Indian Railways: উৎসবের মরসুমে ট্রেনের কামরায় এই ছয় জিনিস নিয়ে উঠলেই বিপদ! বড় শাস্তির মুখে পড়তে পারেন! কী জানাল রেল?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
উৎসবের মরসুমে যাত্রী নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। যাত্রীদের যাত্রা নিরাপদ এবং সুনিশ্চিত করতে এবং যেকোনও অঘটন রুখতে দিল্লির নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে স্থায়ী হোল্ডিং এরিয়া (Holding Area) তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
রতীয় রেলের নিরাপত্তা নির্দেশিকারেল মন্ত্রক যাত্রীদের ট্রেনে ভ্রমণের সময় ছয়টি নির্দিষ্ট জিনিস বহন না করার পরামর্শ দিয়েছে। এই নির্দেশ উৎসবের সময়ে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষিত ভ্রমণ নিশ্চিত করার উদ্দেশ্যে জারি করা হয়েছে।উৎসবের মরসুমে ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ জারি করল ভারতীয় রেল মন্ত্রক (Ministry of Railways)। রেলের পক্ষ থেকে এক্স (আগে টুইটার) পোস্টে জানানো হয়েছে —“যাত্রীরা দয়া করে ট্রেনে আতশবাজি বা কোনও দাহ্য পদার্থ বহন করবেন না।”
advertisement
advertisement
রেল মন্ত্রকের বার্তা অনুযায়ী, এইসব দাহ্য পদার্থ বহন করা অত্যন্ত বিপজ্জনক — এতে দুর্ঘটনা ঘটতে পারে এবং বহু প্রাণহানি হতে পারে।🔹 রেল সুরক্ষা বাহিনীর পরামর্শ (RPF Advisory)গত বছর দুর্ঘটনা ও অপরাধ রুখতে রেল সুরক্ষা বাহিনী (RPF) যাত্রীদের জন্য একটি বিস্তারিত নিরাপত্তা নির্দেশিকা জারি করেছিল। তার কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে দেওয়া হল —
advertisement
ট্রেন বা স্টেশনে যদি কোনও আতশবাজি, দাহ্য পদার্থ বা সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা যায়, সঙ্গে সঙ্গে RPF/GRP কর্মী বা রেল কর্তৃপক্ষকে জানান।নিজের মূল্যবান জিনিসপত্র চোখের সামনে ও সুরক্ষিত স্থানে রাখুন।হালকা লাগেজ নিয়ে ভ্রমণ করুন এবং সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করুন।শিশুদের সবসময় অভিভাবকদের সঙ্গে রাখুন।ঘোষণার দিকে খেয়াল রাখুন এবং রেলকর্মীদের নির্দেশ মেনে চলুন।
