কাল কখন থেকে শুরু ফোঁটা দেওয়া? জেনে নিন প্রতিপদ ও দ্বিতীয়ার নির্ঘণ্ট

Last Updated:
1/6
• রাত পোহালেই ভাইফোঁটা ৷ সাধারণত কালীপুজোর একদিন পরেই ভাতৃদ্বিতীয়া পরে ৷ কিন্তু এবার তিথি একটু আলাদা ৷
• রাত পোহালেই ভাইফোঁটা ৷ সাধারণত কালীপুজোর একদিন পরেই ভাতৃদ্বিতীয়া পরে ৷ কিন্তু এবার তিথি একটু আলাদা ৷
advertisement
2/6
• বুধ, বৃহস্পতি বাদ দিয়ে এ বছর শুক্রবার পড়েছে ভাইফোঁটা ৷ শুক্রবার সকাল থেকেই তাই শুরু হচ্ছে ভাইয়ের কপালে মঙ্গল তিলক এঁকে দেওয়ার সেই চিরাচরিত আচার-অনুষ্ঠান ৷
• বুধ, বৃহস্পতি বাদ দিয়ে এ বছর শুক্রবার পড়েছে ভাইফোঁটা ৷ শুক্রবার সকাল থেকেই তাই শুরু হচ্ছে ভাইয়ের কপালে মঙ্গল তিলক এঁকে দেওয়ার সেই চিরাচরিত আচার-অনুষ্ঠান ৷
advertisement
3/6
• বহু পরিবারে অবশ্য দ্বিতীয়ার আগে অর্থাৎ প্রতিপদ তিথিতে ফোঁটা দেওয়ার রীতি চালু রয়েছে ৷ তা হলে জেনে নেওয়া যাক, আজ কখন থেকে শুরু হবে প্রতিপদের ফোঁটা দেওয়া ৷ শুধু তাই নয়, জেনে নিতে হবে শুক্রবারের ভাইফোঁটার সময় ও নির্ঘণ্টও ৷
• বহু পরিবারে অবশ্য দ্বিতীয়ার আগে অর্থাৎ প্রতিপদ তিথিতে ফোঁটা দেওয়ার রীতি চালু রয়েছে ৷ তা হলে জেনে নেওয়া যাক, আজ কখন থেকে শুরু হবে প্রতিপদের ফোঁটা দেওয়া ৷ শুধু তাই নয়, জেনে নিতে হবে শুক্রবারের ভাইফোঁটার সময় ও নির্ঘণ্টও ৷
advertisement
4/6
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ২১ কার্তিক, ইং ৭ নভেম্বর, বুধবার প্রতিপদ পড়েছে রাত ৯/৩২ ৷ ছাড়ছে ২২ কার্তিক, ইং ৮ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার প্রতিপদ ছাড়ছে, রাত ৯/০৮ ৷
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ২১ কার্তিক, ইং ৭ নভেম্বর, বুধবার প্রতিপদ পড়েছে রাত ৯/৩২ ৷ ছাড়ছে ২২ কার্তিক, ইং ৮ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার প্রতিপদ ছাড়ছে, রাত ৯/০৮ ৷
advertisement
5/6
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ২৩ কার্তিক (ভাঃ ১৮ কার্তিক) ইং ৯ নভেম্বর, ২০১৮, শুক্রবার, দ্বিতীয়া থাকছে রাত্রি ৯/২০ পর্যন্ত।
• বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ২৩ কার্তিক (ভাঃ ১৮ কার্তিক) ইং ৯ নভেম্বর, ২০১৮, শুক্রবার, দ্বিতীয়া থাকছে রাত্রি ৯/২০ পর্যন্ত।
advertisement
6/6
• গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২৩ কার্তিক (ভাঃ ১৮ কার্তিক) ইং ৯ নভেম্বর, ২০১৮, শুক্রবার, দ্বিতীয়া রাত্রি ৯/১৩/৫৭ পর্যন্ত থাকবে।
• গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২৩ কার্তিক (ভাঃ ১৮ কার্তিক) ইং ৯ নভেম্বর, ২০১৮, শুক্রবার, দ্বিতীয়া রাত্রি ৯/১৩/৫৭ পর্যন্ত থাকবে।
advertisement
advertisement
advertisement