Indian Railways Viral News: চেয়ারকার ট্রেনের বগিতে লাগেজ রাখার তাকে শুয়ে এক যুবক, 'আপনি কী করছেন ওখানে?' অবিশ্বাস্য কাণ্ড!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Railways Viral News: রোজই ট্রেনের কত ঘটনায় তো ভাইরাল হয়। কিন্তু চেয়ারকার ট্রেনে যে এমন কাণ্ড ঘটতে পারে, তা বোধহয় স্বপ্নেও কেউ ভাবেনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই হতবাক সকলে। এটা কী করছেন যুবক?
advertisement
একজন ভারতীয় রেলওয়ের যাত্রীকে চেয়ারকার ট্রেনের লাগেজ র‍্যাকে শুয়ে থাকতে দেখা যাওয়ার একটি ভাইরাল ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। মূলত রেডিটের 'r/IndianRailways' কমিউনিটিতে পোস্ট করা এই ছবিটিতে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে যে তিনি মাথার উপরে থাকা লাগেজ বগির উপর আরামে শুয়ে আছেন এবং শুয়ে শুয়ে তাঁর ফোনে স্ক্রোল করছেন। তাঁর চারপাশে সহযাত্রীদের সুন্দরভাবে সাজানো ব্যাগ রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement