Snake Alert at Monsoon: হঠাৎ আপনার সামনে ভয়ঙ্কর বিষধর সাপ! তাড়া করলে প্রাণে বাঁচতে কি করবেন? কী করবেন না

Last Updated:
Snake Alert: পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে সাপের মুখোমুখি হতে চায়। কিন্তু হঠাৎ যদি আপনার সামনে বিষধর সাপ এসে পড়ে বা তাড়া করে আপনি কী করবেন?
1/8
চলছে বর্ষার মরশুম। বৃষ্টিতে গ্রামাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রবও। এর মধ্যে অনেক বিষাক্ত সাপও থাকে। বাড়িতে বাড়ছে সাপের আনাগোনা। আর এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যা কামড়ালে মৃত্যুও হতে পারে। কিন্তু এমন কিছু গাছ রয়েছে যা দেখে ভয় পায় সাপ।
চলছে বর্ষার মরশুম। বৃষ্টিতে গ্রামাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রবও। এর মধ্যে অনেক বিষাক্ত সাপও থাকে। বাড়িতে বাড়ছে সাপের আনাগোনা। আর এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যা কামড়ালে মৃত্যুও হতে পারে। কিন্তু এমন কিছু গাছ রয়েছে যা দেখে ভয় পায় সাপ।
advertisement
2/8
সাপ বিষাক্ত হোক বা না হোক, যে কেউই সাপ দেখলেই ভয় পেয়ে যায়। অনেক প্রজাতির সাপ আছে। পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে সাপের মুখোমুখি হতে চায়। কিন্তু  হঠাৎ যদি আপনার সামনে বিষধর সাপ এসে পড়ে বা তাড়া করে আপনি কী করবেন?
সাপ বিষাক্ত হোক বা না হোক, যে কেউই সাপ দেখলেই ভয় পেয়ে যায়। অনেক প্রজাতির সাপ আছে। পৃথিবীতে এমন মানুষ কমই আছে যে সাপের মুখোমুখি হতে চায়। কিন্তু হঠাৎ যদি আপনার সামনে বিষধর সাপ এসে পড়ে বা তাড়া করে আপনি কী করবেন?
advertisement
3/8
অনেকের এক্ষেত্রে নানা ভ্রান্ত ধারণা রয়েছে। কেউ মনে করেন সাপ এঁকে-বেঁকে দৌড়ায় বলে সাপের সঙ্গে এঁকে-বেঁকে দৌড়ালে সাপ ধরতে পারবে না, কেউ আবার মনে করেন সাপকে কোনও কিছু দিয়ে আঘাত করলেই সাপ পালিয়ে যাবে।
অনেকের এক্ষেত্রে নানা ভ্রান্ত ধারণা রয়েছে। কেউ মনে করেন সাপ এঁকে-বেঁকে দৌড়ায় বলে সাপের সঙ্গে এঁকে-বেঁকে দৌড়ালে সাপ ধরতে পারবে না, কেউ আবার মনে করেন সাপকে কোনও কিছু দিয়ে আঘাত করলেই সাপ পালিয়ে যাবে।
advertisement
4/8
তবে আমাদের আগে জেনে রাখা দরকার যে পৃথিবীতে মোট ৩ হাজারের বেশি প্রজাতির সাপ রয়েছে। তবে মাত্র ৭ শতাংশ সাপ রয়েছে যার কামড়ে মানুষের মৃত্যু হতে পারে। তবে সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে এড়ানো যেতে পারে মৃত্যু।
তবে আমাদের আগে জেনে রাখা দরকার যে পৃথিবীতে মোট ৩ হাজারের বেশি প্রজাতির সাপ রয়েছে। তবে মাত্র ৭ শতাংশ সাপ রয়েছে যার কামড়ে মানুষের মৃত্যু হতে পারে। তবে সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে এড়ানো যেতে পারে মৃত্যু।
advertisement
5/8
তবে বিষাক্ত সাপ সামনে চলে আসলে  কি করা উচিত? এই বিষয়ে কোনও ভ্রান্ত ধারণা পোষণ না করে সাপ বিশেষজ্ঞরা কি বলে সেটাই জানা দরকার। সাপ বিশেষজ্ঞ কিথ টেলর এই প্রসঙ্গে নিজের একাধিক অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তবে বিষাক্ত সাপ সামনে চলে আসলে কি করা উচিত? এই বিষয়ে কোনও ভ্রান্ত ধারণা পোষণ না করে সাপ বিশেষজ্ঞরা কি বলে সেটাই জানা দরকার। সাপ বিশেষজ্ঞ কিথ টেলর এই প্রসঙ্গে নিজের একাধিক অভিজ্ঞতা শেয়ার করেছেন।
advertisement
6/8
কিথ টেলর বলেছেন, বিষাক্ত সাপ সামনে চলে এলে দৌড়া-দৌড়ি শুরু না করে শান্ত থাকাই সবথেকে ভাল উপায়। কারণ সাপ সহজে আক্রমণ করে না। উল্টে সাপের সামনে মানুষ চলে আসলে তারা ভয় পায় ও সেখান থেকে পালিয়ে যেতে চায়।
কিথ টেলর বলেছেন, বিষাক্ত সাপ সামনে চলে এলে দৌড়া-দৌড়ি শুরু না করে শান্ত থাকাই সবথেকে ভাল উপায়। কারণ সাপ সহজে আক্রমণ করে না। উল্টে সাপের সামনে মানুষ চলে আসলে তারা ভয় পায় ও সেখান থেকে পালিয়ে যেতে চায়।
advertisement
7/8
তবে সাপকে আঘাত করা বা উত্তেজিত করা উচিত নয়। তখন তারা প্রাণ বাঁচাতে আক্রমণ করতে পারে। আর অনেক সাপ আছে যারা চোখে পরিষ্কার দেখতেও পায় না। আপনি যদি শান্ত থাকেন ও পাশ কাটিয়ে চলে যান তাহলে সাপ কিছু করবে না।
তবে সাপকে আঘাত করা বা উত্তেজিত করা উচিত নয়। তখন তারা প্রাণ বাঁচাতে আক্রমণ করতে পারে। আর অনেক সাপ আছে যারা চোখে পরিষ্কার দেখতেও পায় না। আপনি যদি শান্ত থাকেন ও পাশ কাটিয়ে চলে যান তাহলে সাপ কিছু করবে না।
advertisement
8/8
একমাত্র অজান্তে সাপের গায়ে পা দিয়ে দিলেই সাপ আক্রমণ করে থাকে বা ছোবল মেরে থাকে। ফলে সাপ সামনে এলে সবথেকে ভাল উপায় শান্ত থাকা। ওকে ওর মত যেতে দেওয়া। আর আপনিও শান্তভাবে নিজের দিকে চলে যাওয়া।
একমাত্র অজান্তে সাপের গায়ে পা দিয়ে দিলেই সাপ আক্রমণ করে থাকে বা ছোবল মেরে থাকে। ফলে সাপ সামনে এলে সবথেকে ভাল উপায় শান্ত থাকা। ওকে ওর মত যেতে দেওয়া। আর আপনিও শান্তভাবে নিজের দিকে চলে যাওয়া।
advertisement
advertisement
advertisement