Knowledge Story: ছোট্ট বাচ্চা বা কুকুরছানা দেখলেই আদর করে চটকাতে ইচ্ছে করে? কেন হয় এমন জানলে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Knowledge Story: ছোট্ট শিশু দেখলেই গাল টিপে আদর বা চটকাতে ইচ্ছা করে? কিংবা কুকুরছানা দেখলেই কোলে তুলে আদর করতে মন চায়। আমার-আপনার সকলের মধ্যেই এমন স্বভাব।
advertisement
advertisement
advertisement
advertisement
তাতেই শিশু বা কুকুরছানার প্রতি মানুষের এমন ব্যবহারের নেপথ্যে মস্তিষ্কের আচরণকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। দেখা গিয়েছে, যখনই মিষ্টি বা সুন্দর কোনও কিছুকে দেখি, তখনই মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম (স্নায়বিক অংশ যেখানে নানা রকম আবেগ, ভাললাগা, মন্দলাগা, চাওয়া-পাওয়ার অনুভব প্রকাশ পায়) আগ্রাসনের সঙ্গে উত্তেজিত হয়।
advertisement
advertisement
গবেষণায় দেখা গিয়েছে, 'কিউট' কিছু দেখার সঙ্গে মস্তিষ্কের রিওয়ার্ডসিস্টেমের সঙ্গেআবেগের সেনসরি অর্গ্যান খুব শক্তিশালী যোগাযোগ স্থাপন করছে। তা থেকেই মস্তিষ্কে এক আগ্রাসন ঘটে (কিউট অ্যাগ্রেশন)। তাই শিশু বা কুকুরছানা দেখলে এমন চটকানোর স্পৃহা জাগে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)