Tiny Mites: ঘুমন্ত মানুষের মুখের উপর সঙ্গম করে এই পোকা! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Tiny Mites: এমন এক জীব যা আপন ঘুমোলে আপনার মুখের উপর সঙ্গমে লিপ্ত হয়!
advertisement
বিজ্ঞানীরা প্রতিনিয়ত মানবদেহ নিয়ে গবেষণা করছেন। রক্ত থেকে প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জানা যায় শরীরে কী রোগ আছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে ব্যাকটেরিয়া ও ভাইরাসও আপনাকে অসুস্থ করে তুলতে পারে। ত্বকের সংক্রমণ এবং মৃত ত্বকের কথা শুনেছেন। কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন ঘুমিয়ে পড়েন, এমন একটি জীবও থাকে, যেটি সেই সময় মানুষের মুখের উপর সেক্স করে!
advertisement
বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রাণীগুলোকে খোলা চোখে দেখা যায় না। এই কীটের নাম স্কিন মাইটস। এটির আটটি পা রয়েছে। নতুন গবেষণায় দেখা গিয়েছে, মানুষ যখন ঘুমায়, সেই সময় তারা তাদের জনসংখ্যা বাড়াতে থাকে। বিজ্ঞানীরা দেখেছেন,এই প্রাণীগুলি অনেক মানুষের ত্বকে বাস করে। এরা ঘুমের পর মানুষের মুখে যৌনক্রিয়া করে।
advertisement
advertisement