK Please' লেখা থাকে কেন? এই 'OK'-র মানে একেবারে আলাদা! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Knowledge Story: 'ok'-র মানে জানলে অবাক হবেন! এই লেখা দেখে কারা সঠিক বার্তা পান? জানুন
রাস্তা ঘাটে ট্রাকের পিছনে কী লেখা থাকে, তা কিন্তু অনেকেই খেয়াল করেছেন। যেমন লেখা থাকে 'মেরা ভারত মহান'! তেমন আবার কোথাও লেখা থাকে নানা রকম মজার ছড়া। তবে একটা লেখা কিন্তু সব ট্রাকের পিছনেই দেখা যায়, 'হর্ন ওকে প্লিজ" (horn OK please)! কিন্তু জানেন কি কেন লেখা থাকে এই বিশেষ লাইনটি? জানলে অবাক হবেন! photo source collected
advertisement
‘হর্ন ওকে প্লিজ’ এর অর্থ হল ওভারটেক করার আগে হর্ন বাজিয়ে সতর্ক করা। অর্থাৎ ট্রাক চালকরা পিছনের গাড়িকে ওভারটেক করার জন্য তাদের হর্ন বাজাতে বলে। আগে ট্রাকে সাইডের মিরর ছিল না, যে কারণে চালকদের এই কথাটি লিখতে হত, যাতে তারা পিছন থেকে আসা গাড়িকে সাইড দিতে পারে। তবে শুধু তাই নয়। এই মাঝ খানের 'ওকে' শব্দটির কিন্তু আবার অন্য মানে রয়েছে! photo source collected
advertisement
advertisement
যদি দুর্ঘটনা ঘটে তাহলে এই সব ট্রাক গুলিতে দ্রুত আগুন ধরবে, ঠিক এই কারণেই ‘অন কেরোসিন’ লেখা হয়েছিল যানবাহনগুলিকে দূরত্ব বজায় রাখার জন্য। যা পরবর্তীকালে অন কেরোসিনের সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘ওকে’ শব্দ হয়ে দাঁড়ায়। এখন ছোট করে 'ওকে' লিখে দেওয়া হয়! তবে এই লেখার এখন কী প্রয়োজন? photo source collected
advertisement
না আজকাল এই 'ওকে'-র তেমন প্রয়োজন নেই! কিন্তু আগে বেশিরভাগ রাস্তা এখনকার মত চওড়া ছিল না, যে কারণে ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটার বেশ ঝুঁকি ছিল। বড় বড় ট্রাকগুলি তাদের পিছনের যানবাহনকে দেখতে পেত না বলে ‘ওকে’ শব্দের উপরে একটি বাল্ব ছিল যা ট্রাকচালক পিছনের গাড়িকে এগিয়ে যাওয়ার জন্য সংকেত দিতে জ্বালিয়ে দিতেন। এর ফলে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হত!photo source collected