

আমাদের রাশিচক্রে প্রচুর যোগের উল্লেখ রয়েছে। তার মধ্যে কোনও যোগ খুব শুভ, আবার কোনওটা অশুভ। কোনও যোগের ফল খুব ভাল, আবার কোনও যোগের ফল মারাত্মক। তেমনই একটি যোগ হচ্ছে শুভ লক্ষ্মী যোগ বা ধন যোগ। এই যোগ সাধারণত যাঁর রাশিচক্রে থাকে তাঁর ভাগ্য সব সময় তুঙ্গে অবস্থান করে। (Representative image| Photo Source: Collected)


গ্রহের কোন অবস্থানে এই যোগ সৃষ্টি হয়? লগ্নপতি অর্থাৎ আপনার লগ্ন রাশির অধিপতি ত্রিকোণে অর্থাৎ পঞ্চম ভাবে বা নবমে অর্থাৎ ভাগ্য ভাবে বা সন্তান ভাবে যদি অবস্থান করে এবং তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয়পতির দৃষ্টি যদি ধন স্থানে থাকে এবং দ্বিতীয়ে কোনও শুভ যোগের দৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয়। (Representative image| Photo Source: Collected)


এই শুভ লক্ষ্মী যোগ বা ধন যোগ থাকলে জাতক বা জাতিকা অত্যন্ত ভাগ্যবান ও প্রতিভাবান হন। প্রচুর অর্থের অধিকারী হওয়ার পাশাপাশি যে কোনও কাজে এঁরা নিজের প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হন।(Representative image| Photo Source: Collected)


শুভ লক্ষ্মী যোগ বা ধন যোগ থাকলে প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন। শুধু দেশে নয়, দেশের বাইরে নাম যশ ও সুখ্যাতি ছড়িয়ে পড়ে। নানা রকম কাজে পারদর্শী হন।(Representative image| Photo Source: Collected)