বড়দিন উপলক্ষে লেখা হয়নি 'জিঙ্গল বেল'! জনপ্রিয় এই গানের ইতিহাস জেনে নিন

Last Updated:
Jingle bells song history: জিঙ্গল বেল জিঙ্গল বেল...এই গান নাকি বড়দিন উপলক্ষে লেখাই নয়!
1/6
বড়দিন মানেই জিঙ্গল বেল-এর মধুর সুর। সঙ্গে কেক, আনন্দ। তবে জানেন কি, জনপ্রিয় জিঙ্গল বেল গানটি কিন্তু বড়দিন উপলক্ষে লেখাই হয়নি।
বড়দিন মানেই জিঙ্গল বেল-এর মধুর সুর। সঙ্গে কেক, আনন্দ। তবে জানেন কি, জনপ্রিয় জিঙ্গল বেল গানটি কিন্তু বড়দিন উপলক্ষে লেখাই হয়নি।
advertisement
2/6
জিঙ্গল‌ বেল‌ জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে গানটি লিখেছিলেন জেমস লর্ড পিয়েরপয়েন্ট। তিনি ছিলেন আমেরিকান।
জিঙ্গল‌ বেল‌ জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে গানটি লিখেছিলেন জেমস লর্ড পিয়েরপয়েন্ট। তিনি ছিলেন আমেরিকান।
advertisement
3/6
১৮৫৭ সালে ‘ইন আ হর্স ওপেন স্লেই’ অ্যালবামে এই গান প্রকাশ পেয়েছিল। মূলত থ্যাক্স গিভিং সং হিসেবে এটি কম্পোজ করেছিলেন পিয়েরপয়েন্ট। কিন্তু প্রকাশ পাওয়ার পর থেকেই এই গান সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে।
১৮৫৭ সালে ‘ইন আ হর্স ওপেন স্লেই’ অ্যালবামে এই গান প্রকাশ পেয়েছিল। মূলত থ্যাক্স গিভিং সং হিসেবে এটি কম্পোজ করেছিলেন পিয়েরপয়েন্ট। কিন্তু প্রকাশ পাওয়ার পর থেকেই এই গান সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে।
advertisement
4/6
কেউ কেউ বলেন, রবিবার গির্জায় সমাবেশে গাওয়ার জন্য এই গানটি কম্পোজ করেছিলেন পিয়েরপয়েন্ট।
কেউ কেউ বলেন, রবিবার গির্জায় সমাবেশে গাওয়ার জন্য এই গানটি কম্পোজ করেছিলেন পিয়েরপয়েন্ট।
advertisement
5/6
গানটি মিষ্টি এবং পবিত্র হিসেবে সারা বিশ্বে জনপ্রিয় হতে থাকে। ১৯৬০ সালে প্রথম গানটি বড়দিনের অনুষ্ঠানে গাওয়া হয়।
গানটি মিষ্টি এবং পবিত্র হিসেবে সারা বিশ্বে জনপ্রিয় হতে থাকে। ১৯৬০ সালে প্রথম গানটি বড়দিনের অনুষ্ঠানে গাওয়া হয়।
advertisement
6/6
১৮৮৯ সালে এডিসন রেকর্ডারে এই গানটি প্রথম রেকর্ড করা হয়। সেই থেকে গানটির জনপ্রিয়তা উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে।
১৮৮৯ সালে এডিসন রেকর্ডারে এই গানটি প্রথম রেকর্ড করা হয়। সেই থেকে গানটির জনপ্রিয়তা উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
advertisement