জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল বিয়ে! বিয়ে নিয়ে ছেলে-মেয়ে নির্বিশেষে নানা ইচ্ছে, নানা স্বপ্ন থাকে! জীবনসঙ্গী কেমন হবে? সেই নিয়ে মেয়েদের মধ্যে ফ্যান্টাসিও কম থাকে না! প্রশ্ন হল, মোটা, রোগা না জিম করা ফিগার? ভারতীয় মহিলাদের জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে পছন্দ? সম্প্রতি একটি সমীক্ষায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য--
সমীক্ষায় অংশ নেওয়া নারীদের দাবি, পুরুষের যদি জিম-করা টানটান চাবুকের মতো ফিগার হয়, তাহলে তাঁদের খাবার নিয়ে হাজারও ঝামেলা থাকে। ডায়েটিং ও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চক্করে খাওয়াদাওয়ার অর্ধেক আনন্দই মাটি হয়। সদ্যবিবাহিত মেয়েরাও আর মনের সুখে বরের জন্য ঝোল-ঝাল-অম্বল রাঁধতে পারেন না! কাজেই, অল্প মোটা পুরুষই ভাল।