রান্নাঘরে রাখুন এই 'খোঁচাখোঁচা' সাপ গাছ! ঘরময় খেলবে বিশুদ্ধ বাতাস...আসবে ভাল সময়!
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
জানলার পাশেই রাখতে পারেন স্নেক প্ল্যান্ট রয়েছে এর একাধিক উপকারিতাও, জানেন কি?
আজকাল অন্দরসজ্জার অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে গাছগাছালি। ফ্ল্য়াটের একফালি বারান্দাকেই গাছে গাছে ভরিয়ে তুলে সুন্দর বাগান তৈরি করে নিচ্ছেন অনেকে। আবার বাড়ির অন্দরের আনাচে-কানাচেও অনেকেই ইন্ডোর প্ল্যান্টের টব রেখে দেন।
advertisement
এমনকী হ্যাঙ্গিং প্ল্যান্টার দিয়েও ঝোলানো থাকে ইন্ডোর গাছ। আর এভাবে ঘরের নান্দনিকতাও যেন কয়েক গুণ বেড়ে যেতে পারে! এখানেই শেষ নয়, আজকাল বাড়ির শৌচাগার কিংবা রান্নাঘরেই শোভা পায় ইন্ডোর প্ল্যান্ট। কারণ কিছু কিছু ইন্ডোর প্ল্যান্টের বায়ু পরিশোধনের ক্ষমতা প্রবল।
advertisement
এই ধরনের গাছের মধ্যে অন্যতম হল স্নেক প্ল্যান্ট। আর রান্নাঘর যদি স্নেকপ্ল্যান্ট দিয়ে সাজিয়ে তোলা যায়, তাহলে তার কোনও তুলনাই হয় না! এর অনেক উপযোগিতাও আছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
advertisement
এয়ার পিউরিফিকেশন বা বাতাস পরিশোধনের ক্ষেত্রে বড়সড় ভূমিকা পালন করে স্নেক প্ল্যান্ট। এ কথা তো আমরা সকলেই জানি। এমনকী রান্নাঘরে এই ইন্ডোর গাছ রাখা হলে তা কিচেন ক্লিনিং সাপ্লায়েজ এবং কুকওয়্যারে অনেক সময় প্রাপ্ত ফর্ম্যালডিহাইড, জাইলিন, বেঞ্জিন এবং নাইট্রোজেন অক্সাইডের মতো টক্সিন দূর করে।
advertisement
রাতে অক্সিজেন নির্গমন: স্নেক প্ল্যান্ট সিএএম ফটোসিন্থেসিস করতে সক্ষম। যার অর্থ হল, এই ইন্ডোর গাছ রাতে অক্সিজেন ছাড়ে। যার ফলে রান্নাঘরের বাতাস সব সময় তরতাজা এবং বিশুদ্ধ থাকে।
advertisement
ক্ষতিকর গ্যাস শোষণ: স্নেক প্ল্যান্ট ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড (ভিওসি) শোষণ করতে পারে। এমনকী তা ফিল্টারও করতে সক্ষম। শুধু তা-ই নয়, রান্নাঘরে রান্নার সময় নির্গত হালকা ধোঁয়াও শোষণ এবং ফিল্টার করতে পারে স্নেক প্ল্যান্ট। ফলে ঘরের অন্দরের বাতাসের মানও উন্নত হয়।
advertisement
তাপ সহনের ক্ষমতা: রান্নাঘর সাধারণত গরম এবং আর্দ্র অবস্থায় থাকে। কিন্তু এমন পরিবেশেও দিব্যি বেড়ে উঠতে পারে স্নেক প্ল্যান্ট। আসলে রান্নাঘরের তাপমাত্রা কিংবা পরিবেশ এই গাছের বেড়ে ওঠার জন্য আদর্শ বলা যেতে পারে।
advertisement
রক্ষণাবেক্ষণের খরচ কম: বহু দিন জল না পেয়েও বেঁচে থাকতে পারে স্নেক প্ল্যান্ট। আর প্রচুর যত্নেরও প্রয়োজন হয় না। ফলে এই গাছের পিছনে তেমন শ্রম কিংবা সময়ও খরচ হয় না। ব্যস্ত গৃহস্থালিতে অনেক সময় গাছে জল দিতে ভুলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়, সেখানে এই গাছের বেড়ে উঠতে কোনও সমস্যাই হয় না।
advertisement
পোকামাকড়ের আনাগোনা প্রতিরোধ: এই স্নেক প্ল্যান্টের মধ্যে একধরনের প্রাকৃতিক রাসায়নিক সংমিশ্রণ থাকে। যা রান্নাঘরে মশা, মাছি এমনকী আরশোলার আনাগোনা প্রতিরোধ করতে সহায়তা করে।
advertisement