

হিন্দুদের পবিত্রতম তীর্থগুলির অন্যতম শক্তিপীঠ৷ সতীর দেহত্যাগের পর মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাণ্ডব শুরু করেন৷ মহাদেবের রুদ্ররূপে তটস্থ হয়ে যান দেবতারা৷ এই সময় বিষ্ণুর শরণাপন্ন হন তাঁরা৷ তখন সুদর্শন চক্র নিয়ে দেবীর দেহ টুকরো টুকরো করে দেন বিষ্ণু৷ এই দেহাংশগুলি যেখানে পড়ে সেই সেই জায়গাতেই তৈরি হয়েছে শক্তিপীঠ৷ শুধু শাক্তরাই নন, হিন্দুরা সকলেই এই তীর্থস্থানে আসেন৷ ৫১টি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকে। Photo- Collected


মায়ের কোলে শিশু যেরকম নিশ্চিন্ত কারণ মা তাঁকে সমস্ত বিপদ থেকে দু হাত দিয়ে আগলে রাখেন. ঠিক তেমনিই দেবী মা-ও দু হাত দিয়ে নিজের সন্তানকে রক্ষা করেন৷ তাই শক্তির অলিন্দে যতই থাকুন মানুষ দেবীর শরণে আসেন সকলেই৷ Photo- Collected


মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী মায়ের সামনে শিষ ঝোঁকাতেই হয়৷ কারণ তাঁর আশীর্বাদ ভিন্ন না কর্তব্য পালনে সাফল্য সম্ভব না অন্যকোনও সাফল্য সম্ভব৷ মায়ের মাহাত্ম্য জেনে নিয়ে তাই জীবনের পথ সুগম করাই বুদ্ধিমান মানুষের কর্তব্য৷ আর যদি জানাও থাকে তাও মায়ের নাম যতবারই স্মরণ করা হবে ততই উপচে যাবে পুণ্যের ভাঁড়ার৷ Photo- Collected


সকল শক্তিপীঠসমূহে শক্তিদেবী ভৈরবের সাথে অবস্থান করেন। শক্তিপীঠের সংখ্যা ৫১ টি। মায়ের নাম মাহাত্ম্যেই দিন ভালো কাটে এক নজরে দেখে নিন ৫১ পীঠ৷ Photo- Collected


স্থান -বৈদ্যনাথধাম, দেওঘর, ঝাড়খন্ড, দেহাংশ বা অলঙ্কার - হৃদয় বা হৃৎপিন্ডশক্তি – জয়দুর্গা ভৈরব – বৈদ্যনাথ ৷ স্থান - নাইনাতিভু, জাফনা, শ্রীলঙ্কাদেহাংশ বা অলঙ্কার – নূপুর, শক্তি – ইন্দ্রাক্ষী ,ভৈরব – রাক্ষসেশ্বর৷ স্থান - সুক্কর স্টেশনের নিকট, করাচি, পাকিস্তান, দেহাংশ বা অলঙ্কার – চক্ষু, শক্তি মহিষমর্দিনী, ভৈরব – ক্রোধিশ৷ স্থান - সুগন্ধা, শিকারপুর, গৌরনদী, সন্ধ্যা নদীর তীরে, বরিশাল শহর থেকে ২০ কিলোমিটার দূরে, বাংলাদেশ, দেহাংশ বা অলঙ্কার – নাসিকা, শক্তি – সুগন্ধা,ভৈরব – ত্রয়ম্বক৷ স্থান - অমরনাথ, কাশ্মীর, শ্রীনগর হতে পহেলগাম এর মধ্য দিয়ে বাসে ৯৪ কিলোমিটার, দেহাংশ বা অলঙ্কার – গলা,শক্তি – মহামায়া,ভৈরব – ত্রিসন্ধ্যেশ্বর৷


স্থান - জ্বালামুখী, কাঙ্গড়া, হিমাচল প্রদেশ, ভারত, দেহাংশ বা অলঙ্কার – জিহ্বা শক্তি - সিদ্ধিদা (অম্বিকা), ভৈরব - উন্মত্ত ভৈরব৷ স্থান - জলন্ধর, পঞ্জাব, দেহাংশ বা অলঙ্কার - বাম বক্ষ, শক্তি – ত্রিপুরমালিনী, ভৈরব – ভীষণ৷ স্থান - গুহেশ্বরী মন্দির, পশুপতিনাথ মন্দিরের নিকট, নেপাল,দেহাংশ বা অলঙ্কার - উভয় হাঁটু, শক্তি – মহাশিরা, ভৈরব – কাপালী৷ স্থান - মানস, মানসরোবর হ্রদে কৈলাশ পর্বতের পাদদেশে, তিব্বত৷ দেহাংশ বা অলঙ্কার - ডান হাত৷ শক্তি - দক্ষিয়ানী,ভৈরব – অমর৷ স্থান - বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত,দেহাংশ বা অলঙ্কার – নাভি, শক্তি - মাতা সর্বমঙ্গলা দেবী, ভৈরব - ভগবান শিব/মহাদেব৷ Photo- Collected


