Do you Know: নিবিড় চুম্বনে ট্রান্সফার হয় ৮০ মিলিয়ন ব্যাকটেরিয়া! ঝরে ওজনও, অদ্ভুত সব তথ্য জানাচ্ছেন বিশেষজ্ঞেরা

Last Updated:
চুম্বন আমাদের হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে৷ এর ফলে হৃদযন্ত্র বেশি কাজ করে এবং ভাল থাকে৷ এই সময় আমাদের পালস রেট প্রতি মিনিটে থাকে প্রায় ১১০৷ স্বাভাবিক অবস্থায় যা ৭২৷
1/11
 চুম্বন প্রেমের অন্যতম বহিঃপ্রকাশ৷ বলা চলে, সবচেয়ে নিবিড় প্রকাশ৷ প্রিয় মানুষকে নিয়মিত আলিঙ্গন এবং চুম্বন আমাদের ভাল থাকা এবং মন্দ থাকার উপরেও প্রভাব ফেলে৷ সেটা মানসিক হোক, কিংবা শারীরিক৷ মনোবিদ থেকে শুরু করে চিকিৎসক, প্রত্যেকেই এই কথা বলে থাকেন৷
চুম্বন প্রেমের অন্যতম বহিঃপ্রকাশ৷ বলা চলে, সবচেয়ে নিবিড় প্রকাশ৷ প্রিয় মানুষকে নিয়মিত আলিঙ্গন এবং চুম্বন আমাদের ভাল থাকা এবং মন্দ থাকার উপরেও প্রভাব ফেলে৷ সেটা মানসিক হোক, কিংবা শারীরিক৷ মনোবিদ থেকে শুরু করে চিকিৎসক, প্রত্যেকেই এই কথা বলে থাকেন৷
advertisement
2/11
নিউ ইয়র্কের এক সেলিব্রিটি ডেন্টিস্ট জেফ গোলুব ইভান্স চুম্বনের সঙ্গে জড়িতে নানা মেডিক্যাল ফ্যাক্টর নিয়ে নানা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন৷ তাঁর আলোচনায় এমন কিছু তথ্য উঠে এসেছে, যা আমাদের অনেকেরই অজানা৷
নিউ ইয়র্কের এক সেলিব্রিটি ডেন্টিস্ট জেফ গোলুব ইভান্স চুম্বনের সঙ্গে জড়িতে নানা মেডিক্যাল ফ্যাক্টর নিয়ে নানা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন৷ তাঁর আলোচনায় এমন কিছু তথ্য উঠে এসেছে, যা আমাদের অনেকেরই অজানা৷
advertisement
3/11
ওই চিকিৎসক জানিয়েছেন, গাঢ় চুম্বনের ফলে আমাদের প্রতি মিনিটে ১২ ক্যালোরি শক্তি ক্ষয় হয়৷ কিছু গবেষক তো এ-ও জানিয়েছেন, প্রতিদিন তিনটি নিবিড় চুম্বনে (গড়ে ২০ সেকেন্ড) আমাদের শরীরের আধ কেজি ওজন ঝরে৷ যে তথ্য সত্যিই বিস্ময়কর৷
ওই চিকিৎসক জানিয়েছেন, গাঢ় চুম্বনের ফলে আমাদের প্রতি মিনিটে ১২ ক্যালোরি শক্তি ক্ষয় হয়৷ কিছু গবেষক তো এ-ও জানিয়েছেন, প্রতিদিন তিনটি নিবিড় চুম্বনে (গড়ে ২০ সেকেন্ড) আমাদের শরীরের আধ কেজি ওজন ঝরে৷ যে তথ্য সত্যিই বিস্ময়কর৷
advertisement
4/11
চুম্বন আমাদের হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে৷ এর ফলে হৃদযন্ত্র বেশি কাজ করে এবং ভাল থাকে৷ এই সময় আমাদের পালস রেট প্রতি মিনিটে থাকে প্রায় ১১০৷ স্বাভাবিক অবস্থায় যা ৭২৷
চুম্বন আমাদের হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে৷ এর ফলে হৃদযন্ত্র বেশি কাজ করে এবং ভাল থাকে৷ এই সময় আমাদের পালস রেট প্রতি মিনিটে থাকে প্রায় ১১০৷ স্বাভাবিক অবস্থায় যা ৭২৷
advertisement
5/11
এই সময় আমাদের ফুসফুসকেও অতিরিক্ত পরিশ্রম করতে হয়৷ এই সময় প্রতি মিনিটে ৬০ বার শ্বাস নিই আমরা, সাধারণত, যেখানে আমাদের শ্বাসগ্রহণের হার প্রতি মিনিটে ২০ বার৷ তাই গবেষকেরা জানাচ্ছেন, নিয়মিত চুম্বনে আমাদের হার্ট ও ফুসফুস ভাল থাকে৷
এই সময় আমাদের ফুসফুসকেও অতিরিক্ত পরিশ্রম করতে হয়৷ এই সময় প্রতি মিনিটে ৬০ বার শ্বাস নিই আমরা, সাধারণত, যেখানে আমাদের শ্বাসগ্রহণের হার প্রতি মিনিটে ২০ বার৷ তাই গবেষকেরা জানাচ্ছেন, নিয়মিত চুম্বনে আমাদের হার্ট ও ফুসফুস ভাল থাকে৷
advertisement
6/11
প্রিয় মানুষকে আলিঙ্গন বা চুম্বন আমাদের যাবতীয় স্ট্রেস থেকে মুক্তি দেয়৷ এই সময় আমাদের শরীরে লাভ হরমোন অক্সিটোসিনের মাত্রা বাড়ে৷ তাতে আমরা মনের মধ্যে খুশি খুশি ভাব, আনন্দ, সুখ ইত্যাদি অনুভব করি৷
প্রিয় মানুষকে আলিঙ্গন বা চুম্বন আমাদের যাবতীয় স্ট্রেস থেকে মুক্তি দেয়৷ এই সময় আমাদের শরীরে লাভ হরমোন অক্সিটোসিনের মাত্রা বাড়ে৷ তাতে আমরা মনের মধ্যে খুশি খুশি ভাব, আনন্দ, সুখ ইত্যাদি অনুভব করি৷
advertisement
7/11
কিন্তু, চুম্বনের কিছু সাইড এফেক্টসও রয়েছে৷ দন্ত চিকিৎসক ভূপেশ গুপ্তা জানাচ্ছেন, প্রতি ১০ সেকেন্ডের নিবিড় চুম্বনে ৮০ মিলিয়ন অর্থাৎ, প্রায় ৮ কোটি ব্যাকটেরিয়া একজনের শরীর থেকে অন্য জনের শরীরে চলে যেতে পারে৷ কিন্তু, কেন?
