Knowledge Story: এত ঘুম আসে কোথা থেকে? সারাদিনে ১০ হাজার বার ঘুমায় এই প্রাণীটি! বলুন তো কে? নামটা শুনলে চমকে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Knowledge Story: পৃথিবীতে একটি প্রাণী রয়েছে যে সারাদিনে ১০ হাজার বার ঘুমায়। এবং প্রতিবারই মাত্র ৪ সেকেন্ড করে। বলুন তো এটি কোন প্রাণী?
advertisement
advertisement
এই প্রজাতির নাম চিনস্ট্র্যাপ পেঙ্গুইন। তবে এগুলোর বেশির ভাগের ঘুমের স্থায়িত্বকাল মাত্র চার সেকেন্ড। এর মধ্যেই আবার ঘুম ভেঙে যায়। তবে ১০ হাজার বার ঘুমে সব মিলিয়ে প্রায় ১১ ঘণ্টা ঘুমানো হয়। তবে মাত্র চার সেকেন্ড করে ঘুমালেও ওদের কোনও ক্ষতি হয় না। মানুষের জন্য বিষয়টা ক্ষতিকর হলেও এসব প্রাণী চার সেকেন্ডে দিব্যি একবার ঘুমিয়ে নেয়।
advertisement
কোরিয়ার ইনচিয়নের দ্য কোরিয়া পোলার রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ওন ইয়ং লি ১৪টি চিনস্ট্র্যাপ পেঙ্গুইনের উপর নজর রাখেন। প্রাণীগুলো কখন কী করে, কতক্ষণ ঘুমায়, কতবার ঘুমায়-- সবকিছু লিখে রাখেন। ওসব পেঙ্গুইনের পিঠে স্লিপ ট্র্যাকার লাগিয়ে রেখেছিলেন লি। পাশাপাশি, অস্ত্রোপচার করে পাখিগুলোর মস্তিষ্কেও ট্র্যাকার বসিয়েছিলেন। অর্থাৎ ১ সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়লেও যেন তিনি জানতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement