Knowledge Story: ‘এই’ পাতার রস গা-য়ে ঘষলেই বাপ বাপ বলে পালায় মশা! দারুণ কাজের..নাম জানেন গাছের?
- Published by:Satabdi Adhikary
- trending desk
Last Updated:
মেলিসা নামে একজন বাগান-বিশেষজ্ঞ প্রায়শই ইনস্টাগ্রামে তাঁর বাগানবিষয়ক হ্যাক শেয়ার করেন। তিনি জানিয়েছেন যে, এই উদ্ভিদটি এতই বিশেষ যে এটিকে মশা নিরোধক হিসাবে ব্যবহার করতে পারেন যে কেউ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লেমন বাম গাছটি পুদিনা পরিবারের সদস্য। এর পাতা ঘষলে লেবুর মতো সুন্দর গন্ধ বের হয়। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের মতো সমস্যা দূরে রাখে। এর পাতা ভেষজ চা হিসাবে পান করা হয়, পাশাপাশি স্ট্রেস কমাতে, ঘুম বাড়াতে, ক্ষুধা বাড়াতে এবং বদহজম, গ্যাস এবং ফোলা, ব্যথা ইত্যাদি উপশম করার পাশাপাশি পেটের ব্যথাতেও উপকারী।
advertisement
লেমন বাম নামে পরিচিত এই গাছটি পুদিনা পরিবারের সদস্য। আমেরিকা ও ব্রিটেনসহ বিশ্বের প্রায় সব দেশেই এই প্রজাতির দেখা মেলে। লেমন বামের অন্যান্য নাম হল– বি বাম, কিওর-অল, ড্রপসি প্ল্যান্ট, হানি প্ল্যান্ট, মেলিসা, মেলিসা ফোলিয়াম, মেলিসা অফিসিয়ালিস, সুইট বাম এবং সুইট মেরি। আমাদের দেশেও একে লেমন বাম বলা হয়।
advertisement