Airplanes Facts: যাত্রীবাহী বিমানের রঙ 'সাদা' হয় কেন? নেপথ্যে কোন বিজ্ঞান? জানলে আশ্চর্য হবেন...!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Why Airplanes Are White: যাত্রীবাহী প্রায় সব প্লেনই সাদা রঙের হয়। এটা কি কোনও নিয়ম? কেন প্লেনের রং সাদা হয়? জানেন?
advertisement
advertisement
advertisement
তাপমাত্রার ভারসাম্যসাদা রং সূর্যের রশ্মি শোষণ করে না, বরং প্রতিফলিত করে দেয়। তাই গরম কালে সাদা বা হালকা রঙের পোশাক পরতে বলা হয়। কারণ সাদা রং তাপ কম শোষণ করে। অনেক বেশি সহনশীল হয়। তাই বিমান যত ক্ষণই প্রখর রোদে দাঁড়িয়ে থাকুক না কেন, কখনওই ভিতরটা গরম হয়ে যাবে না। তাই সূর্যের চড়া রোদ সরাসরি বিমানে পড়লেও যাতে বিমানের যন্ত্রপাতি, কেবিন গরম না হয়ে যায়, সে কারণেই যাত্রীবাহী বিমানে সাদা রং করা হয়।
advertisement
সূর্যরশ্মি প্রতিফলিত করেবিমানের গায়ে সরাসরি সূর্যের অতিবেগনি রশ্মি পড়ে। যত বেশি উচ্চতা দিয়ে ওঠে, ততই অতিবেগনি রশ্মির দাপট সহ্য করতে হয়। সাদা রং যেহেতু সূর্যরশ্মি প্রতিফলিত করে দিতে পারে, সে কারণেই সূর্যের ক্ষতিকর রশ্মিগুলি থেকে বিমানকে বাঁচানোর জন্যই সাদা রং করা হয়। সাদা রং সূর্যরশ্মির ৯৯ শতাংশ প্রতিফলিত করে দিতে পারে।
advertisement
advertisement
advertisement
খরচ কমঅত বড় বিমান রং করার খরচ তো কম নয়। তাই পকেট বাঁচাতেও সাদা রঙই বেছে নেয় বিমান সংস্থাগুলি। একটি বোয়িং ৭৩৭ বিমান রং করাতে কম করেও ২৪০ লিটার রং লাগবে, সেখানে এয়ারবাস এ৩৮০ রং করতে লাগবে ৩৬০০ লিটারের মতো রং। যে রঙই করা হোক না কেন, লিটার প্রতি হিসাবে তার খরচ পড়বে বিশাল। সাদা রং সেখানে সবচেয়ে সস্তা। তাই এই রঙই বেছে নেওয়া হয়।
advertisement