হোম » ছবি » পাঁচমিশালি » কেন জঙ্গলের নাম হল কাজিরাঙা?নেপথ্যে করুণ এক প্রেম কাহিনি, শুনলে চোখে জল চলে আসবে

Kaziranga National Park: কেন জঙ্গলের নাম হল কাজিরাঙা? নেপথ্যে করুণ এক প্রেম কাহিনি, শুনলে চোখে জল চলে আসবে

  • 15

    Kaziranga National Park: কেন জঙ্গলের নাম হল কাজিরাঙা? নেপথ্যে করুণ এক প্রেম কাহিনি, শুনলে চোখে জল চলে আসবে

    অসমের গোলাঘাট এবং নগাঁও জেলা জুড়ে বিস্তৃত কাজিরাঙা জাতীয় অরণ্য। ভারতের একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত এই জাতীয় উদ্যান। বলা হয় বিশ্বের দুই তৃতীয়াংশ গণ্ডার রয়েছে শুধু কাজিরাঙাতেই। এই অরণ্যটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।

    MORE
    GALLERIES

  • 25

    Kaziranga National Park: কেন জঙ্গলের নাম হল কাজিরাঙা? নেপথ্যে করুণ এক প্রেম কাহিনি, শুনলে চোখে জল চলে আসবে

    কাজিরাঙ্গা জাতীয় অরণ্য প্রথম ১৯০৫ সালে একটি সংরক্ষিত অরণ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৭৪ সালে এটি একটি জাতীয় অরণ্য ঘোষণা করা হয়। কাজিরাঙ্গা ২০০৭ সালে টাইগার রিজার্ভ হয়ে ওঠে। এটি আসামের নগাঁও, গোলাঘা এবং সোনিতপুর জুড়ে বিস্তৃত। পার্কের সদর দপ্তর গোলাঘাট জেলার বোকাখাটে। এই জঙ্গলের নাম কাজিরাঙা হওয়ার পিছনে রয়েছে চোখে জল আনা এক কাহিনি যা আজও মানুষের মুখে মুখে ফেরে।

    MORE
    GALLERIES

  • 35

    Kaziranga National Park: কেন জঙ্গলের নাম হল কাজিরাঙা? নেপথ্যে করুণ এক প্রেম কাহিনি, শুনলে চোখে জল চলে আসবে

    কথিত আছে, কার্বি আংলং-এর বাসিন্দা কাজির সঙ্গে প্রেম ছিল সেখানকারই এক তরুণীর, নাম রাঙা। দু'জনে প্রেমে পাগল, কিন্তু তাঁদের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। অনেক চেষ্টা করেও যখন বাড়ির কাওকে বোঝানো গেল না, তখন একদিন কাজি আর রাঙা মনের দুঃখে ওই জঙ্গলে চলে যায়।

    MORE
    GALLERIES

  • 45

    Kaziranga National Park: কেন জঙ্গলের নাম হল কাজিরাঙা? নেপথ্যে করুণ এক প্রেম কাহিনি, শুনলে চোখে জল চলে আসবে

    তাঁদের ফিরিয়ে আনতে জঙ্গলের আনাচকানাচ খুঁজে দেখেন স্থানীয়রা। কিন্তু তাঁদের দেখা আর মেলেনি। আর কোনওদিন জঙ্গল থেকে বেরিয়ে আসেনি কাজি আর রাঙা। এই প্রেমগাথা আজও স্থানীয়দের মুখে মুখে ফেরে। বলা হয়, সেই থেকেই জঙ্গলের নাম হয় কাজিরাঙা।

    MORE
    GALLERIES

  • 55

    Kaziranga National Park: কেন জঙ্গলের নাম হল কাজিরাঙা? নেপথ্যে করুণ এক প্রেম কাহিনি, শুনলে চোখে জল চলে আসবে

    অনেকে অবশ্য বলেন, এই জঙ্গলের নামকরণের নেপথ্যে রয়েছে অন্য এক কারণ। এই জঙ্গলকে অনেকে লাল ছাগলের জমিও বলে থাকেন। ছাগল বলতে হরিণ বোঝানো হয়েছে। স্থানীয় কার্বি ভাষায় কাজি মানে ছাগল আর রাঙা মানে লাল। সেই থেকেই নাকি এই জঙ্গলের নাম কাজিরাঙা।

    MORE
    GALLERIES