পুজোর মরশুমে মহা অফার! টিকিটে ২০% শতাংশ ছাড় দিচ্ছে ভারতীয় রেলওয়ে

Last Updated:
ফেরার টিকিট বুক করুন: যাওয়ার টিকিট কনফার্ম হওয়ার পর “Book Return Ticket (20% Discount)” অপশনটি বেছে নিন। অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে স্টেশন জোড়া, যাত্রীর তথ্য ও শ্রেণি পূরণ করে দেবে। এবার ফেরার তারিখ (১৭ নভেম্বর–১ ডিসেম্বরের মধ্যে) বেছে নিন। পেমেন্ট ও কনফার্মেশন: পেমেন্ট সম্পন্ন করলে ২০ শতাংশ ছাড়ে ফেরার টিকিট বুক হয়ে যাবে।
1/5
০৫০৬০ লালকুঁয়া - কলকাতা পূজা স্পেশাল লালকুঁয়া থেকে দুপুর ১:৩৫ টায় ছেড়ে যাবে। প্রতি বৃহস্পতিবার (২৫.০৯.২০২৫ ব্যতীত) ০৪.০৯.২০২৫ থেকে ১৩.১১.২০২৫ (১০টি ট্রিপ) এর মধ্যে কলকাতা পৌঁছাবে এবং পরের দিন ২৩:৫৫ টায় পৌঁছাবে।
সামনেই উৎসবের মরশুম আর তা নিয়ে ট্রেনের টিকিটে বড় ছাড়ের ঘোষণা করল ভারতীয় রেল। ভারতীয় রেলের একটি রাউন্ড ট্রিপ স্কিম চালু করা হয়েছে। যার মাধ্যমে যাত্রীরা ট্রেনের টিকিটে সরাসরি ২০% শতাংশ ছাড় পাবেন।
এই স্কিম কেবল তখনই প্রযোজ্য হবে যখন যাত্রীদের যাওয়া এবং ফেরার দু'টি টিকিট একসঙ্গে বুক করা হবে। নির্দিষ্ট তারিখের জন্য বুকিং ইতিমধ্যেই চালু হয়েছে। যাত্রীরা চাইলে নতুন চালু হওয়া railone অ্যাপ অথবা অফলাইন কাউন্টার থেকে অফারটি গ্রহণ করতে পারবেন।
advertisement
2/5
 স্কিমের শর্তএই ছাড় কেবল তখনই পাওয়া যাবে, যখন টিকিট যাত্রীদের উৎস স্টেশন থেকে অ্যাডভান্স রিজারভেশন পিরিয়ড -এর মধ্যে বুক করা হবে।
স্কিমের শর্ত
এই ছাড় কেবল তখনই পাওয়া যাবে, যখন টিকিট যাত্রীদের উৎস স্টেশন থেকে অ্যাডভান্স রিজারভেশন পিরিয়ড -এর মধ্যে বুক করা হবে।
advertisement
3/5
ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডিহ স্টেশন সহ ৩৩টি স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।
railone অ্যাপে বুকিং করার ধাপগুলি
ডাউনলোড ও লগইন: RailOne অ্যাপ (অ্যান্ড্রয়েড ও iOS-এর জন্য উপলব্ধ) ইনস্টল করুন। mPIN বা বায়োমেট্রিক ব্যবহার করে লগইন করুন।
স্কিম নির্বাচন করুন: ‘Avail Festive Package’ সেকশনে গিয়ে রাউন্ড ট্রিপ বুকিং শুরু করুন।
যাওয়ার টিকিট বুক করুন: প্রস্থান ও গন্তব্য স্টেশন লিখুন, তারিখ (১৩–২৬ অক্টোবরের মধ্যে) নির্বাচন করুন, কোটা বাছুন এবং বুকিং সম্পন্ন করুন। পেমেন্টের পর একটি PNR কনফার্মেশন পাওয়া যাবে।
advertisement
4/5
 ফেরার টিকিট বুক করুন: যাওয়ার টিকিট কনফার্ম হওয়ার পর “Book Return Ticket (20% Discount)” অপশনটি বেছে নিন। অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে স্টেশন জোড়া, যাত্রীর তথ্য ও শ্রেণি পূরণ করে দেবে। এবার ফেরার তারিখ (১৭ নভেম্বর–১ ডিসেম্বরের মধ্যে) বেছে নিন।পেমেন্ট ও কনফার্মেশন: পেমেন্ট সম্পন্ন করলে ২০ শতাংশ ছাড়ে ফেরার টিকিট বুক হয়ে যাবে।
ফেরার টিকিট বুক করুন: যাওয়ার টিকিট কনফার্ম হওয়ার পর “Book Return Ticket (20% Discount)” অপশনটি বেছে নিন। অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে স্টেশন জোড়া, যাত্রীর তথ্য ও শ্রেণি পূরণ করে দেবে। এবার ফেরার তারিখ (১৭ নভেম্বর–১ ডিসেম্বরের মধ্যে) বেছে নিন।
পেমেন্ট ও কনফার্মেশন: পেমেন্ট সম্পন্ন করলে ২০ শতাংশ ছাড়ে ফেরার টিকিট বুক হয়ে যাবে।
advertisement
5/5
তবুও পুজোর ছুটির মুখে এই ঘোষণা অনেকের মুখে ফিরিয়ে আনছে হাসি। পুজোয় ঘুরতে বেরনোর প্ল্যান ভেস্তে যাওয়ার পরেও নতুন করে আশার আলো দেখাচ্ছে ভারতীয় রেল। সুরজিৎ দে
RailOne অ্যাপের সুবিধাসমূহ
ছাড়প্রাপ্ত বুকিং ছাড়াও, RailOne অ্যাপ এক প্ল্যাটফর্মে একাধিক যাত্রীসেবা সংযুক্ত করেছে। এর মধ্যে রয়েছে:
অনির্ধারিত টিকিট বুকিং (UTS)
লাইভ ট্রেন ট্র্যাকিং
অভিযোগ নিষ্পত্তি
ই-ক্যাটারিং
কুলির বুকিং
ট্যাক্সি পরিষেবা
অ্যাপটি মূলত রেলযাত্রীদের জন্য একটি অল-ইন-ওয়ান পোর্টাল হিসেবে তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
advertisement