Knowledge Story: বলুন তো...কোন জিনিস ফেব্রুয়ারিতে সাদা, মার্চে লাল, এপ্রিলে মেরুন হয়ে যায়! বলতেই পারবে না ৯৯% মানুষ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যদি আপনাকে ধাঁধার মতো প্রশ্ন করা হয়, এমন কোনও তরল খাবারের নাম, যা ফেব্রুয়ারিতে হাল্কা সাদা, মার্চে হাল্কা লাল এবং এপ্রিল-মে মাসে গাঢ় লাল হয়ে যায় বলতে পারবেন কি? গুড় নয় কিন্তু
[caption id="" align="aligncenter" width="1200"] আমাদের রোজের খাবার দাবারে সবজি থেকে শুরু করে ফলমূল সবই থাকে৷ আনাজ হোক কী ফল, দিন মাস গড়ালে তাদের রঙ যে বদলাবে এমনটাই তো স্বাভাবিক৷ কিন্তু, এমনও এক খাবার আছে যা শাক সব্জি, ফল মূল কিছুই নয়, তা-ও মাসে মাসে রঙ বদলায়, সেটার নাম জানেন? Generated image</dd>
<dd>[/caption]
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি বলেন যে, ১২ মাস যেমন থাকে, তেমনি মধুর রঙও ১২টি রঙে পরিবর্তিত হতে থাকে। প্রদীপ বলেন, জানুয়ারিতে মধুর রঙ সাদা হয়। ফেব্রুয়ারিতে হালকা সাদা হয়। মার্চ মাসে হালকা লাল হয়। এপ্রিলে ভিন্ন হয়। মে মাসে এটি সবচেয়ে গাঢ় লাল রঙে পরিণত হয়। জুন মাসে এটি কিছুটা গাঢ় দেখায়। জুলাই মাসে এটি হালকা সাদা দেখায়। আগস্টে এটি কমলা হয়। সেপ্টেম্বরে এটি হালকা কমলা হয়। অক্টোবরে এটি হালকা সাদা হয়ে যায়। নভেম্বর এবং ডিসেম্বরের মধুও হালকা সাদা রঙের হয়। Generated image
advertisement