Knowledge Story: ১০০ ফুট লম্বা! জিভের ওজনই হাতির ওজনের সমান, হৃদপিণ্ড ১৮০ কেজি! জানেন এটি কোন প্রাণী?

Last Updated:
Knowledge Story: বিশ্বের সব প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় হৃদপিণ্ড রয়েছে নীল তিমির। ওজন প্রায় গড়ে ২০০ কেজি।
1/7
পৃথিবীর এযাবৎকালের সবচেয়ে বড় ও ভারী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে নীল তিমিকে। যদিও বিভিন্ন সময় এ নিয়ে বিতর্ক হয়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন, তাঁরা আদিম প্রজাতির এমন এক তিমির দেহাবশেষ খুঁজে পেয়েছেন, যা নীল তিমির চেয়েও ওজনে বেশি হতে পারে।
পৃথিবীর এযাবৎকালের সবচেয়ে বড় ও ভারী প্রাণী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে নীল তিমিকে। যদিও বিভিন্ন সময় এ নিয়ে বিতর্ক হয়েছে। তবে বিজ্ঞানীরা বলছেন, তাঁরা আদিম প্রজাতির এমন এক তিমির দেহাবশেষ খুঁজে পেয়েছেন, যা নীল তিমির চেয়েও ওজনে বেশি হতে পারে।
advertisement
2/7
গত বছর অগাস্টের দিকে তাঁরা পেরুতে এ ধরনের তিমির আংশিক কঙ্কাল খুঁজে পেয়েছেন। চার কোটি বছর আগে পেরুসেটাস কোলোসাস নামের এ তিমির অস্তিত্ব ছিল।
গত বছর অগাস্টের দিকে তাঁরা পেরুতে এ ধরনের তিমির আংশিক কঙ্কাল খুঁজে পেয়েছেন। চার কোটি বছর আগে পেরুসেটাস কোলোসাস নামের এ তিমির অস্তিত্ব ছিল।
advertisement
3/7
তবে নীল তিমিকেই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাণী হিসেবে ধরা হয়েছে। জানেন নীল তিমির কয়েকটি বিশেষত্ব, এগুলি জানলে আপনি হতবাক হয়ে যাবেন। জন্মের সময়ই এই তিমির যা আকার তা বিশাল। বিজ্ঞানীদের দাবি, ১০০ ফুটেরও বড় হতে পারে নীল তিমি।
তবে নীল তিমিকেই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাণী হিসেবে ধরা হয়েছে। জানেন নীল তিমির কয়েকটি বিশেষত্ব, এগুলি জানলে আপনি হতবাক হয়ে যাবেন। জন্মের সময়ই এই তিমির যা আকার তা বিশাল। বিজ্ঞানীদের দাবি, ১০০ ফুটেরও বড় হতে পারে নীল তিমি।
advertisement
4/7
নীল তিমির গড়ে ওজন ৩০ হাতির ওজনের সমান। প্রায় ২২০ টন। জন্মানোর সময় নীল তিমির ওজন থাকে ৪ হাজার কেজি প্রায়।
নীল তিমির গড়ে ওজন ৩০ হাতির ওজনের সমান। প্রায় ২২০ টন। জন্মানোর সময় নীল তিমির ওজন থাকে ৪ হাজার কেজি প্রায়।
advertisement
5/7
বিশ্বের সব প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় হৃদপিণ্ড রয়েছে নীল তিমির। ওজন প্রায় গড়ে ২০০ কেজি। মিনিটে মাত্র ২ বার হৃদস্পন্দন হয় নীল তিমির।
বিশ্বের সব প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় হৃদপিণ্ড রয়েছে নীল তিমির। ওজন প্রায় গড়ে ২০০ কেজি। মিনিটে মাত্র ২ বার হৃদস্পন্দন হয় নীল তিমির।
advertisement
6/7
সবচেয়ে জোড়ে চিৎকারও করতে পারে এই নীল তিমি। তাদের চিৎকারের শব্দ প্রায় ১৬০০ কিলোমিটার দূর থেকে শোনা যায়। অত্যন্ত দ্রুত গতিতে জলের সাঁতার কাটতে পারে তারা। অনন্ত ১০০ বছর আয়ু রয়েছে প্রতিটি নীল তিমির।
সবচেয়ে জোড়ে চিৎকারও করতে পারে এই নীল তিমি। তাদের চিৎকারের শব্দ প্রায় ১৬০০ কিলোমিটার দূর থেকে শোনা যায়। অত্যন্ত দ্রুত গতিতে জলের সাঁতার কাটতে পারে তারা। অনন্ত ১০০ বছর আয়ু রয়েছে প্রতিটি নীল তিমির।
advertisement
7/7
নীল তিমির একটি জিভের ওজন প্রায় একটি হাতির সমান। বিশাল আকারের এই জিভ দিয়েই জলে শিকার করে নীল তিমি। বহু সময় না গিলে মুখের ভিতর খাবার ধরে রেখে দিতে পারে নীল তিমি। জলও ভরে রাখতে পারে দীর্ঘ সময়।
নীল তিমির একটি জিভের ওজন প্রায় একটি হাতির সমান। বিশাল আকারের এই জিভ দিয়েই জলে শিকার করে নীল তিমি। বহু সময় না গিলে মুখের ভিতর খাবার ধরে রেখে দিতে পারে নীল তিমি। জলও ভরে রাখতে পারে দীর্ঘ সময়।
advertisement
advertisement
advertisement