'সম্মান নয়, আমার টিকিট চাই...', 1AC-তে বিনা টিকিটের মহিলা যাত্রীকে বললেন TTE, উত্তরে যা বললেন মহিলা, শুনেই মাথা ঘুরে গেল চেকারের!

Last Updated:
Indian Railways: ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, জেনারেল বা স্লিপার বগিতে নয়, একেবারে ফার্স্ট ক্লাস এসি কোচেই বহাল তবিয়তে উঠে পড়েন এই মহিলা যাত্রী। আর তারপরে যে কাণ্ড ঘটে ওই এসি ফার্স্টক্লাস কামরায়, তা শুনলে চমকে যাবেন!
1/12
ট্রেন যাত্রা মানেই যেমন কম খরচে দূর দূরান্ত পাড়ি দেওয়া। তেমনই আবার এই ট্রেনে বিনা টিকিটে যাত্রা করা মানেই বড় বিপদে পড়া। কারণ টিকিট পরীক্ষকের কড়া নজরদারি থেকে বাঁচা বেশ মুশকিল।
ট্রেন যাত্রা মানেই যেমন কম খরচে দূর দূরান্ত পাড়ি দেওয়া। তেমনই আবার এই ট্রেনে বিনা টিকিটে যাত্রা করা মানেই বড় বিপদে পড়া। কারণ টিকিট পরীক্ষকের কড়া নজরদারি থেকে বাঁচা বেশ মুশকিল।
advertisement
2/12
mতা সত্ত্বেও প্রতিদিন হাজার হাজার যাত্রী টিটিই ও আরপিএফ -জিআরপি-র চোখ এড়িয়ে দিব্যি ট্রেনে উঠে পড়েন বিনা টিকিটে। আর সেই রকম একটি ঘটনাই এবার সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়েছে।
তা সত্ত্বেও প্রতিদিন হাজার হাজার যাত্রী টিটিই ও আরপিএফ -জিআরপি-র চোখ এড়িয়ে দিব্যি ট্রেনে উঠে পড়েন বিনা টিকিটে। আর সেই রকম একটি ঘটনাই এবার সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়েছে।
advertisement
3/12
একথা ঠিকই যে টিটিই হঠাৎ এসে না পড়লে ভারতে ট্রেনের জেনারেল বগিতে টিকিট ছাড়া ভ্রমণ করা খুব একটা বড় ব্যাপার নয়। তবে, এক্সপ্রেস ট্রেনে বা ট্রেনের এসি কোচে সে ঘটনা বিরল। কারণ এক্সপ্রেস ট্রেনগুলিতে কাজের চাপ বেশি থাকায়, টিটিই সাধারণত কেবল সংরক্ষিত বগিতেই টিকিট পরীক্ষা করেন।
একথা ঠিকই যে টিটিই হঠাৎ এসে না পড়লে ভারতে ট্রেনের জেনারেল বগিতে টিকিট ছাড়া ভ্রমণ করা খুব একটা বড় ব্যাপার নয়। তবে, এক্সপ্রেস ট্রেনে বা ট্রেনের এসি কোচে সে ঘটনা বিরল। কারণ এক্সপ্রেস ট্রেনগুলিতে কাজের চাপ বেশি থাকায়, টিটিই সাধারণত কেবল সংরক্ষিত বগিতেই টিকিট পরীক্ষা করেন।
advertisement
4/12
কিন্তু ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, জেনারেল বা স্লিপার বগিতে নয়, একেবারে ফার্স্ট ক্লাস এসি কোচেই বহাল তবিয়তে উঠে পড়েন এই মহিলা যাত্রী। আর তারপরে যে কাণ্ড ঘটে ওই এসি ফার্স্টক্লাস কামরায়, তা শুনলে চমকে যাবেন!
কিন্তু ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, জেনারেল বা স্লিপার বগিতে নয়, একেবারে ফার্স্ট ক্লাস এসি কোচেই বহাল তবিয়তে উঠে পড়েন এই মহিলা যাত্রী। আর তারপরে যে কাণ্ড ঘটে ওই এসি ফার্স্টক্লাস কামরায়, তা শুনলে চমকে যাবেন!
