কাজিরাঙ্গা জাতীয় অরণ্য প্রথম ১৯০৫ সালে একটি সংরক্ষিত অরণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৭৪ সালে এটি একটি জাতীয় অরণ্য ঘোষণা করা হয়। কাজিরাঙ্গা ২০০৭ সালে টাইগার রিজার্ভ হয়ে ওঠে। এটি আসামের নগাঁও, গোলাঘা এবং সোনিতপুর জুড়ে বিস্তৃত। পার্কের সদর দপ্তর গোলাঘাট জেলার বোকাখাটে। এই জঙ্গলের নাম কাজিরাঙা হওয়ার পিছনে রয়েছে চোখে জল আনা এক কাহিনি যা আজও মানুষের মুখে মুখে ফেরে।