সাপ কত বছর পর্যন্ত বাঁচে? কোন সাপের আয়ু সবচেয়ে বেশি? শুনলে অবাক হয়ে যাবেন

Last Updated:
Snake Facts: আমরা প্রায় সবাই জানি, একজন মানুষ সাধারণত ৭০-৮০ বছর পর্যন্ত বাঁচে (কিছু ক্ষেত্রে ১০০ বছরেরও বেশি)। আর কিছু পশু যেমন হাতি ৬০-৭০ বছর, কচ্ছপ ১০০ বছরেরও বেশি বাঁচতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, "সাপের সর্বোচ্চ আয়ু কত?"
1/7
আমরা প্রায় সবাই জানি, একজন মানুষ সাধারণত ৭০-৮০ বছর পর্যন্ত বাঁচে (কিছু ক্ষেত্রে ১০০ বছরেরও বেশি)। আর কিছু পশু যেমন হাতি ৬০-৭০ বছর, কচ্ছপ ১০০ বছরেরও বেশি বাঁচতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয়,
আমরা প্রায় সবাই জানি, একজন মানুষ সাধারণত ৭০-৮০ বছর পর্যন্ত বাঁচে (কিছু ক্ষেত্রে ১০০ বছরেরও বেশি)। আর কিছু পশু যেমন হাতি ৬০-৭০ বছর, কচ্ছপ ১০০ বছরেরও বেশি বাঁচতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, "সাপের সর্বোচ্চ আয়ু কত?" — তাহলে অনেকেই সঠিক উত্তর দিতে পারবেন না হয়তো!
advertisement
2/7
খরগোণ-এর মণ্ডলেশ্বরের বাসিন্দা ও ৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সর্প বিশেষজ্ঞ মহাদেব জানিয়েছেন, ভারতে প্রায় ২৭০ এর বেশি সাপের প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে কিছু প্রজাতি গার্ডেন স্নেক (বাগানের সাপ) হয়, যা আমাদের আশেপাশের বসবাসের এলাকাগুলোতে সহজেই দেখতে পাওয়া যায়। তবে কিছু সাপের দর্শন পাওয়া কিন্তু দুষ্কর।
খরগোণ-এর মণ্ডলেশ্বরের বাসিন্দা ও ৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সর্প বিশেষজ্ঞ মহাদেব জানিয়েছেন, ভারতে প্রায় ২৭০ এর বেশি সাপের প্রজাতি পাওয়া যায়। এর মধ্যে কিছু প্রজাতি গার্ডেন স্নেক (বাগানের সাপ) হয়, যা আমাদের আশেপাশের বসবাসের এলাকাগুলোতে সহজেই দেখতে পাওয়া যায়। তবে কিছু সাপের দর্শন পাওয়া কিন্তু দুষ্কর।
advertisement
3/7
তিনি জানিয়েছেন, স্থানভেদে প্রতিটি সাপের আয়ু আলাদা হয়।খরগোণসহ মধ্যপ্রদেশের কথা বললে, এখানে প্রায় ৪০ প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে মাত্র কিছু সাপেরই মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়।
তিনি জানিয়েছেন, স্থানভেদে প্রতিটি সাপের আয়ু আলাদা হয়। খরগোণসহ মধ্যপ্রদেশের কথা বললে, এখানে প্রায় ৪০ প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে মাত্র কিছু সাপেরই মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়।
advertisement
4/7
সাপের গড় আয়ু সাধারণত ৫ থেকে ১৫ বছর পর্যন্ত হয়। যদিও অজগর প্রজাতির সাপ প্রায় ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। মহাদেব বলেছেন, যেসব সাপ বসতি এলাকায় থাকে, যেখানে মানুষের চলাচল বেশি, সেখানে তাদের আয়ু তুলনামূলক কম হয়ে থাকে। কারণ সেখানে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।
সাপের গড় আয়ু সাধারণত ৫ থেকে ১৫ বছর পর্যন্ত হয়। যদিও অজগর প্রজাতির সাপ প্রায় ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। মহাদেব বলেছেন, যেসব সাপ বসতি এলাকায় থাকে, যেখানে মানুষের চলাচল বেশি, সেখানে তাদের আয়ু তুলনামূলক কম হয়ে থাকে। কারণ সেখানে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।
advertisement
5/7
জনবসতি এলাকায় থাকা সাপের আয়ু সাধারণত ৮ থেকে ১০ বছর পর্যন্ত হয়। কিন্তু কমন ক্রেট, কোবরা, রাসেল ভাইপার, স’স্কেল্ড ভাইপারের মতো সাপের আয়ু অনেক বেশি হয়।এই সাপগুলো ১৫ বছর বা তারও বেশি সময় জীবিত থাকতে পারে।
সবচেয়ে বেশি আয়ুর সাপের কথা বললে অজগরের নাম সবার উপরে থাকে।
জনবসতি এলাকায় থাকা সাপের আয়ু সাধারণত ৮ থেকে ১০ বছর পর্যন্ত হয়। কিন্তু কমন ক্রেট, কোবরা, রাসেল ভাইপার, স’স্কেল্ড ভাইপারের মতো সাপের আয়ু অনেক বেশি হয়। এই সাপগুলো ১৫ বছর বা তারও বেশি সময় জীবিত থাকতে পারে। সবচেয়ে বেশি আয়ুর সাপের কথা বললে অজগরের নাম সবার উপরে থাকে।
advertisement
6/7
সর্প বিশারদের দাবি, অজগর সাপ সাধারণত ২৫ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। অজগরের বিষ নেই। তবে এই সাপ শিকার করে গায়ের জোরে।
সর্প বিশারদের দাবি, অজগর সাপ সাধারণত ২৫ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচতে পারে। অজগরের বিষ নেই। তবে এই সাপ শিকার করে গায়ের জোরে।
advertisement
7/7
মহাদেব জানিয়েছেন, সাধারণত কোনও সাপকে দেখে সেটির সঠিক বয়স বলা কঠিন। কিন্তু সাপের আকার, ত্বকের অবস্থা এবং উজ্জ্বলতা দেখে বয়সের আনুমানিক ধারণা করা যায়। একটা নির্দিষ্ট সময় পর সাপের বয়স নির্ধারণ করা আরও কঠিন হয়ে পড়ে। কারণ মানুষের মতো সাপের দৈর্ঘ্যও এক সময়ের পরে বৃদ্ধি পায় না।
মহাদেব জানিয়েছেন, সাধারণত কোনও সাপকে দেখে সেটির সঠিক বয়স বলা কঠিন। কিন্তু সাপের আকার, ত্বকের অবস্থা এবং উজ্জ্বলতা দেখে বয়সের আনুমানিক ধারণা করা যায়। একটা নির্দিষ্ট সময় পর সাপের বয়স নির্ধারণ করা আরও কঠিন হয়ে পড়ে। কারণ মানুষের মতো সাপের দৈর্ঘ্যও এক সময়ের পরে বৃদ্ধি পায় না।
advertisement
advertisement
advertisement