Knowledge Story: এটাই ভারতের সবথেকে 'সৎ' গ্রাম,আজ পর্যন্ত একটাও চুরি হয়নি, দোকানে থাকে না দোকানিও, কোথায় বলুন তো এই গ্রাম? পড়ুন

Last Updated:
বিশ্বের সবথেকে সৎ গ্রাম রয়েছে আমাদের ভারতবর্ষেই। এই গ্রাম পত্তনের পর থেকে আজ পর্যন্ত কোনও চুরির ঘটনা ঘটেনি। দোকানি ছাড়াই খোলা থাকে দোকান। কেউ কিছু তুলে নিয়ে পালায় না
1/6
দিনদিন চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে গোটা বিশ্বে! পুলিশ-প্রশাসন রাতদিন এক করে খেটে যাচ্ছে দুষ্কৃতীদের সায়েস্তা করতে। কিন্তু এই কঠিন সময়ে আমাদের ভারতবর্ষেই এমন এক গ্রাম রয়েছে, যেখানে আজ পর্যন্ত একটাও চুরির ঘটনা ঘটেনি। বলা হয়, এটিই ভারতবর্ষের সবথেকে সৎ গ্রাম।
দিনদিন চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে গোটা বিশ্বে! পুলিশ-প্রশাসন রাতদিন এক করে খেটে যাচ্ছে দুষ্কৃতীদের সায়েস্তা করতে। কিন্তু এই কঠিন সময়ে আমাদের ভারতবর্ষেই এমন এক গ্রাম রয়েছে, যেখানে আজ পর্যন্ত একটাও চুরির ঘটনা ঘটেনি। বলা হয়, এটিই ভারতবর্ষের সবথেকে সৎ গ্রাম।
advertisement
2/6
বিশ্বের সবথেকে সৎ গ্রাম রয়েছে আমাদের ভারতবর্ষেই। এই গ্রাম পত্তনের পর থেকে আজ পর্যন্ত কোনও চুরির ঘটনা ঘটেনি। দোকানি ছাড়াই খোলা থাকে দোকান। কেউ কিছু তুলে নিয়ে পালায় না। গ্রামটির কোথায় জানেন?
বিশ্বের সবথেকে সৎ গ্রাম রয়েছে আমাদের ভারতবর্ষেই। এই গ্রাম পত্তনের পর থেকে আজ পর্যন্ত কোনও চুরির ঘটনা ঘটেনি। দোকানি ছাড়াই খোলা থাকে দোকান। কেউ কিছু তুলে নিয়ে পালায় না। গ্রামটির কোথায় জানেন?
advertisement
3/6
গ্রামটির নাম খোনোমা গ্রাম। অবস্থিত নাগাল্যান্ডে। এটিই ভারতের প্রথম 'গ্রিন ভিলেজ'। এই গ্রামের ইতিহাস বহু প্রাচীন। আনগামি জনজাতির বাস এই গ্রামে।
গ্রামটির নাম খোনোমা গ্রাম। অবস্থিত নাগাল্যান্ডে। এটিই ভারতের প্রথম 'গ্রিন ভিলেজ'। এই গ্রামের ইতিহাস বহু প্রাচীন। আনগামি জনজাতির বাস এই গ্রামে।
advertisement
4/6
এই গ্রামের বাসিন্দারা ভারতের স্বাধীনতা যুদ্ধেও বড় অবদান রেখেছে। নিজেদের গ্রাম বাঁচাতে নিজেরাই অনেক নিয়ম তৈরি করেছে যা তাঁরা আজও মেনে চলে।
এই গ্রামের বাসিন্দারা ভারতের স্বাধীনতা যুদ্ধেও বড় অবদান রেখেছে। নিজেদের গ্রাম বাঁচাতে নিজেরাই অনেক নিয়ম তৈরি করেছে যা তাঁরা আজও মেনে চলে।
advertisement
5/6
এই গ্রামের বাসিন্দারা ভারতের স্বাধীনতা যুদ্ধেও বড় অবদান রেখেছে। নিজেদের গ্রাম বাঁচাতে নিজেরাই অনেক নিয়ম তৈরি করেছে যা তাঁরা আজও মেনে চলেন।
এই গ্রামের বাসিন্দারা ভারতের স্বাধীনতা যুদ্ধেও বড় অবদান রেখেছে। নিজেদের গ্রাম বাঁচাতে নিজেরাই অনেক নিয়ম তৈরি করেছে যা তাঁরা আজও মেনে চলেন।
advertisement
6/6
খানোমা গ্রামে কোনও বাড়িতে তালা-চাবি দেওয়া হয় না। ২০১১-র সমীক্ষা বলছে, এই গ্রামে মোট ৪২৪ পরিবারের বাস।

খানোমা গ্রামে কোনও বাড়িতে তালা-চাবি দেওয়া হয় না। ২০১১-র সমীক্ষা বলছে, এই গ্রামে মোট ৪২৪ পরিবারের বাস।
advertisement
advertisement
advertisement