'তুমি আমায় চেনো না...?' TT টিকিট চাইতেই পাল্টা প্রশ্ন যাত্রীর, পরমুহূর্তে যা ঘটল, পায়ের তলা থেকে মাটি সরে গেল 'প্যাসেঞ্জারের'!

Last Updated:
Indian Railways: সম্প্রতি এই টিকিট চেকিংয়ের সময় এমন একটি ঘটনা ঘটে যায় যা রীতিমতো ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি খবরে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে এমনই ঘটনা ঘটেছিল সেদিন চলন্ত ট্রেনের কামরায়। ঠিক কী ঘটেছিল?
1/15
রেল যাত্রীদের নিরাপদ, সুবিধাজনক এবং সময়োপযোগী ভ্রমণ নিশ্চিত করতে ভারতীয় রেলের তুলনা নেই। প্রত্যেক যাত্রীকে সময়মতো তাঁর গন্তব্যে পৌঁছে দিতে প্রতিদিন হাজার হাজার রুটে ছুটছে লোকাল থেকে এক্সপ্রেস, দূরপাল্লার থেকে স্বল্প দৈর্ঘ্যের ট্রেন! AI Generated Representative Image 
রেল যাত্রীদের নিরাপদ, সুবিধাজনক এবং সময়োপযোগী ভ্রমণ নিশ্চিত করতে ভারতীয় রেলের তুলনা নেই। প্রত্যেক যাত্রীকে সময়মতো তাঁর গন্তব্যে পৌঁছে দিতে প্রতিদিন হাজার হাজার রুটে ছুটছে লোকাল থেকে এক্সপ্রেস, দূরপাল্লার থেকে স্বল্প দৈর্ঘ্যের ট্রেন! AI Generated Representative Image
advertisement
2/15
একদিকে যেমন অল্প খরচে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ট্রেনের কোনও বিকল্প নেই, ঠিক তেমনই আবার যাত্রী স্বাচ্ছন্দের জন্য ট্রেনে যাত্রীদের কিছু নিয়ম মানতে হয়। ঠিক যেমন বিনা টিকিটে ট্রেনে ওঠা থেকে নিষিদ্ধ জিনিস নিয়ে ট্রেনে উঠলে ব্যক্তিকে দিতে হয় জরিমানা।
একদিকে যেমন অল্প খরচে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ট্রেনের কোনও বিকল্প নেই, ঠিক তেমনই আবার যাত্রী স্বাচ্ছন্দের জন্য ট্রেনে যাত্রীদের কিছু নিয়ম মানতে হয়। ঠিক যেমন বিনা টিকিটে ট্রেনে ওঠা থেকে নিষিদ্ধ জিনিস নিয়ে ট্রেনে উঠলে ব্যক্তিকে দিতে হয় জরিমানা।
advertisement
3/15
রেলের তরফ থেকে বারবারই এই নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালানো হয়। বিনা টিকিটের যাত্রীদের ধরা পড়লে দিতে হতে পারে ফাইন। শুধু তাই নয়, হতে পারে জেল। আর এই বিষয়ে ভারতীয় রেলে আছে কড়া আইন।
রেলের তরফ থেকে বারবারই এই নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য প্রচার চালানো হয়। বিনা টিকিটের যাত্রীদের ধরা পড়লে দিতে হতে পারে ফাইন। শুধু তাই নয়, হতে পারে জেল। আর এই বিষয়ে ভারতীয় রেলে আছে কড়া আইন।
advertisement
4/15
স্টেশন থেকে ট্রেনের কামরা টিটি ও টিটিই থেকে আরপিএফ ও জিআরপি এই ধরণের বিনা টিকিটের যাত্রীদের ধরতে সদা সতর্ক প্রহরায় থাকে কয়েক জোড়া চোখ। নিয়মমাফিক টিকিট চেকিংয়ের পাশাপাশি কোনও যাত্রীর গতিবিধিতে কোনও সন্দেহ হলেই সরাসরি তাদের চড়াও হতে পারেন এঁরা।
স্টেশন থেকে ট্রেনের কামরা টিটি ও টিটিই থেকে আরপিএফ ও জিআরপি এই ধরণের বিনা টিকিটের যাত্রীদের ধরতে সদা সতর্ক প্রহরায় থাকে কয়েক জোড়া চোখ। নিয়মমাফিক টিকিট চেকিংয়ের পাশাপাশি কোনও যাত্রীর গতিবিধিতে কোনও সন্দেহ হলেই সরাসরি তাদের চড়াও হতে পারেন এঁরা।
advertisement
5/15
কিন্তু সম্প্রতি এই টিকিট চেকিংয়ের সময় এমন একটি ঘটনা ঘটে যায় যা রীতিমতো ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি খবরে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে এমনই ঘটনা ঘটেছিল সেদিন চলন্ত ট্রেনের কামরায়। ঠিক কী ঘটেছিল?
