রান্নার গ্যাস ও পেট্রোল, ডিজের দাম যেন রোজই বাড়ছে। আর নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই রাজ্যে প্রায় ৯২৭ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। তার পর কেন্দ্রীয় সরকারের ভর্তুকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। তাও মাত্র ১৯ টাকা মতো। এমন পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম নিয়ে মধ্যবিত্তের মাথায় চিন্তার শেষ নেই।
এলপিজি সিলিন্ডারে গ্যাস থাকে ১৪.২ কেজি। তবে কম্পোজিট সিলিন্ডারে আপনি গ্যাস পাবেন ৫ ও ১০ কেজিতে। ৫ কেজির দাম পড়বে ৩৩০ টাকা। ১০ কেজির ৬৩৩ টাকা ৫০ পয়সা। তবে মনে রাখতে হবে, এলপিজির মতো কম্পোজিট সিলিন্ডারের দামও মাসের শুরুতে নির্ধারিত হয়। অর্থাত্ এই মাসে যা দাম ডিসেম্বরে সেটায় পরিবর্তন হতে পারে।
ইন্ডেন-এর ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার নিতে হলে শুরুতে আপনাকে দিতে হবে ৩,৩৫০ টাকা। ৫ কেজির ক্ষেত্রে শুরুতে জমা দিতে হবে ২,১৫০ টাকা। আপনি বাড়িতে ডাবল সিলিন্ডার না রাখলেও চলবে। যার যেমন সামর্থ, তিনি তেমন বুূকিং করতে পারবেন। যেটা এলপিজির ক্ষেত্রে হবে না। ফলে আপনার এক মাসের সংসার খরচ অনেকটা কমতে পারে।