আজ রাজবেশে সাজানো হবে তারা মা’কে, সারারাত খোলা থাকবে তারাপীঠের মন্দির

Last Updated:
এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় বসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা।
1/7
• আজ কৌশিকী অমাবস্যা। সন্ধে ৬টা ২৯ মিনিটে পড়ছে অমাবস্যা। চলবে শুক্রবার বিকেল ৪টে ২৮ মিনিট পর্যন্ত। সেই উপলক্ষে লাখো ভক্তের ভিড় তারাপীঠে।
• আজ কৌশিকী অমাবস্যা। সন্ধে ৬টা ২৯ মিনিটে পড়ছে অমাবস্যা। চলবে শুক্রবার বিকেল ৪টে ২৮ মিনিট পর্যন্ত। সেই উপলক্ষে লাখো ভক্তের ভিড় তারাপীঠে।
advertisement
2/7
• মা তারার আরেক নাম কৌশিকী। কথিত আছে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় বসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা।
• মা তারার আরেক নাম কৌশিকী। কথিত আছে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। ভক্তদের বিশ্বাস, এই তিথিতেই তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় বসে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা।
advertisement
3/7
• দর্শন পেয়েছিলেন মা তারার। সেই বিশ্বাসেই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থী, তান্ত্রিকের ভিড় হয় শক্তিপীঠে।
• দর্শন পেয়েছিলেন মা তারার। সেই বিশ্বাসেই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থী, তান্ত্রিকের ভিড় হয় শক্তিপীঠে।
advertisement
4/7
• আজ সকাল থেকেই চলছে বিশেষ পুজোর প্রস্তুতি। সন্ধের সময় রাজবেশে সাজানো হবে তারা মা’কে। রাতভর চলবে বিশেষ পুজো।
• আজ সকাল থেকেই চলছে বিশেষ পুজোর প্রস্তুতি। সন্ধের সময় রাজবেশে সাজানো হবে তারা মা’কে। রাতভর চলবে বিশেষ পুজো।
advertisement
5/7
• সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া তারাপীঠ।
• সারারাত খোলা থাকবে মন্দিরের দরজা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া তারাপীঠ।
advertisement
6/7
• সিসিটিভি, ড্রোনে চলছে নজরদারি। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে মন্দির কমিটির ৩ হাজার নিরাত্তাকর্মী। থাকছে সাদা পোশাকের পুলিশের নজরদারি।
• সিসিটিভি, ড্রোনে চলছে নজরদারি। মন্দিরের নিরাপত্তার দায়িত্বে মন্দির কমিটির ৩ হাজার নিরাত্তাকর্মী। থাকছে সাদা পোশাকের পুলিশের নজরদারি।
advertisement
7/7
• নজরদারিতে থাকছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ বাহিনী। বিশেষ নজর রাখা হচ্ছে তারাপীঠের মহাশ্মশানেও।
• নজরদারিতে থাকছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ বাহিনী। বিশেষ নজর রাখা হচ্ছে তারাপীঠের মহাশ্মশানেও।
advertisement
advertisement
advertisement