Indian Railways: ‘আগার ৪ লোগ হ্যায় তো...,’ লোয়ার বার্থ পাওয়ার দুর্দান্ত হ্যাক বলে দিলেন স্বয়ং TTE! জানুন টিকিট কাটার সময় কী করবেন
- Published by:Satabdi Adhikary
Last Updated:
রেল মন্ত্রকের তথ্য ও প্রচার বিভাগের নির্বাহী পরিচালক দিলীপ কুমারের মতে, প্রবীণ নাগরিকদের (৬০ বছরের বেশি বয়সি পুরুষ এবং ৫৮ বছরের বেশি বয়সি মহিলা) এবং ৪৫ বছরের বেশি বয়সি মহিলাদের জন্য লোয়ার বার্থের জন্য একটি সম্মিলিত কোটা রয়েছে। এই কোটা স্লিপার এবং এসি ইত্যাদি ক্লাস হিসাবে পরিবর্তিত হয়।
ট্রেনে লোয়ার বার্থ পাওয়ার বয়স্ক নাগরিকদের অধিকার৷ কিন্তু, টিকিট কাটার ভুলে প্রায়শই তাঁরা তাঁদের এই অধিকার থেকে বঞ্চিত হন৷ সংশোধিত নিয়মের অধীনে, ভারতীয় রেল এখন স্বয়ংক্রিয়ভাবে বয়স্ক নাগরিক, ৪৫ বছর বা তার বেশি বয়সি মহিলা, গর্ভবতী মহিলা (চিকিৎসা প্রমাণ সহ) এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিম্ন বার্থকে অগ্রাধিকার দেয়, যদি বুকিংয়ের সময় এই ধরনের বার্থ উপলব্ধ থাকে। কিন্তু, কিছু ক্ষেত্রে যাত্রীর বুকিং করার ভুলেই লোয়ার বার্থ পাননা সংশ্লিষ্ট যাত্রীরা৷
advertisement
advertisement
advertisement
বুকিংয়ের ট্রিকস: মূল কথা হল, একটি পিএনআরের অধীনে কেবল একজন বা দু’জন প্রবীণ নাগরিককেই লোয়ার বার্থ দেওয়া হয়ে থাকে। যদি তিনজন বা তাঁর বেশিজন একসাথে টিকিট বুক করেন, তাহলে সিস্টেমটি সব ক’টা লোয়ার বার্থ বরাদ্দ না-ও করতে পারে এবং কিছু যাত্রী মিডল বা আপার বার্থ পেতেই পারেন। এমন ক্ষেত্রে কী করা উচিত?
advertisement
বুকিংয়ের ট্রিকস: মূল কথা হল, একটি পিএনআরের অধীনে কেবল একজন বা দু’জন প্রবীণ নাগরিককেই লোয়ার বার্থ দেওয়া হয়ে থাকে। যদি তিনজন বা তাঁর বেশিজন একসাথে টিকিট বুক করেন, তাহলে সিস্টেমটি সব ক’টা লোয়ার বার্থ বরাদ্দ না-ও করতে পারে এবং কিছু যাত্রী মিডল বা আপার বার্থ পেতেই পারেন। এমন ক্ষেত্রে কী করা উচিত?
advertisement
এক্ষেত্রে একটি নতুন ট্রিকস শিখিয়েছেন TTE৷ টিটিই জানান, যখন দুজনের বেশি প্রবীণ নাগরিক একটি পিএনআরের অধীনে একসাথে টিকিট বুক করেন, তখন অ্যালগরিদম তাঁদের দু’জনকেই লোয়ার বার্থ বরাদ্দ নাও করতে পারে। ‘‘সর্বাধিক, দু’জন প্রবীণ নাগরিককে একসাথে বুক করা উচিত। যদি তিনজন বা তাঁর বেশি একসাথে বুক করেন, তাহলে তাঁদের মাঝের বা উপরের বার্থে টিকিট কাটা হতে পারে,’’ তিনি ব্যাখ্যা করেন।
advertisement
স্লিপার ক্লাসে, এই কোটার অধীনে প্রতি কোচে প্রায় ৬-৭টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে, যেখানে থার্ড এসি-তে ৪-৫টি এবং সেকেন্ড এসি-তে ৩-৪টি আসন থাকে। এই সীমার উপর ভিত্তি করে আসন বরাদ্দ করা হয়। নয়াদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের একটি সাম্প্রতিক ভাইরাল ভিডিওতে বয়স্ক যাত্রীদের এই উদ্বেগপ্রকাশ করতে দেখে, টিটিই জানান যে, দুজনের বেশি প্রবীণ নাগরিক একটি পিএনআর-এর আওতায় টিকিট না কেটে যদি আলাদা গ্রুপে ভাগ হয়ে কাটেন, তাহলে লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা বাড়ে৷
advertisement
