Knowledge Story: ফোনে বিশ্বের প্রথম মেসেজ কী ছিল, কে কাকে পাঠিয়েছিল? জানলে অবাক হয়ে যাবেন!

Last Updated:
Knowledge Story: জানেন বিশ্বের প্রথম মেসেজটি কী ছিল?
1/8
যুগ এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সিগন্যাল আর টেলিগ্রামের। তবুও এসএমএসের নস্টালজিয়া আজও সকলের মনেই রয়ে গিয়েছে। জানেন বিশ্বের প্রথম মেসেজটি কী ছিল?
যুগ এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সিগন্যাল আর টেলিগ্রামের। তবুও এসএমএসের নস্টালজিয়া আজও সকলের মনেই রয়ে গিয়েছে। জানেন বিশ্বের প্রথম মেসেজটি কী ছিল?
advertisement
2/8
বিশ্বের প্রথম মেসেজটি কী ছিল? কে পাঠিয়েছিলেন? কাকেই বা পাঠিয়েছিলেন? কোন কোম্পানির মোবাইল থেকে সেই মেসেজ পাঠানো হয়েছিল? এই সব যাবতীয় প্রশ্নের উত্তর মিলল মূল্যবান সেই সম্পদটি নিলামে উঠতেই।
বিশ্বের প্রথম মেসেজটি কী ছিল? কে পাঠিয়েছিলেন? কাকেই বা পাঠিয়েছিলেন? কোন কোম্পানির মোবাইল থেকে সেই মেসেজ পাঠানো হয়েছিল? এই সব যাবতীয় প্রশ্নের উত্তর মিলল মূল্যবান সেই সম্পদটি নিলামে উঠতেই।
advertisement
3/8
টাইমমেশিনে আপনি যদি ১৫ বছর আগে ফিরে যান, তখন ইনস্ট্যান্ট মেসেজিং বলতে আপনার কাছে ছিল একটাই অপশন, টেক্সট মেসেজ।
টাইমমেশিনে আপনি যদি ১৫ বছর আগে ফিরে যান, তখন ইনস্ট্যান্ট মেসেজিং বলতে আপনার কাছে ছিল একটাই অপশন, টেক্সট মেসেজ।
advertisement
4/8
১৬০ ক্যারেক্টার বা তার বেশি বা তার কম এসবে আবার টাকাও চার্জ করত টেলিকম সংস্থাগুলি। আর SMS কোটা একবার শেষ হয়ে গেলে, কী অবস্থাটাই না যে হত, সে আর বলার নয়।
১৬০ ক্যারেক্টার বা তার বেশি বা তার কম এসবে আবার টাকাও চার্জ করত টেলিকম সংস্থাগুলি। আর SMS কোটা একবার শেষ হয়ে গেলে, কী অবস্থাটাই না যে হত, সে আর বলার নয়।
advertisement
5/8
আজ থেকে ৩১ বছর আগে ব্রিটিশ সফটওয়্যার বিশেষজ্ঞ নীল প্যাপওয়ার্থ প্রথম মেসেজ করেছিলেন। কিন্তু সেই মেসেজ যে বিশ্বে এমন সাড়া ফেলে দিতে পারে, তা তিনি কোনওদিনই ভাবেননি।
আজ থেকে ৩১ বছর আগে ব্রিটিশ সফটওয়্যার বিশেষজ্ঞ নীল প্যাপওয়ার্থ প্রথম মেসেজ করেছিলেন। কিন্তু সেই মেসেজ যে বিশ্বে এমন সাড়া ফেলে দিতে পারে, তা তিনি কোনওদিনই ভাবেননি।
advertisement
6/8
১৯৯২ সালের ৩ ডিসেম্বর নিজের সহকর্মী রিচার্ড জারভিসকে প্রথম মেসেজটি করেছিলেন। সেই মেসেজে লেখা ছিল 'মেরি ক্রিসমাস'।
১৯৯২ সালের ৩ ডিসেম্বর নিজের সহকর্মী রিচার্ড জারভিসকে প্রথম মেসেজটি করেছিলেন। সেই মেসেজে লেখা ছিল 'মেরি ক্রিসমাস'।
advertisement
7/8
বিবিসি-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মিস্টার জারভিস সে সময় যে ফোনটি ব্যবহার করতেন, সেটি ছিল ব্র্যান্ড-নিউ Orbitel 901। সেই ফোনেই পাঠানো হয়েছিল বিশ্বের প্রথম টেক্সট মেসেজটি। ফোনটির ওজন ছিল 2.1 কেজি।
বিবিসি-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মিস্টার জারভিস সে সময় যে ফোনটি ব্যবহার করতেন, সেটি ছিল ব্র্যান্ড-নিউ Orbitel 901। সেই ফোনেই পাঠানো হয়েছিল বিশ্বের প্রথম টেক্সট মেসেজটি। ফোনটির ওজন ছিল 2.1 কেজি।
advertisement
8/8
SMS পরিষেবা যখন থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়, সে সময় ফোন ব্যবহারকারীরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন এসএমএস পাঠাতে থাকেন। ২০১০ সালে 'টেক্সটিং' শব্দটি অভিধানে ঠাঁই করে নেয়। টেক্সটিং আজও আছে, ব্যাপক ভাবেই আছে। তবে তার রূপ বদলেছে।
SMS পরিষেবা যখন থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়, সে সময় ফোন ব্যবহারকারীরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন এসএমএস পাঠাতে থাকেন। ২০১০ সালে 'টেক্সটিং' শব্দটি অভিধানে ঠাঁই করে নেয়। টেক্সটিং আজও আছে, ব্যাপক ভাবেই আছে। তবে তার রূপ বদলেছে।
advertisement
advertisement
advertisement