Knowledge Story: ‘এই’ পাতার রস গা-য়ে ঘষলেই বাপ বাপ বলে পালায় মশা! দারুণ কাজের..নাম জানেন গাছের?

Last Updated:
মেলিসা নামে একজন বাগান-বিশেষজ্ঞ প্রায়শই ইনস্টাগ্রামে তাঁর বাগানবিষয়ক হ্যাক শেয়ার করেন। তিনি জানিয়েছেন যে, এই উদ্ভিদটি এতই বিশেষ যে এটিকে মশা নিরোধক হিসাবে ব্যবহার করতে পারেন যে কেউ।
1/8
আগে তো শুধু গ্রীষ্ম আর বর্ষাকালে মশাদের উপদ্রব দেখা যেত৷ কিন্তু, এখন তো শীতকালেও মশার উপদ্রব আগের চেয়ে বেড়েছে। সন্ধে হলে এখনও ঘরে মশার আনাগোনা দেখা যাচ্ছে৷ সঙ্গে অন্য পোকামাকড়ের উপদ্রব তো রয়েছেই৷
আগে তো শুধু গ্রীষ্ম আর বর্ষাকালে মশাদের উপদ্রব দেখা যেত৷ কিন্তু, এখন তো শীতকালেও মশার উপদ্রব আগের চেয়ে বেড়েছে। সন্ধে হলে এখনও ঘরে মশার আনাগোনা দেখা যাচ্ছে৷ সঙ্গে অন্য পোকামাকড়ের উপদ্রব তো রয়েছেই৷
advertisement
2/8
কিন্তু, মশার মারার কয়েল হোক বা লিক্যুইডের রাসায়নিক, দুইয়েরই ক্রমাগত ব্যবহার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ৷ সেই কারণে, বিশেষজ্ঞেরা বাড়ির কাছে বা ফ্ল্যাটের বারান্দায় এমন কিছু গাছ লাগানোর পরামর্শ দেন, যাতে ঘরের অন্দরে মশার প্রকোপ কমে৷
কিন্তু, মশার মারার কয়েল হোক বা লিক্যুইডের রাসায়নিক, দুইয়েরই ক্রমাগত ব্যবহার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ৷ সেই কারণে, বিশেষজ্ঞেরা বাড়ির কাছে বা ফ্ল্যাটের বারান্দায় এমন কিছু গাছ লাগানোর পরামর্শ দেন, যাতে ঘরের অন্দরে মশার প্রকোপ কমে৷
advertisement
3/8
তুলসী, সিট্রোনেলা ঘাস, বিলেতি পুদিনা এবং গাঁদা, এমন কিছু উদ্ভিদ যা বাড়ির চারপাশে বা ফ্ল্যাটের বারন্দায় লাগালে মশারা ঘরের কাছে ঘেঁষতে চায় না৷ তবে এগুলি ছাড়াও এমন একটি গাছ রয়েছে, যা দুর্দান্ত ভাবে প্রাকৃতিক মশা নিরোধক৷
তুলসী, সিট্রোনেলা ঘাস, বিলেতি পুদিনা এবং গাঁদা, এমন কিছু উদ্ভিদ যা বাড়ির চারপাশে বা ফ্ল্যাটের বারন্দায় লাগালে মশারা ঘরের কাছে ঘেঁষতে চায় না৷ তবে এগুলি ছাড়াও এমন একটি গাছ রয়েছে, যা দুর্দান্ত ভাবে প্রাকৃতিক মশা নিরোধক৷
advertisement
4/8
এছাড়া, শুধু যে এই গাছ মশা তাড়ায় তা-ই নয়, জানা গিয়েছে, এই গাছের পাতার রস প্রত্যেক ঋতুতেই মশা নিরোধক হিসাবে ব্যবহার করা যায়৷ এটি মশা ছাড়াও আমাদের ঘর থেকে বিপজ্জনক পোকামাকড়কে দূরে রাখে।
এছাড়া, শুধু যে এই গাছ মশা তাড়ায় তা-ই নয়, জানা গিয়েছে, এই গাছের পাতার রস প্রত্যেক ঋতুতেই মশা নিরোধক হিসাবে ব্যবহার করা যায়৷ এটি মশা ছাড়াও আমাদের ঘর থেকে বিপজ্জনক পোকামাকড়কে দূরে রাখে।
advertisement
5/8
গাছটির নাম হল লেমন বাম। বিজ্ঞান সম্মত নাম মেলিসা অফিসিনালিস৷ বাড়িতে মশার প্রকোপ বাড়লে এই গাছের পাতার রস শরীরের খোলা অংশে লাগিয়ে নিলেই দূরে থাকে মশারা৷
গাছটির নাম হল লেমন বাম। বিজ্ঞান সম্মত নাম মেলিসা অফিসিনালিস৷ বাড়িতে মশার প্রকোপ বাড়লে এই গাছের পাতার রস শরীরের খোলা অংশে লাগিয়ে নিলেই দূরে থাকে মশারা৷
advertisement
6/8
লেমন বাম গাছটি পুদিনা পরিবারের সদস্য। এর পাতা ঘষলে লেবুর মতো সুন্দর গন্ধ বের হয়। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের মতো সমস্যা দূরে রাখে। এর পাতা ভেষজ চা হিসাবে পান করা হয়, পাশাপাশি স্ট্রেস কমাতে, ঘুম বাড়াতে, ক্ষুধা বাড়াতে এবং বদহজম, গ্যাস এবং ফোলা, ব্যথা ইত্যাদি উপশম করার পাশাপাশি পেটের ব্যথাতেও উপকারী।
লেমন বাম গাছটি পুদিনা পরিবারের সদস্য। এর পাতা ঘষলে লেবুর মতো সুন্দর গন্ধ বের হয়। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের মতো সমস্যা দূরে রাখে। এর পাতা ভেষজ চা হিসাবে পান করা হয়, পাশাপাশি স্ট্রেস কমাতে, ঘুম বাড়াতে, ক্ষুধা বাড়াতে এবং বদহজম, গ্যাস এবং ফোলা, ব্যথা ইত্যাদি উপশম করার পাশাপাশি পেটের ব্যথাতেও উপকারী।
advertisement
7/8
লেমন বাম নামে পরিচিত এই গাছটি পুদিনা পরিবারের সদস্য। আমেরিকা ও ব্রিটেনসহ বিশ্বের প্রায় সব দেশেই এই প্রজাতির দেখা মেলে। লেমন বামের অন্যান্য নাম হল– বি বাম, কিওর-অল, ড্রপসি প্ল্যান্ট, হানি প্ল্যান্ট, মেলিসা, মেলিসা ফোলিয়াম, মেলিসা অফিসিয়ালিস, সুইট বাম এবং সুইট মেরি। আমাদের দেশেও একে লেমন বাম বলা হয়।
লেমন বাম নামে পরিচিত এই গাছটি পুদিনা পরিবারের সদস্য। আমেরিকা ও ব্রিটেনসহ বিশ্বের প্রায় সব দেশেই এই প্রজাতির দেখা মেলে। লেমন বামের অন্যান্য নাম হল– বি বাম, কিওর-অল, ড্রপসি প্ল্যান্ট, হানি প্ল্যান্ট, মেলিসা, মেলিসা ফোলিয়াম, মেলিসা অফিসিয়ালিস, সুইট বাম এবং সুইট মেরি। আমাদের দেশেও একে লেমন বাম বলা হয়।
advertisement
8/8
(Disclaimer: এই প্রতিবেদেনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
(Disclaimer: এই প্রতিবেদেনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement