Human Beliefs: সকালে 'এক শালিক' দেখেছেন? কেন 'এক শালিক' দেখাকে অশুভ আর 'দুই শালিক' দেখাকে শুভ মানা হয়? আসল কারণ জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অনেকেই মানি, সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়, দিন ভাল কাটে। কিন্তু কেন এমনটা মানা হয়? কেন এক শালিক-কে অশুভ আর দুই শালিককে শুভ হিসাবে ধরা হয়
সকালে এক শালিক দেখা মানেই বুক দুরুদুরু! এই রে দিনটা খারাপ হতে চলেছে! বহু মানুষ-ই সজত্নে এই কুসংস্কার মনে লালিত করেন। আমাদের মনে পশু-পাখিদের নিয়ে অনেক রকম কুসংস্কার রয়েছে। অনেকেই মানি, সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়, দিন ভাল কাটে। কিন্তু কেন এমনটা মানা হয়? কেন এক শালিক-কে অশুভ আর দুই শালিককে শুভ হিসাবে ধরা হয়?
advertisement
advertisement
advertisement
আসলে শালিক সবসবময় দলবদ্ধ হয়ে থাকে। সেইদিক থেকে যখন কোন-ও একটি একা শালিককে দেখা যায়, সেটিকে অশুভ মনে করা হয়। তবে মানুষ এর থেকেও বাঁচার রাস্তা বার করেছে। অনেকেই বলেন, এক শালিক দেখলে সঙ্গে সঙ্গে কলাগাছ দেখে নিলে নাকি খারাপ প্রভাব পড়ে না। অনেকে আবার বলে এক শালিক যদি চার পাঁচজন একসঙ্গে বা একই সময়ে দেখে তাহলে তার খারাপ প্রভাব আর থাকে না।
advertisement
advertisement
