advertisement
• ভাঙা কাচ বা আয়না: ভাঙা কাচ কোনও কাজে লাগে না। বরং, আস্ত জিনিসকে খারাপভাবে দেখায়। ভাঙা কাচ ঘরে রাখা অশুভ ৷ যা আপনাকে পজিটিভ এনার্জি দেবে না। হিন্দু শাস্ত্র মতে, আয়না মানুষের আত্মার অংশকে তার ভিতরে ধরে রাখে। আবার যখন দেবতা বা অপদেবতারা কোনও মানুষের সঙ্গে যোগাযোগ করতে চান, তারা আয়নার মাধ্যমেই তা করতে থাকেন। ফলে আয়না ভাঙা জীবনে বিপর্যয় ডেকে আনতেই পারে। প্রতীকী চিত্র ৷
advertisement
• বন্ধ ঘড়ি: বন্ধ ঘড়িও ঘরে রাখা উচিত নয় ৷ ঘড়ি নষ্ট হয়ে গেলে তা ফেলে দেওয়াই শ্রেয় ৷ বন্ধ ঘড়ি বাড়তে রাখলে হতে পারে আর্থিক সমস্যা। সংসারে অভাব অনটন আসে শুধুমাত্র আর্থিক সমস্যা থেকেই। জীবনের অন্য নাম গতি, যা কিছু খারাপ তাই থেমে যায় একটা সময় পরে। সংসারে আর্থিক সমস্যা বা অভাব অনটন থেকেই শুরু হয়ে থাকে অশান্তি, দাম্পত্য কলহ। তাই সব সময়ে সৌভাগ্য বজায় রাখতে বন্ধ ঘড়ি এখুনি যদি ঘরে থেকে থাকে আজই বিদায় জানিয়ে দিন। প্রতীকী চিত্র ৷
advertisement
advertisement