কিন্তু, চুম্বনের কিছু সাইড এফেক্টসও রয়েছে৷ দন্ত চিকিৎসক ভূপেশ গুপ্তা জানাচ্ছেন, প্রতি ১০ সেকেন্ডের নিবিড় চুম্বনে ৮০ মিলিয়ন অর্থাৎ, প্রায় ৮ কোটি ব্যাকটেরিয়া একজনের শরীর থেকে অন্য জনের শরীরে চলে যেতে পারে৷ কিন্তু, কেন?
advertisement
8/11
আমাদের শরীরের প্রায় ১০০ ট্রিলিয়ন অণুজীব রয়েছে৷ যার কিছু কিছু আমাদের জন্য ভাল এবং কিছু  অবশ্যই খারাপ৷ আমরা কী ধরনের খাবার খাই, কী পানীয় পান করি, আমাদের জেনেটিক স্বাস্থ্য কেমন? কেমনই বা আমাদের পরিচ্ছন্নতা বোধ, এই সবের উপরে আমাদের মুখে ভিতরের স্বাস্থ্য নির্ভর করে৷
আমাদের শরীরের প্রায় ১০০ ট্রিলিয়ন অণুজীব রয়েছে৷ যার কিছু কিছু আমাদের জন্য ভাল এবং কিছু অবশ্যই খারাপ৷ আমরা কী ধরনের খাবার খাই, কী পানীয় পান করি, আমাদের জেনেটিক স্বাস্থ্য কেমন? কেমনই বা আমাদের পরিচ্ছন্নতা বোধ, এই সবের উপরে আমাদের মুখে ভিতরের স্বাস্থ্য নির্ভর করে৷
advertisement
9/11
এক জন ব্যক্তির মুখে ভিতরে প্রায় ৭০০ প্রকারের ব্যাকটেরিয়া থাকতে পারে৷ সংখ্যার নিরিখে যা অসংখ্য৷ তাই নিবিড় চুম্বনের সময় সেই সমস্ত ব্যাকটেরিয়ার আদানপ্রদান হয়েই থাকে৷ কিন্তু, সব সময়েই কি তা ক্ষতিকারক?
এক জন ব্যক্তির মুখে ভিতরে প্রায় ৭০০ প্রকারের ব্যাকটেরিয়া থাকতে পারে৷ সংখ্যার নিরিখে যা অসংখ্য৷ তাই নিবিড় চুম্বনের সময় সেই সমস্ত ব্যাকটেরিয়ার আদানপ্রদান হয়েই থাকে৷ কিন্তু, সব সময়েই কি তা ক্ষতিকারক?
advertisement
10/11
উত্তর, অবশ্যই নয়৷ এই সমস্ত ব্যাকটেরিয়ার অধিকাংশই নির্বিরোধী৷ এরা আমাদের শরীরের তেমন ক্ষতি করে না৷ বরং উপকারই করে৷ এদের মধ্যে বহু ব্যাকটেরিয়া খাদ্য বিপাক এবং সংক্রমণ নিরাময়ে সহায়তা করে।
উত্তর, অবশ্যই নয়৷ এই সমস্ত ব্যাকটেরিয়ার অধিকাংশই নির্বিরোধী৷ এরা আমাদের শরীরের তেমন ক্ষতি করে না৷ বরং উপকারই করে৷ এদের মধ্যে বহু ব্যাকটেরিয়া খাদ্য বিপাক এবং সংক্রমণ নিরাময়ে সহায়তা করে।
advertisement
11/11
তবে, পাশাপাশি এ-ও খেয়াল রাখা প্রয়োজন যে এই ভাবেই মাড়ি সংক্রান্ত রোগ, হার্পিস, মেনিনজাইটিস, সাধারণ সর্দি-কাশি-জ্বর এমন রোগের ভাইরাস বা ব্যাকটেরিয়াও চুম্বনের মাধ্যমে ছড়াতে পারে৷ তাই সতর্ক ও পরিচ্ছন্ন থাকতে তো ক্ষতি নেই৷
তবে, পাশাপাশি এ-ও খেয়াল রাখা প্রয়োজন যে এই ভাবেই মাড়ি সংক্রান্ত রোগ, হার্পিস, মেনিনজাইটিস, সাধারণ সর্দি-কাশি-জ্বর এমন রোগের ভাইরাস বা ব্যাকটেরিয়াও চুম্বনের মাধ্যমে ছড়াতে পারে৷ তাই সতর্ক ও পরিচ্ছন্ন থাকতে তো ক্ষতি নেই৷
advertisement
advertisement
advertisement