Knowledge: ভারতে কোন ব্যক্তি প্রথম মোবাইলে কথা বলেন? নামটা কিন্তু তাজ্জব করে দেবে! গর্ব হবে বাঙালি হিসেবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge: অস্ট্রেলিয়ান টেলিকম সংস্থা টেলস্টার ও মোদি গ্রুপের যৌথ সংস্থার উদ্যোগেই সেই যোগাযোগ স্থাপিত হয়।
৩১ জুলাই। ক্যালেন্ডারের আর পাঁচটা দিনের সঙ্গে এই দিনটির পার্থক্য রয়েছে। না কোনও জন্মমৃত্যুর তারিখ নয়। এই দিনটির মাহাত্ম্য অন্য। প্রেমিকাকে ভালবাসা জানানো হোক অথবা অফিসে বসকে ম্যানেজ, আজ স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলে না। এই গোটা মোবাইল যোগাযোগ ব্যবস্থারই চলাচলেরই শুরু এই ৩১ জুলাই, ১৯৯৫ সালে। সেটা পিভি নরসিমা রাও জমানা।
advertisement
advertisement
advertisement
advertisement
তখন ইনকামিং ও আউটগোয়িং কলে কম করে ৮.৪ টাকা লাগত। পিক সময় ফোন করতে ১৬.৮ টাকা লাগত মিনিটে। এখন পরিস্থিতি একেবারেই বদলেছে। বর্তমানে ভারতে ৪৫ কোটি মোবাইল ব্যবহার করেন। রিলায়েন্স জিও আসার পর মোবাইল ইন্ডাস্ট্রি অনেকটাই বদলে গেছে। এখন ৩জি ও ৪জি টেকনোলজির সাহায্যে মানুষ সহজেই কথা বলছেন, ভিডিও দেখছেন, জরুরি কাজকর্ম সারছেন।
advertisement
advertisement
advertisement