Janmashtami 2021: জন্মাষ্টমীর বিশেষ ৫৬ ভোগ, কী কী না থাকলে রুষ্ট হবেন শ্রীকৃষ্ণ
Bangla Editor
1/ 5
*জন্মষ্টমীর বিশেষ ভোগ হল ছাপান্ন ভোগ৷ শ্রীকৃষ্ণের পুজোতে এই বিশেষ ভোগের আয়োজন করা হয়৷ এই ভোগ ছাড়া জন্মাষ্টমীর পুজো হয় না৷ এতে থাকে নিয়ম করে কিছু আয়োজন, যা না থাকলে রুষ্ট হন ভগবান শ্রী কৃষ্ণ৷
2/ 5
*জেনে নিন কী কী রাখতে হবে ছাপান্ন ভোগে এবং কী ভাবেই বা সেই ভোগ পরিবেশন করতে হবে৷ দুধের তৈরি খাবারগুলো আগে পরিবেশন করতে হবে৷ এই ভোগের মধ্যে থাকে ১৬টি জলখাবার, ২০টি মিষ্টি এবং ২০ ধরনের শুকনো ফল৷
3/ 5
*কিন্তু মূল হল মাখন ও মিছরি৷ কারণ এই দুটিই গোপালের খুব পছন্দের খাবার৷ ছোটবেলায় শ্রীকৃষ্ণের মাখন চুরি করে খাবারের অনেক গল্প তো রয়েছে৷
4/ 5
*ভোগ সাজানোর একটি নিয়মও রয়েছে৷ দুধের খাবার গুলো প্রথমে সাজাতে হয়৷ শেষে মিষ্টি রাখা থাকে৷
5/ 5
*প্রথমে এই ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে৷ তারপর ভোগ ভাগ করা হয় ভক্তদের মধ্যে৷
Janmashtami 2021: জন্মাষ্টমীর বিশেষ ৫৬ ভোগ, কী কী না থাকলে রুষ্ট হবেন শ্রীকৃষ্ণ
*জন্মষ্টমীর বিশেষ ভোগ হল ছাপান্ন ভোগ৷ শ্রীকৃষ্ণের পুজোতে এই বিশেষ ভোগের আয়োজন করা হয়৷ এই ভোগ ছাড়া জন্মাষ্টমীর পুজো হয় না৷ এতে থাকে নিয়ম করে কিছু আয়োজন, যা না থাকলে রুষ্ট হন ভগবান শ্রী কৃষ্ণ৷
Janmashtami 2021: জন্মাষ্টমীর বিশেষ ৫৬ ভোগ, কী কী না থাকলে রুষ্ট হবেন শ্রীকৃষ্ণ
*জেনে নিন কী কী রাখতে হবে ছাপান্ন ভোগে এবং কী ভাবেই বা সেই ভোগ পরিবেশন করতে হবে৷ দুধের তৈরি খাবারগুলো আগে পরিবেশন করতে হবে৷ এই ভোগের মধ্যে থাকে ১৬টি জলখাবার, ২০টি মিষ্টি এবং ২০ ধরনের শুকনো ফল৷