Plane Crash in India: হঠাৎ বিকট শব্দ, আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের গোলা! ভারতের প্রথম বিমান দুর্ঘটনা কবে হয়েছিল জানেন?

Last Updated:
ভারত তথা গোটা বিশ্বেই বহু বিমান দুর্ঘটনা ঘটে, কিন্তু জানেন ভারতে প্রথম বিমান দুর্ঘটনা কবে ঘটেছিল?
1/7
 ভারত তথা গোটা বিশ্বেই বহু বিমান দুর্ঘটনা ঘটে, কিন্তু জানেন ভারতে প্রথম বিমান দুর্ঘটনা কবে ঘটেছিল? (ছবি- এপি)
ভারত তথা গোটা বিশ্বেই বহু বিমান দুর্ঘটনা ঘটে, কিন্তু জানেন ভারতে প্রথম বিমান দুর্ঘটনা কবে ঘটেছিল? (ছবি- এপি)
advertisement
2/7
 আজ থেকে ৮৮ বছর আগে ভারতবর্ষের বুকে প্রথম ঘটেছিল ভারতের আকাশে প্রথম বিমান দুর্ঘটনা। (ছবি- এপি)
আজ থেকে ৮৮ বছর আগে ভারতবর্ষের বুকে প্রথম ঘটেছিল ভারতের আকাশে প্রথম বিমান দুর্ঘটনা। (ছবি- এপি)
advertisement
3/7
 বিকট বিস্ফোরণে গোটা আকাশে ছড়িয়ে পড়েছিল আগুনের গোলা। কিছু বুঝে ওঠার আগেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ফ্রান্সের পটেজ-৬২। (ছবি- এপি)
বিকট বিস্ফোরণে গোটা আকাশে ছড়িয়ে পড়েছিল আগুনের গোলা। কিছু বুঝে ওঠার আগেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ফ্রান্সের পটেজ-৬২। (ছবি- এপি)
advertisement
4/7
 সালটা ১৯৩৭ জানুয়ারির ১৯ তারিখে ভিয়েতনাম থেকে প্যারিসের দিকে যাচ্ছিল ফরাসি এই বিমান। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু, গণ্ডগোলের শুরুটা হয় প্রয়াগরাজ এবং যোধপুরের। (ছবি- এপি)
সালটা ১৯৩৭ জানুয়ারির ১৯ তারিখে ভিয়েতনাম থেকে প্যারিসের দিকে যাচ্ছিল ফরাসি এই বিমান। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু, গণ্ডগোলের শুরুটা হয় প্রয়াগরাজ এবং যোধপুরের। (ছবি- এপি)
advertisement
5/7
 ওই দিন মধ্যপ্রদেশের ডাটিয়ার এলাকার উপর দিয়ে যাওয়ার সময় সাত আরোহী বিশিষ্ট বিমান হঠাৎ আগুন লেগে যায়। তিনজন বিমানকর্মী এবং চার যাত্রী সহ ওই বিমানে প্রথমে চালক বুঝতে পারেননি আগুন লেগেছে। (ছবি- এপি))
ওই দিন মধ্যপ্রদেশের ডাটিয়ার এলাকার উপর দিয়ে যাওয়ার সময় সাত আরোহী বিশিষ্ট বিমান হঠাৎ আগুন লেগে যায়। তিনজন বিমানকর্মী এবং চার যাত্রী সহ ওই বিমানে প্রথমে চালক বুঝতে পারেননি আগুন লেগেছে। (ছবি- এপি))
advertisement
6/7
 কিন্তু, যখন বুঝতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মুহূর্তেই আগুন লেগে যায় গোটা বিমানে। বিকট শব্দে বিস্ফোরণ হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওইদিন স্থানীয় বাসিন্দারা দেখেন গোটা আকাশে হঠাৎ আগুনের গোলা ছুটে গেল। (ছবি- এপি)
কিন্তু, যখন বুঝতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মুহূর্তেই আগুন লেগে যায় গোটা বিমানে। বিকট শব্দে বিস্ফোরণ হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওইদিন স্থানীয় বাসিন্দারা দেখেন গোটা আকাশে হঠাৎ আগুনের গোলা ছুটে গেল। (ছবি- এপি)
advertisement
7/7
 সেই সময় ব্ল্যাক বক্স না থাকার দরুন কীভাবে দুর্ঘটনা ঘটল তা আজও জানা যায়নি। তাই ভারতের আকাশে প্রথম ঘটে যাওয়া দুর্ঘটনার কারণ আজও রহস্যে মোড়া। (ছবি- এপি)
সেই সময় ব্ল্যাক বক্স না থাকার দরুন কীভাবে দুর্ঘটনা ঘটল তা আজও জানা যায়নি। তাই ভারতের আকাশে প্রথম ঘটে যাওয়া দুর্ঘটনার কারণ আজও রহস্যে মোড়া। (ছবি- এপি)
advertisement
advertisement
advertisement