International Everest Day: বাংলার মাটিতেই অঙ্ক কষে বের করেছেন এভারেস্টের উচ্চতা! ভুলে যাওয়া সেই 'বিখ্যাত' বাঙালির দিন কাটছে চন্দননগরে গোরস্থানে...
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
International Everest Day: ১৮৪০-এর দশকে অঙ্ক কষে তিনি বার করেছিলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতমালার ১৫ তম শৃঙ্গ। পরবর্তীতে সেই শৃঙ্গের নামকরণ করা হয় জর্জ এভারেস্ট সাহেবের নাম অনুযায়ী মাউন্ট এভারেস্ট
advertisement
তবে এসবের মধ্যে উল্লেখযোগ্য বিষয় মাউন্ট এভারেস্ট যে সবথেকে সর্বোচ্চ শৃঙ্গ সেই তথ্য প্রমাণিত হয়েছে একজন বাঙালি গণিতবিদের জন্য। যিনি ছিলেন তৎকালীন সময় ইংরেজদের জমি জরিপ কাজের একজন অন্যতম শীর্ষক। ১৮৪০-এর দশকে অঙ্ক কষে তিনি বার করেছিলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতমালার ১৫ তম শৃঙ্গ। পরবর্তীতে সেই শৃঙ্গের নামকরণ করা হয় জর্জ এভারেস্ট সাহেবের নাম অনুযায়ী মাউন্ট এভারেস্ট।
advertisement
advertisement
advertisement
অনেকই হয়তো জানেন না, মহান গণিতবিদ আজও তার শেষ শয্যায় শুয়ে আছেন চন্দননগরেই। চন্দননগরের যে গোরস্থান রয়েছে সেখানেই শেষ শয্যায় তাকে শুয়ে রাখা হয়। কথিত ইতিহাস থেকে জানা যায়, চন্দননগর স্ট্যান্ড ঘাটে একদিন সন্ধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাধানাথ শিকদার। সেখানেই তার মৃত্যু হয়। যেহেতু তিনি তার নিজের জীবনে ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন সেই কারণে তাকে কবর দেওয়া হয় যে ফরাসি গোরস্থান সেখানেই।