রাতে AC স্লিপার কোচে টহল দিচ্ছিল GRP, টয়লেটের পাশের তাকে এতগুলো টেপে মোড়া কী? কেঁপে উঠল গোটা ট্রেন!

Last Updated:
Indian Railways: ট্রেন ঝাড়গ্রাম পেরোতেই পুলিশ কয়েকজন যাত্রীকে চিহ্নিত করে। কিন্তু ঘাটশিলার কাছে অভিযানে নামতেই নাটকীয় মোড়!
1/8
চলন্ত ট্রেনের শব্দে কেঁপে উঠছিল রাত। কামরায় টহল দিচ্ছিল GRP, হঠাৎ রেল পুলিশের চোখে পড়ল কিছু অস্বাভাবিক জিনিস! স্লিপার কোচ এস-২ এর পাশের বাথরুমের উপরের তাকটিতে এগুলো কী?
চলন্ত ট্রেনের শব্দে কেঁপে উঠছিল রাত। কামরায় টহল দিচ্ছিল GRP, হঠাৎ রেল পুলিশের চোখে পড়ল কিছু অস্বাভাবিক জিনিস! স্লিপার কোচ এস-২ এর পাশের বাথরুমের উপরের তাকটিতে এগুলো কী?
advertisement
2/8
দেখা যায়, টেপে মোড়ানো অচেনা কয়েকটি প্যাকেট। যাত্রীদের চোখ এড়িয়ে সেগুলো সেখানে কী ভাবে এল? সন্দেহ দানা বাঁধল সঙ্গে সঙ্গে। 
দেখা যায়, টেপে মোড়ানো অচেনা কয়েকটি প্যাকেট। যাত্রীদের চোখ এড়িয়ে সেগুলো সেখানে কী ভাবে এল? সন্দেহ দানা বাঁধল সঙ্গে সঙ্গে।
advertisement
3/8
এ যেন এক সিনেমার দৃশ্য! খড়গপুরে ওঠা এক ব্যক্তিকে আগেই সন্দেহ করেছিল জিআরপি। তার গতিবিধি রহস্যময় লেগেছিল। তাই নীরবে নজর রাখা হচ্ছিল। ঝাড়গ্রাম পৌঁছনোর পর তার সঙ্গীদেরও চিহ্নিত করা হল। পুলিশের ধারণা—এই রহস্যময় প্যাকেটগুলোর সঙ্গে তাদের যোগ আছে।
এ যেন এক সিনেমার দৃশ্য! খড়গপুরে ওঠা এক ব্যক্তিকে আগেই সন্দেহ করেছিল জিআরপি। তার গতিবিধি রহস্যময় লেগেছিল। তাই নীরবে নজর রাখা হচ্ছিল। ঝাড়গ্রাম পৌঁছনোর পর তার সঙ্গীদেরও চিহ্নিত করা হল। পুলিশের ধারণা—এই রহস্যময় প্যাকেটগুলোর সঙ্গে তাদের যোগ আছে।
advertisement
4/8
তার পরেই ঘাটশিলার কাছে অভিযান। ট্রেন থামল না, অথচ উত্তেজনার পারদ চড়ে গেল! পুলিশ ধরতে গেল সন্দেহভাজনদের… কিন্তু তারা হাত ফসকে পালিয়ে গেল অন্ধকারের ভেতর। শুধু থেকে গেল রহস্যময় সাতটি প্যাকেট।
তার পরেই ঘাটশিলার কাছে অভিযান। ট্রেন থামল না, অথচ উত্তেজনার পারদ চড়ে গেল! পুলিশ ধরতে গেল সন্দেহভাজনদের… কিন্তু তারা হাত ফসকে পালিয়ে গেল অন্ধকারের ভেতর। শুধু থেকে গেল রহস্যময় সাতটি প্যাকেট।
advertisement
5/8
খোলা হল টেপে মোড়ানো গিঁট। ভেতরে মিলল ৭.৬ কেজি গাঁজা। বাজারদর প্রায় দেড় লক্ষ টাকা। উদ্ধার হওয়া প্যাকেটগুলো নিয়ে যাওয়া হল টাটা জিআরপি থানায়।
খোলা হল টেপে মোড়ানো গিঁট। ভেতরে এ সব কী! অবাক সবাই। বাজারদর প্রায় দেড় লক্ষ টাকা। উদ্ধার হওয়া প্যাকেটগুলো নিয়ে যাওয়া হল টাটা জিআরপি থানায়।
advertisement
6/8
দক্ষিণ-পূর্ব রেলের কলিঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার হলো গাঁজার একাধিক প্যাকেট। সাত সাতটি প্যাকেটের মধ্যে মিলল ৭.৬ কেজি গাঁজা
পুলিশ সূত্রে খবর,  দক্ষিণ-পূর্ব রেলের কলিঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার হল গাঁজার একাধিক প্যাকেট। সাত সাতটি প্যাকেটের মধ্যে মিলল ৭.৬ কেজি গাঁজা!
advertisement
7/8
তদন্তকারীদের প্রাথমিক ধারণা—সড়ক পথে পুলিশের কড়া নজরদারির জন্যেই পাচারকারীরা রেলপথ বেছে নিয়েছে। তাই রেলপুলিশও এখন দ্বিগুণ সতর্ক।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা—সড়ক পথে পুলিশের কড়া নজরদারির জন্যেই পাচারকারীরা রেলপথ বেছে নিয়েছে। তাই রেলপুলিশও এখন দ্বিগুণ সতর্ক।
advertisement
8/8
কিন্তু প্রশ্নের শেষ নেই—🔎 এত প্যাকেট কী ভাবে অনায়াসে বাথরুমে ঢুকল? 🔎 পালিয়ে যাওয়া লোকগুলো কারা? 🔎 এর পেছনে কি আরও বড় চক্র লুকিয়ে আছে? রহস্য কেবল শুরু হয়েছে। রেলপুলিশ জানাচ্ছে—এই উদ্ধার হতে পারে আরও বড় মাদক সাম্রাজ্যের খোঁজের প্রথম সূত্র!
কিন্তু প্রশ্নের শেষ নেই— 🔎 এত প্যাকেট কী ভাবে অনায়াসে বাথরুমে ঢুকল? 🔎 পালিয়ে যাওয়া লোকগুলো কারা? 🔎 এর পেছনে কি আরও বড় চক্র লুকিয়ে আছে? রহস্য কেবল শুরু হয়েছে। রেলপুলিশ জানাচ্ছে—এই উদ্ধার হতে পারে আরও বড় মাদক সাম্রাজ্যের খোঁজের প্রথম সূত্র! (Report: ঝাড়গ্রাম, রাজু সিং)
advertisement
advertisement
advertisement