এবারের কৌশিকী অমাবস্যা কবে, কখন, জেনে নিন মা কালীর পুজোর বিধি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তন্ত্র ও শাস্ত্র মত অনুযায়ী কৌশিকী অমবস্যার গুরুত্ব অন্যান্য সমস্ত অমাবস্যার থেকে একটু আলাদা থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কথিত রয়েছে কৌশিকী অমাবস্যায় বিভিন্ন তন্ত্র ও গুপ্ত সাধনা করলে, মেলে আশাতীত ফলাফল। এছাড়া বৌদ্ধ মতেও এই দিনের আলাদা গুরুত্ব রয়েছে। অনেকেই এই কৌশিকী অমাবস্যার রাতকে 'তারা রাত্রি' বলে থাকেন। বলা হয়, তন্ত্রের ধনাত্মক ও ঋণাত্মক শক্তি দিয়ে এই রাতে সাধক চাইলে স্বর্গ ও নরক যেকোনও দিকেই যেতে পারেন। তবে তা নির্ভর করে তাঁর সাধনার ওপর। এই বিশেষ দিনে রীতি মেনে গৃহে মা কালীর আরাধনায় মেলে দিব্য ফল৷
advertisement
advertisement
advertisement
তন্ত্র ও শাস্ত্র মত অনুযায়ী কৌশিকী অমবস্যার গুরুত্ব অন্যান্য সমস্ত অমাবস্যার থেকে একটু আলাদা থাকে। সেই অনুযায়ী বিভিন্ন রীতি নীতি মেনে এই অমাবস্যার পুজো করা হয়। মা কালীকে এই অমাবস্যা তিথিতে বিশেষভাবে বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো করা হয়। কিন্তু রীতি মেনে গৃহে দেবী মাতার আরাধনায় ভক্তমনের কোনও ইচ্ছাই অপূর্ণ থাকে না৷