বিকেল ৪টে থেকে ভোর ৪টের মধ্যে জন্ম ? জেনে নিন নিজের ভাগ্য

Last Updated:
1/7
জ্যোতিষ শাস্ত্র মতে, জন্ম সময়ের উপরেই নির্ভর করে জাতক-জাতিকার ভাগ্য ৷ প্রতিটি সময়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে ৷ আপনার জন্ম যদি বিকেল ৪টে থেকে ভোর ৪টের মধ্যে হয় তাহলে দেখে নিন আপনার ভাগ্য---
জ্যোতিষ শাস্ত্র মতে, জন্ম সময়ের উপরেই নির্ভর করে জাতক-জাতিকার ভাগ্য ৷ প্রতিটি সময়ের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে ৷ আপনার জন্ম যদি বিকেল ৪টে থেকে ভোর ৪টের মধ্যে হয় তাহলে দেখে নিন আপনার ভাগ্য---
advertisement
2/7
বিকেল ৪টা থেকে ৬টা: এই সময়ে যাঁরা জন্মেছেন জনসংযোগ জাতীয় কাজ করার সম্ভাবনা তাঁদের প্রবল। এঁদের নিয়ে খবর তৈরি হওয়ার সম্ভাবনাও বিশেষভাবে বিদ্যমান।
বিকেল ৪টা থেকে ৬টা: এই সময়ে যাঁরা জন্মেছেন জনসংযোগ জাতীয় কাজ করার সম্ভাবনা তাঁদের প্রবল। এঁদের নিয়ে খবর তৈরি হওয়ার সম্ভাবনাও বিশেষভাবে বিদ্যমান।
advertisement
3/7
বিকেল ৬টা থেকে ৮টা: এঁরা অনুচর বা অধস্তন ব্যক্তিবর্গ বা বন্ধুবান্ধবের ওপর অনেকাংশে নির্ভরশীল হবেন। জনসেবা বা সমাজসেবামূলক কাজের প্রতি ঝোঁক থাকবে। এরা অনেক দুঃখ- কষ্ট ও লাঞ্ছনা ভোগ করে পরিশেষে উন্নতিলাভ করবেন।
বিকেল ৬টা থেকে ৮টা: এঁরা অনুচর বা অধস্তন ব্যক্তিবর্গ বা বন্ধুবান্ধবের ওপর অনেকাংশে নির্ভরশীল হবেন। জনসেবা বা সমাজসেবামূলক কাজের প্রতি ঝোঁক থাকবে। এরা অনেক দুঃখ- কষ্ট ও লাঞ্ছনা ভোগ করে পরিশেষে উন্নতিলাভ করবেন।
advertisement
4/7
রাত ৮টা থেকে ১০টা: এই সময়ের জাতক-জাতিকাদের শিল্পকলার প্রতি দক্ষতা থাকা স্বাভাবিক। এঁরা আশাবাদী হয়ে থাকেন। এরা সহজেই অপরের ওপর প্রভাব বিস্তার করতে পারেন। এই সময়ের জাতকরা প্রেমিক হিসাবে আর্দশ হন।
রাত ৮টা থেকে ১০টা: এই সময়ের জাতক-জাতিকাদের শিল্পকলার প্রতি দক্ষতা থাকা স্বাভাবিক। এঁরা আশাবাদী হয়ে থাকেন। এরা সহজেই অপরের ওপর প্রভাব বিস্তার করতে পারেন। এই সময়ের জাতকরা প্রেমিক হিসাবে আর্দশ হন।
advertisement
5/7
রাত ১০টা থেকে ১২টা:  বাড়িঘর বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এই সময়ের জাতক-জাতিকাগণ ভাগ্যশালী হন । বাড়িঘর এবং ভূসম্পত্তি থেকে আয় হতে পারে। কিন্তু পিতা- মাতার প্রভাব এরূপ জাতক-জাতিকার উন্নতির পথে কিছু বাধা বা অন্তরায়ের সৃষ্টি করতে পারে।
রাত ১০টা থেকে ১২টা: বাড়িঘর বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে এই সময়ের জাতক-জাতিকাগণ ভাগ্যশালী হন । বাড়িঘর এবং ভূসম্পত্তি থেকে আয় হতে পারে। কিন্তু পিতা- মাতার প্রভাব এরূপ জাতক-জাতিকার উন্নতির পথে কিছু বাধা বা অন্তরায়ের সৃষ্টি করতে পারে।
advertisement
6/7
রাত ১২টা থেকে ২টা: বুদ্ধিজীবী হিসাবে প্রতিষ্ঠিত হন এসময়ের জাতক-জাতিকারা ৷ সাংবাদিকতা, যোগাযোগ সংক্রান্ত বিষয়, টি.ভি, বেতার বা প্রচার সংস্থার সঙ্গে যুক্ত থাকলে এসময়ের জাতক-জাতিকরা বিশেষ উন্নতি লাভ করে থাকেন। ভাইবোন বা প্রতিবেশীরা এদের উন্নতির ব্যাপারে বাধার সৃষ্টি করতে পারে। যে সকল জাতক বা জাতিকা রাত ১২টা থেকে রাত ১টার মধ্যে জন্মেছেন, তাদের পক্ষে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ৷
রাত ১২টা থেকে ২টা: বুদ্ধিজীবী হিসাবে প্রতিষ্ঠিত হন এসময়ের জাতক-জাতিকারা ৷ সাংবাদিকতা, যোগাযোগ সংক্রান্ত বিষয়, টি.ভি, বেতার বা প্রচার সংস্থার সঙ্গে যুক্ত থাকলে এসময়ের জাতক-জাতিকরা বিশেষ উন্নতি লাভ করে থাকেন। ভাইবোন বা প্রতিবেশীরা এদের উন্নতির ব্যাপারে বাধার সৃষ্টি করতে পারে। যে সকল জাতক বা জাতিকা রাত ১২টা থেকে রাত ১টার মধ্যে জন্মেছেন, তাদের পক্ষে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ৷
advertisement
7/7
রাত ২টা থেকে ভোর ৪টা: এসময়ে যাঁরা জন্মেছেন বা জন্মাবেন, তাঁরা অনেক অর্থ উপার্জন করতে পারেন। এসময়ে জাত ব্যক্তিগণ সচরাচর সুবক্তা এবং অতিথি বৎসল হয়ে থাকেন। প্রভূত অর্থ উপার্জন করা এঁদের পক্ষে সম্ভব হলেও, এঁদের পক্ষে অর্থ সঞ্চয় করা না-ও সম্ভব হতে পারে।
রাত ২টা থেকে ভোর ৪টা: এসময়ে যাঁরা জন্মেছেন বা জন্মাবেন, তাঁরা অনেক অর্থ উপার্জন করতে পারেন। এসময়ে জাত ব্যক্তিগণ সচরাচর সুবক্তা এবং অতিথি বৎসল হয়ে থাকেন। প্রভূত অর্থ উপার্জন করা এঁদের পক্ষে সম্ভব হলেও, এঁদের পক্ষে অর্থ সঞ্চয় করা না-ও সম্ভব হতে পারে।
advertisement
advertisement
advertisement