IIT Baba: মাধ্যমিকে ৯৩ শতাংশ, উচ্চ মাধ্যমিকে ৯২.৪ শতাংশ, জয়েন্টে ৭৩১ র্যাঙ্ক, আইআইটি বাবার রেজাল্ট দেখলে চমকে যাবেন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
IIT Baba Abhay Singh, IITian Baba: ‘আইআইটি বাবা’-এর আসল নাম অভয় সিং। আইআইটি-তে পড়াশোনা করেছেন। পরে সন্ন্যাস নেন। সেখান থেকেই ‘আইআইটি’ নামটি তাঁর সঙ্গে চুম্বকের মতো জুড়ে গিয়েছে। সম্প্রতি তাঁর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মার্কশিট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।
advertisement
IIT Baba Abhay Singh Viral Marksheet: ‘আইআইটি বাবা’-এর আসল নাম অভয় সিং। আইআইটি-তে পড়াশোনা করেছেন। পরে সন্ন্যাস নেন। সেখান থেকেই ‘আইআইটি’ নামটি তাঁর সঙ্গে চুম্বকের মতো জুড়ে গিয়েছে। সম্প্রতি তাঁর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মার্কশিট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা।
advertisement
advertisement
advertisement
IIT Baba Abhay Singh Jobs: পড়াশোনা শেষ করে কানাডা চলে যান অভয়। একটি বেসরকারি সংস্থায় চাকরি শুরু করেন। বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভয় নিজেই জানিয়েছেন, কানাডায় মোট তিন বছর কাজ করেছিলেন তিনি। বার্ষিক বেতন ছিল ৩৬ লাখ টাকা। অভয় ডিজাইনিং নিয়েও মাস্টার্স করেছেন। একসময় ফটোগ্রাফির দিকেও ঝুঁকেছিলেন। ঘুরে ঘুরে ছবি তুলতেন। কিন্তু সে সবও ছেড়ে দেন। আসলে এক জায়গায় বেশিদিন মন টেকে না তাঁর। নতুন কিছু শেখার, নতুন কিছু করার নেশা তাঁকে বারবার পথে এনে ফেলে।
advertisement
advertisement