আল্ট্রা-লাক্সারি ট্রেনে যাতায়াতের সুযোগ মিলবে মহারাজা এক্সপ্রেসের মাধ্যমে। “দ্য ইন্ডিয়ান স্পেল্ডার”, “দ্য হেরিটেজ অব ইন্ডিয়া” ও “ট্রেজার অব ইন্ডিয়া” নামে এই ট্যুর প্যাকেজগুলি চালু করা হয়েছে। তিন রাত্রি-চার দিন থেকে ছয় রাত্রি-সাতদিন- বিভিন্ন সময়সীমার এই প্যাকেজ রয়েছে। যাত্রীদের পছন্দমতো কেবিন, স্যুটেরও ব্যবস্থা রয়েছে।
এই টের্নের লাক্সারি যাত্রা কোনও পাঁচ তারা, সাত তারা হোটেলের থেকে কম নয়। দেশের আর্থিকভাবে স্বচ্ছল ও বিদেশী ট্যুরিস্টদের কাছ এই মহারাজা এক্সপ্রেস খুবই জনপ্রিয়। এই ট্রেনটি যাত্রাপথে জয়পুর-রণথম্বোর হয়ে ফতেহপুর সিক্রি-আগ্রা-অরচা, খাজুরাহো-বারাণসী সহ একাধিক দর্শনীয় স্থান এলাহিভাবে দেখার সুযোগ করে দেয়।
রাজার হালে যাতায়াত ও ঘোরার জন্য খরচটাও তুলনামূলকভাবে একটু বেশিই পড়বে। ‘দ্য ইন্ডিয়ান স্পেল্ডার’ ট্যুরে ডিলাক্স কেবিনের ভাড়া ৪ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা থেকে শুরু হচ্ছে, জুনিয়র স্যুটের ক্ষেত্রে টিকিটের দাম ৬ লক্ষ ৮১ হাজার থেকে ৭ লক্ষ ৫৬ হাজার ৮০০ টাকা। স্যুটের ভাড়া ১ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা এবং প্রেসিডেন্টসিয়াল স্যুটের ভাড়া প্রায় ২০ লক্ষ টাকা।
‘দ্য হেরিটেজ অব ইন্ডিয়া’ ট্যুর প্যাকেজে ডিলাক্স কেবিনের খরচ ৪ লক্ষ ৬৪ হাজার ৮০০ টাকা। জুনিয়র স্যুটের ভাড়া ৭ লক্ষ ১২ হাজার ৮০০ টাকা, স্যুটের ভাড়া ১ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা এবং প্রেসিডেন্টসিয়াল স্যুটের ভাড়া ১৮ লক্ষ ৯৬ হাজার টাকা। বিশ্বের দরবারে ভারতীয় পর্যটনকে তুলে ধরতে বিশেষ ভূমিকা রয়েছে মহারাজা এক্সপ্রেসের।