কিন্তু সম্প্রতি এই টিকিট চেকিংয়ের সময় এমন একটি ঘটনা ঘটে যায় যা রীতিমতো ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি খবরে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে এমনই ঘটনা ঘটেছিল সেদিন চলন্ত ট্রেনের কামরায়। ঠিক কী ঘটেছিল?
advertisement
6/15
উত্তর প্রদেশের প্রয়াগরাজ ডিভিশনের একটি ট্রেনের এসি কামরায় আয়েসে বসেছিলেন এক যাত্রী। আর পাঁচজনের টিকিট পরীক্ষার পর স্বভাবগত ভঙ্গিতেই তাঁর কাছ এসে টিকিট চাইলেন সেদিন ট্রেনে দায়িত্বে থাকা টিটি।
উত্তর প্রদেশের প্রয়াগরাজ ডিভিশনের একটি ট্রেনের এসি কামরায় আয়েসে বসেছিলেন এক যাত্রী। আর পাঁচজনের টিকিট পরীক্ষার পর স্বভাবগত ভঙ্গিতেই তাঁর কাছ এসে টিকিট চাইলেন সেদিন ট্রেনে দায়িত্বে থাকা টিটি।
advertisement
7/15
 "স্যার, টিকিটটা দেখাবেন প্লিজ।" বলতেই টিকিট পরীক্ষকের দিকে তেড়ে গেলেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, বেশ রোয়াব দেখিয়ে বলতে শুরু করলেন, "তুমি জানো আমি কে? তুমি চেনো না আমায়?" AI Generated Representative Image
"স্যার, টিকিটটা দেখাবেন প্লিজ।" বলতেই টিকিট পরীক্ষকের দিকে তেড়ে গেলেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, বেশ রোয়াব দেখিয়ে বলতে শুরু করলেন, "তুমি জানো আমি কে? তুমি চেনো না আমায়?" AI Generated Representative Image
advertisement
8/15
টিটির প্রশ্নসূচক মুখ দেখে এবার নিজেই নিজের বিশেষ 'পরিচয়' দেন সেই প্যাসেঞ্জার। কিন্তু এখানেই নাটকে আসল ট্যুইস্ট। পরমুহূর্তেই ট্রেনে যা ঘটেছিল তা ট্রেন শুদ্ধু সকলকে নিমেষে কাঁপিয়ে দিয়েছিল। AI Generated Representative Image
টিটির প্রশ্নসূচক মুখ দেখে এবার নিজেই নিজের বিশেষ 'পরিচয়' দেন সেই প্যাসেঞ্জার। কিন্তু এখানেই নাটকে আসল ট্যুইস্ট। পরমুহূর্তেই ট্রেনে যা ঘটেছিল তা ট্রেন শুদ্ধু সকলকে নিমেষে কাঁপিয়ে দিয়েছিল। AI Generated Representative Image
advertisement
9/15
টিটি টিকিট চেকিংয়ের জন্য জিজ্ঞাসা করলে যাত্রী তাঁর সঙ্গে তুমুল তর্ক শুরু করে দেন। উদ্ধত সুরে বলতে লাগেন,
টিটি টিকিট চেকিংয়ের জন্য জিজ্ঞাসা করলে যাত্রী তাঁর সঙ্গে তুমুল তর্ক শুরু করে দেন। উদ্ধত সুরে বলতে লাগেন, "আমাকে চেনো না?" টিটি পাল্টা তাঁর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে একজন নেতা হিসেবে পরিচয় দেন। কিন্তু এরপরে যা হয় তাতেই চোখ কপালে ওঠে সবার। AI Generated Representative Image
advertisement
10/15
স্বঘোষিত সেই নেতার চমকানি ধমকানিতে একটুও না ঘাবড়ে গিয়ে বরং বেশ দাপটের সঙ্গেই নিজের দায়িত্ব পালন করেন রেলের ওই টিটি। ট্রেনের বৈধ টিকিট না থাকায় তাঁর কাছ থেকে আদায় করেন জরিমানা। যা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যায় ট্রেনের বাকি যাত্রীরাও। AI Generated Representative Image
স্বঘোষিত সেই নেতার চমকানি ধমকানিতে একটুও না ঘাবড়ে গিয়ে বরং বেশ দাপটের সঙ্গেই নিজের দায়িত্ব পালন করেন রেলের ওই টিটি। ট্রেনের বৈধ টিকিট না থাকায় তাঁর কাছ থেকে আদায় করেন জরিমানা। যা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যায় ট্রেনের বাকি যাত্রীরাও। AI Generated Representative Image
advertisement
11/15
সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসার ঝড় ওঠে নেটপাড়ায়। অমন অকুতোভয় টিকিট পরীক্ষক থাকলে ট্রেনে ট্রেনে বিনা টিকিটের যাত্রীও খুব শিগগিরই কমবে বলেই আশা প্রকাশ করেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসার ঝড় ওঠে নেটপাড়ায়। অমন অকুতোভয় টিকিট পরীক্ষক থাকলে ট্রেনে ট্রেনে বিনা টিকিটের যাত্রীও খুব শিগগিরই কমবে বলেই আশা প্রকাশ করেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
advertisement
12/15
প্রসঙ্গত, গোটা জুন মাস জুড়েই ট্রেন এবং স্টেশনগুলিতে একটি বিশেষ টিকিট চেকিং অভিযান শুরু করেছে ভারতীয় রেল। এই অভিযানের উদ্দেশ্য ছিল বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার বিষয়ে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো। Representative Image
প্রসঙ্গত, গোটা জুন মাস জুড়েই ট্রেন এবং স্টেশনগুলিতে একটি বিশেষ টিকিট চেকিং অভিযান শুরু করেছে ভারতীয় রেল। এই অভিযানের উদ্দেশ্য ছিল বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার বিষয়ে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো। Representative Image
advertisement
13/15
এক্ষেত্রে রেলের পরিসংখ্যান রিপোর্ট বেশ চমকপ্রদ। জানলে চমকে যাবেন যে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এই ধরপাকড় অভিযান চলাকালীন এখনও পর্যন্ত ১,৩৩,৬৬৩ জন যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। Representative Image
এক্ষেত্রে রেলের পরিসংখ্যান রিপোর্ট বেশ চমকপ্রদ। জানলে চমকে যাবেন যে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এই ধরপাকড় অভিযান চলাকালীন এখনও পর্যন্ত ১,৩৩,৬৬৩ জন যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। Representative Image
advertisement
14/15
এই অভিযান চলাকালীন এখন পর্যন্ত ১,৩৩,৬৬৩ জন যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৯,৫৭,০৬,৬৬৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই তালিকা থেকে ৬১,০৬৪ জন যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন। তাদের কাছ থেকে ৫,৫৬,৮৬,৯৮৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে। Representative Image
এই অভিযান চলাকালীন এখন পর্যন্ত ১,৩৩,৬৬৩ জন যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৯,৫৭,০৬,৬৬৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই তালিকা থেকে ৬১,০৬৪ জন যাত্রী টিকিট ছাড়া ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েছেন। তাদের কাছ থেকে ৫,৫৬,৮৬,৯৮৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে। Representative Image
advertisement
15/15
একইসঙ্গে অনিয়মিত টিকিটে ভ্রমণকারী ৬৬,২০৭ জন যাত্রীর কাছ থেকে ৩,৭৪,৬৫,২২৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও, ২,৩৩১ জন যাত্রীকে বুকিং না করা লাগেজ- সহ ধরা হয়েছে। এই সব যাত্রীদের কাছ থেকে ৩,৩৯,৩১২ টাকা আদায় করেছে রেল।
একইসঙ্গে অনিয়মিত টিকিটে ভ্রমণকারী ৬৬,২০৭ জন যাত্রীর কাছ থেকে ৩,৭৪,৬৫,২২৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও, ২,৩৩১ জন যাত্রীকে বুকিং না করা লাগেজ- সহ ধরা হয়েছে। এই সব যাত্রীদের কাছ থেকে ৩,৩৯,৩১২ টাকা আদায় করেছে রেল।
advertisement
advertisement
advertisement