হোম » ছবি » পাঁচমিশালি » ট্রেনের একটি টিকিটের দাম প্রায় ২০ লক্ষ টাকা, কী সুবিধা রয়েছে ওই যাত্রায়

Indian Railways: ট্রেনের একটি টিকিটের দাম প্রায় ২০ লক্ষ টাকা, কী সুবিধা রয়েছে ওই যাত্রায়, রইল বিস্তারিত তথ্য

  • 16

    Indian Railways: ট্রেনের একটি টিকিটের দাম প্রায় ২০ লক্ষ টাকা, কী সুবিধা রয়েছে ওই যাত্রায়, রইল বিস্তারিত তথ্য

    ভারতীয় রেল দেশের লাইফ লাইন। দূর-দূরান্তে যাওয়ার জন্য ভারতীয় রেলের একাধিক বিলাসবহুল ট্রেন রয়েছে। অনেকেই রাজকীয় রেল যাত্রা পছন্দ করেন। তাই পকেটের জোর থাকলে ভারতীয় রেলে এমন একটি পরিষেবা রয়েছে যা পুরানো দিনের রাজ-রাজাদের জীবন যাত্রার মত। এই ট্রেনের সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম প্রায় ২০ লক্ষ টাকা।

    MORE
    GALLERIES

  • 26

    Indian Railways: ট্রেনের একটি টিকিটের দাম প্রায় ২০ লক্ষ টাকা, কী সুবিধা রয়েছে ওই যাত্রায়, রইল বিস্তারিত তথ্য

    আল্ট্রা-লাক্সারি ট্রেনে যাতায়াতের সুযোগ মিলবে মহারাজা এক্সপ্রেসের মাধ্যমে। “দ্য ইন্ডিয়ান স্পেল্ডার”, “দ্য হেরিটেজ অব ইন্ডিয়া” ও “ট্রেজার অব ইন্ডিয়া” নামে এই ট্যুর প্যাকেজগুলি চালু করা হয়েছে। তিন রাত্রি-চার দিন থেকে ছয় রাত্রি-সাতদিন- বিভিন্ন সময়সীমার এই প্যাকেজ রয়েছে। যাত্রীদের পছন্দমতো কেবিন, স্যুটেরও ব্যবস্থা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 36

    Indian Railways: ট্রেনের একটি টিকিটের দাম প্রায় ২০ লক্ষ টাকা, কী সুবিধা রয়েছে ওই যাত্রায়, রইল বিস্তারিত তথ্য

    এই টের্নের লাক্সারি যাত্রা কোনও পাঁচ তারা, সাত তারা হোটেলের থেকে কম নয়। দেশের আর্থিকভাবে স্বচ্ছল ও বিদেশী ট্যুরিস্টদের কাছ এই মহারাজা এক্সপ্রেস খুবই জনপ্রিয়। এই ট্রেনটি যাত্রাপথে জয়পুর-রণথম্বোর হয়ে ফতেহপুর সিক্রি-আগ্রা-অরচা, খাজুরাহো-বারাণসী সহ একাধিক দর্শনীয় স্থান এলাহিভাবে দেখার সুযোগ করে দেয়।

    MORE
    GALLERIES

  • 46

    Indian Railways: ট্রেনের একটি টিকিটের দাম প্রায় ২০ লক্ষ টাকা, কী সুবিধা রয়েছে ওই যাত্রায়, রইল বিস্তারিত তথ্য

    এই ট্রেনের সবথেকে কম টিকিটের মূল্য ৬৫ হাজার টাকা থেকে শুরু। এছাড়া আপনি কোন ট্যুর সিলেক্ট করছেন তারউপর আপনার টিকিটের দাম নির্ভর করবে। এই ট্রেনটিতে ময়ূর মহল ও রং মহল নামে দুটি কেবিন রয়েছে। যেখানে আপনি বিশ্বমানের খাবার উপভোগ করতে পারবেন। আইআরসিটিসি দ্বারা পরিচালিত এই ট্রেন।

    MORE
    GALLERIES

  • 56

    Indian Railways: ট্রেনের একটি টিকিটের দাম প্রায় ২০ লক্ষ টাকা, কী সুবিধা রয়েছে ওই যাত্রায়, রইল বিস্তারিত তথ্য

    রাজার হালে যাতায়াত ও ঘোরার জন্য খরচটাও তুলনামূলকভাবে একটু বেশিই পড়বে। ‘দ্য ইন্ডিয়ান স্পেল্ডার’ ট্যুরে ডিলাক্স কেবিনের ভাড়া ৪ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা থেকে শুরু হচ্ছে, জুনিয়র স্যুটের ক্ষেত্রে টিকিটের দাম ৬ লক্ষ ৮১ হাজার থেকে ৭ লক্ষ ৫৬ হাজার ৮০০ টাকা। স্যুটের ভাড়া ১ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা এবং প্রেসিডেন্টসিয়াল স্যুটের ভাড়া প্রায় ২০ লক্ষ টাকা।

    MORE
    GALLERIES

  • 66

    Indian Railways: ট্রেনের একটি টিকিটের দাম প্রায় ২০ লক্ষ টাকা, কী সুবিধা রয়েছে ওই যাত্রায়, রইল বিস্তারিত তথ্য

    ‘দ্য হেরিটেজ অব ইন্ডিয়া’ ট্যুর প্যাকেজে ডিলাক্স কেবিনের খরচ ৪ লক্ষ ৬৪ হাজার ৮০০ টাকা। জুনিয়র স্যুটের ভাড়া ৭ লক্ষ ১২ হাজার ৮০০ টাকা, স্যুটের ভাড়া ১ লক্ষ ১০ হাজার ৪০০ টাকা এবং প্রেসিডেন্টসিয়াল স্যুটের ভাড়া ১৮ লক্ষ ৯৬ হাজার টাকা। বিশ্বের দরবারে ভারতীয় পর্যটনকে তুলে ধরতে বিশেষ ভূমিকা রয়েছে মহারাজা এক্সপ্রেসের।

    MORE
    GALLERIES