প্রসঙ্গত উল্লেখ্য, রেলে বিপদ নির্দেশ করতে লাল রঙের ব্যবহার করা হয়। লাল রঙের উপর সাদা রঙ দিয়ে লেখা হয়। এতে দূর থেকে বিপদের কথা জানতে পারা যায়। এছাড়াও, সাধারণ গাড়ির পেছনেও লাল আলো দেওয়া থাকে। যাতে গাড়ি ব্রেক কষলে বা গতি কমালে গাড়ির পেছনে অন্য কোনও গাড়ি সতর্ক হতে পারে।