Knowledge Story || ঘুরতে তো যান কিন্তু জানেন হোটেলে বা হোমস্টের কী পার্থক‍্য? জানলে অবাক হবেন

Last Updated:
Knowledge Story || বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। পাহাড়, সমুদ্র, জঙ্গল, গ্রাম, শহর কোনও কিছুরই অভাব নেই এখানে। অভাব নেই পর্যটকেরও।
1/5
বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। পাহাড়, সমুদ্র, জঙ্গল, গ্রাম, শহর কোনও কিছুরই অভাব নেই এখানে। অভাব নেই পর্যটকেরও। আর সেই পর্যটকরা ঘুরতে গিয়ে কেউ থাকছে হোটেলে তো কেউ হোমস্টে-তে।
বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। পাহাড়, সমুদ্র, জঙ্গল, গ্রাম, শহর কোনও কিছুরই অভাব নেই এখানে। অভাব নেই পর্যটকেরও। আর সেই পর্যটকরা ঘুরতে গিয়ে কেউ থাকছে হোটেলে তো কেউ হোমস্টে-তে।
advertisement
2/5
 হোটেলে ও হোমস্টে দুটোই থাকার জায়গা। কিন্তু অনেকেই আমরা জানি না হোটেলে বা হোমস্টের অনেক পার্থক‍্য আছে। এক নজরে দেখেনি সেগুলো কী কী।
হোটেলে ও হোমস্টে দুটোই থাকার জায়গা। কিন্তু অনেকেই আমরা জানি না হোটেলে বা হোমস্টের অনেক পার্থক‍্য আছে। এক নজরে দেখেনি সেগুলো কী কী।
advertisement
3/5
পরিষেবা হোটেল এবং হোমস্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল পরিষেবা। একটি হোটেলের নিরাপত্তা, রুমের পরিষেবা, ঘর সাজানো সবই উন্নতমানের হয়। হোটেলে অন্যান্য সুযোগ-সুবিধা যেমন পুল, ফিটনেস সেন্টার, রেস্তোরাঁ সবই থাকে। কিন্তু হোমস্টে-তে সে সবরকম সুবিধা পাওয়া যায় না। একটি হোমস্টেতে, শুধু দৈনন্দিক জীবনের যা যা প্রাথমিক চাহিদা তাই থাকে।
পরিষেবা হোটেল এবং হোমস্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল পরিষেবা। একটি হোটেলের নিরাপত্তা, রুমের পরিষেবা, ঘর সাজানো সবই উন্নতমানের হয়। হোটেলে অন্যান্য সুযোগ-সুবিধা যেমন পুল, ফিটনেস সেন্টার, রেস্তোরাঁ সবই থাকে। কিন্তু হোমস্টে-তে সে সবরকম সুবিধা পাওয়া যায় না। একটি হোমস্টেতে, শুধু দৈনন্দিক জীবনের যা যা প্রাথমিক চাহিদা তাই থাকে।
advertisement
4/5
খরচ হোমস্টের সাধারণত হোটেলের তুলনায় সস্তা। হোমস্টে পড়ুয়াদের জন্যও ভাল। যারা সল্প খরচে অনেক ঘুরতে পারবে। কিন্তু দম্পতিরা বা কোনও পরিবার যারা বিলাসবহুলভাবে সময় কাটাতে চায় তাদের জন‍্য খরচসাপেক্ষ হলেও হোটেল বেশি ভাল।
খরচ হোমস্টের সাধারণত হোটেলের তুলনায় সস্তা। হোমস্টে পড়ুয়াদের জন্যও ভাল। যারা সল্প খরচে অনেক ঘুরতে পারবে। কিন্তু দম্পতিরা বা কোনও পরিবার যারা বিলাসবহুলভাবে সময় কাটাতে চায় তাদের জন‍্য খরচসাপেক্ষ হলেও হোটেল বেশি ভাল।
advertisement
5/5
খাবার হোমস্টের আরেকটি সুবিধা হল বাড়িতে রান্না করার খাবার পরিবেশন করা হয়। আজকাল অনেকেই হালকা রান্না পচ্ছন্দ করেন তাঁদের জন‍্য হোমস্টে বেশি সুবিধার। হোটেলে আলাদা রেস্তোরাঁ থাকে যেখানে খাওয়াদাওয়ার ব‍্যবস্থা থাকে।
খাবার হোমস্টের আরেকটি সুবিধা হল বাড়িতে রান্না করার খাবার পরিবেশন করা হয়। আজকাল অনেকেই হালকা রান্না পচ্ছন্দ করেন তাঁদের জন‍্য হোমস্টে বেশি সুবিধার। হোটেলে আলাদা রেস্তোরাঁ থাকে যেখানে খাওয়াদাওয়ার ব‍্যবস্থা থাকে।
advertisement
advertisement
advertisement