আপনার শরীরে কোথায় তিল আছে? জানুন আপনার চরিত্র আসলে কেমন

Last Updated:
এখন দেখে নেওয়া যাক, শরীরের কোথায় কোথায় তিল থাকলে তাঁর স্বভাব-চরিত্র কেমন হয় ৷
1/9
• শরীরের বিভিন্ন জায়গার তিল মানুষের বিভিন্ন চরিত্রকে নির্দেশ করে ৷ তিলের অবস্থান দেখে বলে দেওয়া যায় আপনি আসলে কেমন মানুষ ৷ শুধু তাই নয়, তিলের অবস্থান দেখে কিছু আপনার ভবিষ্যৎ কেমন হবে তাও কল্পনা করা যায় ৷ এখন দেখে নেওয়া যাক, শরীরের কোথায় কোথায় তিল থাকলে তাঁর স্বভাব-চরিত্র কেমন হয় ৷
• শরীরের বিভিন্ন জায়গার তিল মানুষের বিভিন্ন চরিত্রকে নির্দেশ করে ৷ তিলের অবস্থান দেখে বলে দেওয়া যায় আপনি আসলে কেমন মানুষ ৷ শুধু তাই নয়, তিলের অবস্থান দেখে কিছু আপনার ভবিষ্যৎ কেমন হবে তাও কল্পনা করা যায় ৷ এখন দেখে নেওয়া যাক, শরীরের কোথায় কোথায় তিল থাকলে তাঁর স্বভাব-চরিত্র কেমন হয় ৷
advertisement
2/9
• যে সব জাতক-জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়। গালে তিল থাকলে সে দরিদ্র হয়। যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমতলব আঁটে।
• যে সব জাতক-জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়। গালে তিল থাকলে সে দরিদ্র হয়। যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমতলব আঁটে।
advertisement
3/9
• যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবাণ হয়ে থাকে। উপরের ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ন। নীচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী।
• যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবাণ হয়ে থাকে। উপরের ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ন। নীচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী।
advertisement
4/9
• নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতির। নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য। নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবাণ হয়ে থাকে।
• নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতির। নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য। নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবাণ হয়ে থাকে।
advertisement
5/9
• ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল। বাম ভ্রুতে তিল থাকলে তারা সব সময় কু চিন্তায় লিপ্ত থাকে। যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী হয়ে থাকে।
• ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল। বাম ভ্রুতে তিল থাকলে তারা সব সময় কু চিন্তায় লিপ্ত থাকে। যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী হয়ে থাকে।
advertisement
6/9
• যাদের চিবুকে তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থির মতি সম্পন্ন হয়। গলার নীচের দু-পাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে। চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকে। ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবাণ হয়।
• যাদের চিবুকে তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থির মতি সম্পন্ন হয়। গলার নীচের দু-পাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে। চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকে। ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবাণ হয়।
advertisement
7/9
• ঠোঁটের নীচে তিল থাকলে সে হয় প্রেমিক। যে সব জাতকের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী, সাহসী, সৌভাগ্যবাণ ও উদার। ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয়।
• ঠোঁটের নীচে তিল থাকলে সে হয় প্রেমিক। যে সব জাতকের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী, সাহসী, সৌভাগ্যবাণ ও উদার। ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয়।
advertisement
8/9
• বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎ কর্মে লিপ্ত হতে পারে। যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী। যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজনবিলাসী ও পেটুক।
• বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎ কর্মে লিপ্ত হতে পারে। যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী। যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজনবিলাসী ও পেটুক।
advertisement
9/9
• ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয়। বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয়। কানে তিল থাকলে সে বিদ্বান ও সৌভাগ্যশালী হয়। বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয়।
• ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয়। বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয়। কানে তিল থাকলে সে বিদ্বান ও সৌভাগ্যশালী হয়। বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয়।
advertisement
advertisement
advertisement