advertisement
5/12
মহিলা ওই যাত্রীকে দেখে, টিটিই তাঁর কাছে তাঁর টিকিট চান। তবে, টিকিট না থাকা সত্ত্বেও, তিনি এতটুকু না দমে গিয়ে যা বলে বসেন তা শুনে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয় ওই টিকিট পরীক্ষকের।
মহিলা ওই যাত্রীকে দেখে, টিটিই তাঁর কাছে তাঁর টিকিট চান। তবে, টিকিট না থাকা সত্ত্বেও, তিনি এতটুকু না দমে গিয়ে যা বলে বসেন তা শুনে মাথা ঘুরে যাওয়ার জোগাড় হয় ওই টিকিট পরীক্ষকের।
advertisement
6/12
এ যেন 'চোরের মায়ের বড় গলা'! টিকিট না থাকা সত্ত্বেও রীতিমতো চেঁচাতে থাকেন ওই মহিলা। নিজেকে জাহির করতে গিয়ে এমনকি তিনি বলেন,
এ যেন 'চোরের মায়ের বড় গলা'! টিকিট না থাকা সত্ত্বেও রীতিমতো চেঁচাতে থাকেন ওই মহিলা। নিজেকে জাহির করতে গিয়ে এমনকি তিনি বলেন, "আমার ভাইও একজন লোকো পাইলট।"
advertisement
7/12
চরম বচসা ও তর্কাতর্কির প্রায় ৩ মিনিটের এই ভাইরাল ভিডিওর এক সময়, মহিলাটি টিটিইকে তাঁর নাম জিজ্ঞাসা করেন এবং জাতপাতমূলক মন্তব্য করতেও দ্বিধা করেননি তাঁকে ছোট করতে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই দাবানলের মতো ছড়িয়ে পরে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এটি দেখে তীব্র প্রতিক্রিয়া দেন।
চরম বচসা ও তর্কাতর্কির প্রায় ৩ মিনিটের এই ভাইরাল ভিডিওর এক সময়, মহিলাটি টিটিইকে তাঁর নাম জিজ্ঞাসা করেন এবং জাতপাতমূলক মন্তব্য করতেও দ্বিধা করেননি তাঁকে ছোট করতে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই দাবানলের মতো ছড়িয়ে পরে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এটি দেখে তীব্র প্রতিক্রিয়া দেন।
advertisement
8/12
ভিডিওতে, যখন টিটিই মহিলাকে জিজ্ঞাসা করেন,
ভিডিওতে, যখন টিটিই মহিলাকে জিজ্ঞাসা করেন, "তুমি টিকিট ছাড়া ১ এসি-তে কীভাবে উঠলে?" তিনি উত্তর দেন, "আমার ভাইও একজন লোকো পাইলট এবং এইরকম ট্রেনই চালায়।"
advertisement
9/12
টিটিই তখনও ধৈর্য ধরে তাঁকে বার বার জিজ্ঞাসা করতে থাকেন,
টিটিই তখনও ধৈর্য ধরে তাঁকে বার বার জিজ্ঞাসা করতে থাকেন, "এই ট্রেনে ভ্রমণের জন্য কি তোমার কাছে টিকিট আছে?" উত্তরে ওই মহিলা ও তাঁর মেয়ে নিজেদের ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করে। টিটিই তখন কার্যত ক্ষোভে ফেটে পরে বলেন, "একে তো তোমার কাছে টিকিট নেই, তবু এত বড় বড় কথা!"
advertisement
10/12
এরপর মহিলা এবং তার সঙ্গী মেয়েটি তার সঙ্গে গলা মোটা করে জোরে জোরে তর্ক শুরু করে দেন। একটা সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং টিটিই তাদের জাতপাতমূলক কথা বলা বন্ধ করে আগামী দিনে টিকিট নিয়ে ভ্রমণ করার পরামর্শ দেন। ভিডিওর শেষ পর্যন্ত তর্ক চলতে থাকে এবং ভিডিওটি এই কথোপকথন দিয়েই শেষ হয়।
এরপর মহিলা এবং তার সঙ্গী মেয়েটি তার সঙ্গে গলা মোটা করে জোরে জোরে তর্ক শুরু করে দেন। একটা সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এবং টিটিই তাদের জাতপাতমূলক কথা বলা বন্ধ করে আগামী দিনে টিকিট নিয়ে ভ্রমণ করার পরামর্শ দেন। ভিডিওর শেষ পর্যন্ত তর্ক চলতে থাকে এবং ভিডিওটি এই কথোপকথন দিয়েই শেষ হয়।
advertisement
11/12
তুমি কি টিকিট ছাড়া ভ্রমণ করবে?@trainwalebhaiya X-এ এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন,
তুমি কি টিকিট ছাড়া ভ্রমণ করবে?@trainwalebhaiya X-এ এই ভিডিওটি পোস্ট করে লিখেছেন, "আমার ভাই একজন লোকো পাইলট, তাই আমি টিকিট ছাড়াই প্রথম এসি-তে ভ্রমণ করব? সেদিন এমন আজব দাবি করেছিলেন একজন সরকারি স্কুলের শিক্ষিকা, আজ আবার একজন লোকো পাইলটের বোন। মনে হচ্ছে সরকারি কর্মচারী এবং তাদের পরিবার ভারতীয় রেলকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করে।"
advertisement
12/12
মা ও মেয়ের 1AC তে টিকিট ছাড়াই ভ্রমণের এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় ওঠে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, লোকো পাইলটরা 2AC তে ভ্রমণ করার যোগ্যও তো নন। অপর একজন ব্যবহারকারী মন্তব্য করেন,
মা ও মেয়ের 1AC তে টিকিট ছাড়াই ভ্রমণের এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড় ওঠে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, লোকো পাইলটরা 2AC তে ভ্রমণ করার যোগ্যও তো নন। অপর একজন ব্যবহারকারী মন্তব্য করেন, "এটা ভাল যে তিনি বলেননি যে তিনি ইঞ্জিনে বসে ভ্রমণ করবেন।"
advertisement
advertisement
advertisement