স্থান - গন্ধকী, মুক্তিনাথ মন্দির, গন্ধকী নদী তীরে, পোখরা, নেপাল, দেহাংশ বা অলঙ্কার – মস্তিষ্ক, শক্তি - গন্ধকী চণ্ডী, ভৈরব – চক্রপাণি৷ স্থান - বেহুলা, কেতুগ্রাম, অজয় নদীর তীরে, কটোয়া থেকে ৮ কিলোমিটার বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, ভারত, দেহাংশ বা অলঙ্কার - বাম হাত, শক্তি - বেহুলা দেবী,ভৈরব – ভীরুক৷ স্থান - উজ্জনি, গুষকরা স্টেশন থেকে ১৬ কিলোমিটার, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার - ডান কব্জি, শক্তি - মঙ্গল চন্দ্রিকা,ভৈরব – কপিলাম্বর৷ স্থান - উদয়পুর, রাধাকিশোরপুর গ্রামের নিকট পাহাড় চূড়ায়, উদয়পুর, ত্রিপুরা, ভারত, দেহাংশ বা অলঙ্কার - ডান পা,শক্তি - ত্রিপুরা সুন্দরী, ভৈরব – ত্রিপুরেশ৷ স্থান - চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ পর্বত শিখর, সীতাকুণ্ড স্টেশনের নিকট, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ, দেহাংশ বা অলঙ্কার - ডান হাত,শক্তি – ভবানী,ভৈরব – চন্দ্রশেখর৷ Photo- Collected


স্থান - জলপেশ মন্দিরের নিকট, জলপাইগুড়ি জেলা, পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার - বাম পা, শক্তি – ভ্রামরী, ভৈরব – অম্বর৷ স্থান - কামগিরি, কামাক্ষ্যা, নীলাচল পর্বত, গুয়াহাটি, অসম, দেহাংশ বা অলঙ্কার – যোনি, শক্তি - কামাক্ষ্যা,ভৈরব – উমানন্দ৷ স্থান - যোগাধ্যা, খীরগ্রাম, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার - ডান পায়ের বৃদ্ধাঙ্গুল, শক্তি – যোগাধ্যা,ভৈরব - ক্ষীর খন্ডক,স্থান - কালীপীঠ, কালীঘাট, কলকাতা , পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার - ডান পায়ের আঙ্গুল, শক্তি – কালিকা,ভৈরব – নকুলেশ্বর৷ স্থান - প্রয়াগ, সঙ্গমের নিকট, এলাহাবাদ, উত্তর প্রদেশ, দেহাংশ বা অলঙ্কার - হাতের আঙ্গুল,শক্তি - ললিতা/মাধবেশ্বরী,ভৈরব – ভব৷ Photo- Collected


দেহাংশ বা অলঙ্কার - বাম জঙ্ঘা,শক্তি – জয়ন্তী, ভৈরব – ক্রমাদিশ্বর৷স্থান - কিরীট, কিরীটকোন গ্রাম, লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে ৩ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার – মুকুট,শক্তি – বিমলা,ভৈরব – সাংবর্ত৷ স্থান - বারাণসী, গঙ্গাতীরে মনিকর্ণিকা ঘাট, কাশী, উত্তর প্রদেশ, দেহাংশ বা অলঙ্কার - কানের দুল,শক্তি - বিশালাক্ষী ও মনিকর্ণি,ভৈরব – কালভৈরব৷ স্থান - কন্যাশ্রম, কন্যাকুমারী, ভদ্রকালী মন্দির, কুমারী মন্দির, তামিলনাড়ু, দেহাংশ বা অলঙ্কার – পিঠ, শক্তি – সর্বাণী,ভৈরব – নিমিষ৷স্থান - বর্তমান কুরুক্ষেত্র বা প্রাচীন থানেশ্বর, হরিয়ানা, দেহাংশ বা অলঙ্কার - গোড়ালির হাড়, শক্তি – সাবিত্রী, ভৈরব – স্থনু৷ Photo- Collected