'ভুল ইংরেজি'ই কাল হল...! কী কাজ করে স্বামী? বিয়ের পর সত্যি ফাঁস, 'জীবন নষ্ট' হল স্ত্রীর!
- Published by:Tias Banerjee
Last Updated:
Wrong English: দুর্বল ইংরেজির কারণেই নাকি সর্বনাশ! শালিনী পাণ্ডিত তাঁর বিয়ের পর জানতে পারেন স্বামী আসলে কী করেন! এর পরেই মাথায় হাত। সেই ভিডিওটি ৬০ লাখের বেশি বার দেখা হয়েছে এবং ৩ লাখ ৫৮ হাজার বার শেয়ার হয়েছে।
advertisement
বিয়ে সাতটি জীবনের মিলন হিসেবে বিবেচিত হয়। মানুষ এটি মহান আড়ম্বরের সঙ্গে প্রস্তুত করে। বর এবং কনে চান এই বিশেষ মুহূর্তটি চিরকাল স্মরণীয় হোক। কিন্তু অনেক সময় বিয়ের পর পরিবেশ শোকের মধ্যে পরিণত হয়ে যায়। কখনও কখনও ঠকিয়ে বউ পালিয়ে যায়, আবার কখনও পাত্র গোপনে একাধিকবার বিয়ে করে ফেলে। কিন্তু এবার পরিস্থিতি বদলে গেল দুর্বল ইংরেজির কারণে!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যে চারটি গোলাকার উপাদানের কথা তিনি বলেছিলেন, তা আসলে গাড়ির টায়ার ছিল। শালিনী এই ভিডিওটি ক্যাপশন করেছেন, 'বড় পদ।' শালিনীর এই ভিডিওটি দ্রুত ভাইরাল হচ্ছে। এখন পর্যন্ত এই ভিডিওটি ৬০ লাখের বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে ২ লাখের বেশি মানুষ এটি পছন্দ করেছে, আর ভিডিওটি ৩ লাখ ৫৮ হাজার বার শেয়ার হয়েছে। এছাড়াও ভিডিওটিতে ৩ হাজার ৫০০ এর বেশি মন্তব্য এসেছে।
advertisement
advertisement
মেমন মুজাহিদ লিখেছেন, 'তবে সে তোমাকে এত সুন্দর করে সাজিয়েছে। পাংচার রিপেয়ারার নিশ্চয়ই এর জন্য টাকা দিয়েছে।' সোনু লিখেছেন, 'তুমি কি বলতে চাইছ, যে যারা পাংচার রিপেয়ার করে, তাদের বিয়ে করার অধিকার নেই?' শ্যামু শেক্সেনা লিখেছেন, 'এটা খুবই দুঃখজনক যে তোমার সঙ্গে এমন কিছু ভুল হয়েছে।' লক্ষ্মীকান্ত বশিষ্ঠ মন্তব্য করেছেন, 'পাংচার রিপেয়ারার আজকের দিনে ভারত ইতিহাসে কোটিপতি এবং বিলিওনিয়ার, আর তুমি তোমার স্বামীতে দোষ খুঁজছো।'