Is Ghost There: রান্নাঘর থেকে আসছে আজব আওয়াজ, ভূত নাকি! সিসিটিভিতে যা ধরা পড়ল, আতঙ্কের চরম শিহরণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Is Gosht There: রান্নাঘরে ওটা কী! সিসিটিভি ফুটেজের ছবি হৃদয় শক্ত হলেই দেখুন
advertisement
advertisement
মিররের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে ওই নারী লিখেছেন- ‘‘আমাদের সবসময় মনে হতো এই বাড়িতে আমরা একা থাকি না। এমন কেউ আছেন যিনি আমাদের সঙ্গে এখানে থাকেন, কিন্তু দেখা দিতে চান না। আমার মা দেখতে চেয়েছিলেন কে। কারণ রাতে বাড়িতে প্রায়ই অদ্ভুত আওয়াজ শোনা যেত। এই বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের বাড়িতে একটি মোশন ডিটেক্টর ক্যামেরা লাগিয়েছি৷’’ Photo- Ghosts Caught On Camera Facebook /Video grab
advertisement
এই সিসিটিভি ক্যামেরায় যা কিছু রেকর্ড করা হয়েছে তা বিস্ময়কর। ওই মহিলা জানান, ‘‘গত কয়েকদিন ধরে মোশন ডিটেক্টর ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু গতরাতে হঠাৎ করে ঘরের রান্নাঘরে স্পিরিটের মতো কিছু একটা রেকর্ড করা হয়। এটা দেখে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। কেউ কি বলতে পারবেন এই জিনিসটা কি?’’ Photo- Ghosts Caught On Camera Facebook /Video grab
advertisement
advertisement
advertisement
advertisement
কী বললেন প্যারানরমাল বিশেষজ্ঞ?প্যারানরমাল বিশেষজ্ঞ অধ্যাপক ক্রিস ফ্রেঞ্চ মিররকে বলেন, কেউ কেন এক সেকেন্ডের জন্যও ভাববে যে এটা ভূত তা বোঝা কঠিন। এটা কি ধরনের ভূত? হয়তো মাকড়সার ভূত? কোনও প্রমাণ বা তদন্ত ছাড়া, আমরা নিশ্চিত হতে পারি না যে ক্যামেরায় কী ধারণ করা হয়েছিল, তবে কিছু জিনিস রয়েছে যা আমরা দেখতে পাই না।ক্যামেরা ঘোরানোর জন্য একটি মাকড়সাও দায়ী হতে পারে। তার হাত লম্বা হতে পারে। অথবা হয়ত পা আছে। তাই পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।