আজ পবিত্র কৌশিকী অমাবস্যা, মহা কঠিন এই ব্রত পালনে সামাণ্য ভুলেও হয়ে যেতে পারে বড় ক্ষতি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভুলেও খাবেন না আমিষ খাবার, আর সঙ্গম তো নৈব নৈব চ, এই দিনে গর্ভধারণ ভাবী সন্তানকে ঠেলে দিতে পারে অন্ধকার ভবিষ্যতে৷
আজ কৌশিকী অমাবস্যা। মঙ্গলবার সকাল ৯ টা ৪৬ মিনিট হইতে বুধবার সকাল ৮ টা ২২ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি৷ মা তারার আরেক নাম কৌশিকী। কথিত আছে, অযোনি সম্ভূতা দেবী কৌশিকী৷ তিনিই মা তারা, তিনিই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন । ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় বসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। কৌশিকী অমাবস্যায় অশুভ শক্তির হাত থেকে বাঁচতে অবশ্যই এই নিয়মগুলি মেনে চলুন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কৌশিকী অমাবস্যার রাতে বাড়ির সদর দরজার সামনর দুটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই তেলের গন্ধে কোনও তন্ত্রর প্রভাব আপনার জীবনে পড়বে না। তন্ত্রসাধকদের জন্য এই দিনটি অসম্ভব গুরুত্বপূর্ণ৷ এদিন মারণ-উচাটন এই ধরণের বিদ্যাও ব্যবহার করেন অনেকে৷ তাই যাঁরা আপনার ক্ষতি চাইতে পারেন বলে মনে হয় তাঁদের একেবারেই এড়িয়ে চলুন৷
