Knowledge Story: জেলে স্বামী-স্ত্রীকে কি আলাদা ব্যারাকে রাখা হয়? কী নিয়ম রয়েছে? জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
জেলের ভিতর কি স্বামী এবং স্ত্রী একসঙ্গে থাকতে পারেন? না কি তাঁদের আলাদা রাখা হয়? জেলে কি স্বামী-স্ত্রীদের আলাদা কোনও ব্যারাক আছে?
প্রতিদিন শয়ে শয়ে মামলার নিষ্পত্তি হয় আদালতে। সাজা দেওয়া হয় কয়েক হাজার অপরাধীকে। এদের মধ্যে স্বামী-স্ত্রীও থাকেন। অর্থাৎ কোনও অপরাধে বা ভিন্ন মামলায় দম্পতির একসঙ্গে জেল হয়। এই ধরনের পরিস্থিতিতে জেলের ভিতর কি স্বামী এবং স্ত্রী একসঙ্গে থাকতে পারেন? না কি তাঁদের আলাদা রাখা হয়? জেলে কি স্বামী-স্ত্রীদের আলাদা কোনও ব্যারাক আছে?
advertisement
ঝাঁসি জেলা কারাগারের সুপার বিনোদ কুমার জানিয়েছেন, স্বামী এবং স্ত্রীর একসঙ্গে জেল হলেও, জেলের ভিতরে একসঙ্গে থাকার নিয়ম নেই। কারাগারে মহিলা এবং পুরুষ বন্দীদের আলাদা আলাদাভাবে রাখা হয়। সোজা কথায়, পুরুষ বন্দীদের আলাদা ব্যারাকে রাখা হয় এবং মহিলা বন্দীদের আলাদা ব্যারাকে। কেন এইভাবে আলাদা আলাদা রাখা হয়? এর আলাদা কোনও নিয়ম নেই। শুধুমাত্র নিরাপত্তার কারণেই পুরুষ এবং মহিলা বন্দীদের আলাদা আলাদাভাবে রাখা হয়।
advertisement
বিশেষ অনুষ্ঠানে দেখা করার অনুমতি মেলে: জেল সুপার বিনোদ কুমার বলেন, জেলের কোনও অনুষ্ঠান বা বিশেষ কোনও উপলক্ষ্যে স্বামী এবং স্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয়। যেমন করবা চৌথ। এমন পার্বণ বা অনুষ্ঠান থাকলে স্বামী-স্ত্রী কিছু সময়ের জন্য সাধারণ এলাকায় মিলিত হতে পারেন। অন্যথায় দেখা করার কোনও সুযোগ নেই। তবে বিশেষ অনুষ্ঠানে দেখা করার জন্য জেল সুপারের কাছে আবেদন করতে হয়। অনুমতি মিললে তবেই দেখা করতে পারেন স্বামী-স্ত্রী।
advertisement
সম্পর্কে স্বামী-স্ত্রী হলেও আইনের চোখে তাঁরা কেবল পুরুষ বন্দী এবং মহিলা বন্দী। ভারতের কারাগারে এমন বহু স্বামী-স্ত্রী বন্দী দশা কাটাচ্ছেন। তাঁদের অন্যান্য বন্দীদের মতো আলাদা আলাদা ব্যারাকেই রাখা হয়। পুরুষ এবং মহিলা বন্দীরা যে সুযোগ সুবিধা পান, তাঁদেরও সেই সুযোগ সুবিধাই দেওয়া হয়। তার বেশি কিছু নয়। স্বামী-স্ত্রী হওয়ার কারণে জেলের ভিতর তাঁরা বাড়তি কোনও সুযোগ বা সুবিধা পান না। এমনটাই জানিয়েছেন ঝাঁসি জেলা কারাগারের সুপার বিনোদ কুমার।