ঠিক এই কারণেই জন্মাষ্টমীতে বৃষ্টি হয়ে থাকে, আজও তার ব্যতিক্রম হল না

Last Updated:
1/5
 আজ শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী ৷ এই দিনেই ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ দেবকি ও বসুদেবের কোল আলো করে জন্মেছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
আজ শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী ৷ এই দিনেই ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ দেবকি ও বসুদেবের কোল আলো করে জন্মেছিলেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অধর্মকে বিনাশ করতেই ৷ দেবকি ও বসুদেবকে কুবই বাল বাসতেন মথুরা নরেশ কংস ৷ যেদিন থেকেই কংস দৈববাণীতে জানতে পেরেছিলেন দেবকির গর্ভজাত অষ্টম সন্তানের হাতেই মৃত্যু হবে কংসর ৷ তারপর থেকেই অন্ধকার এক কারগারে দেবকি ও বসুদেবকে বন্দি করে রেখেছিলেন কারাগারে ৷ একর পর এক সন্তনকে মেরে ফেলেছেন কংস ৷ ছবি সংগৃহীত ৷
শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অধর্মকে বিনাশ করতেই ৷ দেবকি ও বসুদেবকে কুবই বাল বাসতেন মথুরা নরেশ কংস ৷ যেদিন থেকেই কংস দৈববাণীতে জানতে পেরেছিলেন দেবকির গর্ভজাত অষ্টম সন্তানের হাতেই মৃত্যু হবে কংসর ৷ তারপর থেকেই অন্ধকার এক কারগারে দেবকি ও বসুদেবকে বন্দি করে রেখেছিলেন কারাগারে ৷ একর পর এক সন্তনকে মেরে ফেলেছেন কংস ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/5
   ছোট্ট গোপালকে যশোদা, নন্দরাজার কাছে রেখে আসার দৈববাণী হয়েছিল ৷ প্রবল বৃষ্টিতে গলা জলে নেমে বসুদেব শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন গোকুলে সই সময়ে গলা জলে বসুদেব ডুবে গেলেও বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন নাগদেবতা ৷ ছবি সংগৃহীত ৷
ছোট্ট গোপালকে যশোদা, নন্দরাজার কাছে রেখে আসার দৈববাণী হয়েছিল ৷ প্রবল বৃষ্টিতে গলা জলে নেমে বসুদেব শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন গোকুলে সই সময়ে গলা জলে বসুদেব ডুবে গেলেও বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন নাগদেবতা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
 শ্রীকৃষ্ণের জন্মের পরই প্রকৃতি উত্তাল হয়ে পড়েছিল, হয়েছিল প্রচুর বৃষ্টিপাত ৷ কেননা কংস বা তার প্রহরীরা খবর না পায় ৷ প্রবল প্রাকৃতিক দুর্যোগে শ্রীকৃষ্ণকে বাধা বিঘ্ন ছাড়া মথুরা থেকে গোকুলে রেখে এসেছিলেন বসুদেব ৷ সদ্যজাত সন্তানকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন বসুদেব ও দেবকি ৷ ছবি সংগৃহীত ৷
শ্রীকৃষ্ণের জন্মের পরই প্রকৃতি উত্তাল হয়ে পড়েছিল, হয়েছিল প্রচুর বৃষ্টিপাত ৷ কেননা কংস বা তার প্রহরীরা খবর না পায় ৷ প্রবল প্রাকৃতিক দুর্যোগে শ্রীকৃষ্ণকে বাধা বিঘ্ন ছাড়া মথুরা থেকে গোকুলে রেখে এসেছিলেন বসুদেব ৷ সদ্যজাত সন্তানকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন বসুদেব ও দেবকি ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/5
মথুরায় থাকলেই কংস আর রক্ষা করবেনা তাঁদের হৃদয়ের পাঁজরকে যাতে প্রাণে বেঁচে থাকে, বাধ্য হয়েছিলেন হৃদয়ের টুকরোকে হৃদয়ের থেকে দূরে রাখতে ৷ জন্মাষ্টমীতে বৃষ্টিপাত আসলে ঈশ্বরের জন্মে প্রকৃতিও মনের প্লাবণে প্রাণের অঞ্জলি দিয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
মথুরায় থাকলেই কংস আর রক্ষা করবেনা তাঁদের হৃদয়ের পাঁজরকে যাতে প্রাণে বেঁচে থাকে, বাধ্য হয়েছিলেন হৃদয়ের টুকরোকে হৃদয়ের থেকে দূরে রাখতে ৷ জন্মাষ্টমীতে বৃষ্টিপাত আসলে ঈশ্বরের জন্মে প্রকৃতিও মনের প্লাবণে প্রাণের অঞ্জলি দিয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
advertisement
advertisement