আপনার রাশিচক্রে এই যোগ থাকলে প্রচুর ধন-সম্পত্তির মালিক হবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কোনও যোগের ফল খুব ভাল, আবার কোনও যোগের ফল মারাত্মক। তেমনই একটি যোগ হচ্ছে শুভ লক্ষ্মী যোগ বা ধন যোগ
আমাদের রাশিচক্রে প্রচুর যোগের উল্লেখ রয়েছে। তার মধ্যে কোনও যোগ খুব শুভ, আবার কোনওটা অশুভ। কোনও যোগের ফল খুব ভাল, আবার কোনও যোগের ফল মারাত্মক। তেমনই একটি যোগ হচ্ছে শুভ লক্ষ্মী যোগ বা ধন যোগ। এই যোগ সাধারণত যাঁর রাশিচক্রে থাকে তাঁর ভাগ্য সব সময় তুঙ্গে অবস্থান করে। (Representative image| Photo Source: Collected)
advertisement
গ্রহের কোন অবস্থানে এই যোগ সৃষ্টি হয়? লগ্নপতি অর্থাৎ আপনার লগ্ন রাশির অধিপতি ত্রিকোণে অর্থাৎ পঞ্চম ভাবে বা নবমে অর্থাৎ ভাগ্য ভাবে বা সন্তান ভাবে যদি অবস্থান করে এবং তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয়পতির দৃষ্টি যদি ধন স্থানে থাকে এবং দ্বিতীয়ে কোনও শুভ যোগের দৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয়। (Representative image| Photo Source: Collected)
advertisement
advertisement
advertisement