Liquor Rules 2025: সামনেই হোলি, বাড়িতে একসঙ্গে কতটা মদ রাখা যায়? সাবধান না হলেই বিপদ

Last Updated:
কিছুদিনের মধ্যেই হোলি আর হোলি মানেই শুধু রঙ খেলা নয়। রঙ খেলার সঙ্গে মিষ্টি,ঠাণ্ডাই আর গলা ভেজানোর জন্য সুরার আয়োজন কমবেশি গোটা দেশেই হয়ে থাকে।
1/10
ভারতের রাজ্যগুলির মধ্যে বিহার, গুজরাত, মিজোরাম এবং নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লাক্ষাদ্বীপেও মদ নিষিদ্ধ। তবে অধিকাংশ রাজ্যেই সুলভে মদ পাওয়া যায় এবং মদ্যপানের পরিমাণ ক্রমশ বাড়ছে ভারতীয়দের মধ্যে।
কিছুদিনের মধ্যেই হোলি আর হোলি মানেই শুধু রঙ খেলা নয়। রঙ খেলার সঙ্গে মিষ্টি,ঠাণ্ডাই আর গলা ভেজানোর জন্য সুরার আয়োজন কমবেশি গোটা দেশেই হয়ে থাকে। (প্রতীকী ছবি)
advertisement
2/10
২০১৯ সালে মদ্যপানের কারণে মৃত্যুর সংখ্যা ছিল ২৬ লক্ষ, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩০ লক্ষের কাছাকাছি পৌঁছেছে। এরমধয়ে বেশিরভাগই পুরুষ।
কিন্তু, অনেক জায়গাতেই যেমন হোলি ছাড়া জমে না তেমনই মদ বাড়িতে রাখতে গেলেও কিছু নিয়ম মেনে চলতে হয়। গোটা দেশেই রয়েছে এমন কিছু নিয়ম, যদি আপনি তা মানেন তাহলেই কিন্তু পড়বেন ঘোরতর সমস্যায়। (প্রতীকী ছবি)
advertisement
3/10
অ্যালকোহল এড়িয়ে চলুন – অ্যালকোহল সেবন করলে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, তাই এটি যতটা সম্ভব কমানো বা সম্পূর্ণ এড়িয়ে যাওয়া উচিত।
দেখে নেওয়া যাক, বিভিন্ন রাজ্যে মদ রাখার আলাদা আলাদা নিয়ম রয়েছে। সেই নিয়ম কোন কোন রাজ্যে কেমন তা দেখে নেওয়া যাক। উত্তরপ্রদেশে যেমন আপনি সর্বাধিক সাড়ে চার লিটার পর্যন্ত মদ রাখতে পারবেন। অর্থাৎ ওই রাজ্যে আপনি সর্বোচ্চ ৬ বোতল পর্যন্ত মদ রাখতে পারবেন। অন্যদিকে, দেশি মদ আপনি রাখতে পারবেন সর্বাধিক ১ বোতল পর্যন্ত রাখতে পারবেন। (প্রতীকী ছবি)
advertisement
4/10
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বহু বছর আগে মদকে একটি গ্রুপ ১ ক্যানসারজেন হিসেবে চিহ্নিত করেছিল, যার মানে হল যে এটি ক্যানসার সৃষ্টির জন্য খুবই বিপজ্জনক।
দেশের রাজধানীতে মদ রাখার পরিমাণ অনেকটাই বেশি। সেখানে বাড়িতে সর্বাধিক ১৮ লিটার পর্যন্ত মদ রাখতে পারবেন। মদ বলতে এখানে বিয়ার এবং ওয়াইন দুইই অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে, রাম, হুইস্কি, ভডকা বা জিন বাড়িতে রাখা যায় সর্বোচ্চ ৯ লিটার পর্যন্ত। (প্রতীকী ছবি)
advertisement
5/10
 এবার আসা যাক পশ্চিমবঙ্গে। বাংলায় ২১ বছরের বেশি বয়সী যে কেউ বাড়িতে ৬ বোতল বিদেশি মদ রাখতে পারেন। লাইসেন্স ছাড়া সর্বোচ্চ ১৮ বোতল বিয়ার রাখা যেতে পারে। (প্রতীকী ছবি)
এবার আসা যাক পশ্চিমবঙ্গে। বাংলায় ২১ বছরের বেশি বয়সী যে কেউ বাড়িতে ৬ বোতল বিদেশি মদ রাখতে পারেন। লাইসেন্স ছাড়া সর্বোচ্চ ১৮ বোতল বিয়ার রাখা যেতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
6/10
২০২৩ সালে ভারতে হুইস্কির বাজারের মূল্য ছিল ১,৭৫,০০০ কোটি, এবং ২০২৪-২০৩০ সালের মধ্যে এটি ৪.৬১% বার্ষিক বৃদ্ধির হারে বেড়ে ₹২,৪০,০০০ কোটিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
মদ্যপায়ীদের সংখ্যা পাঞ্জাবে বেশি। কিন্তু, বাড়িতে মদ রাখার পরিমাণ অনেকটাই কম সে রাজ্যে। পাঞ্জাবে কোনও ব্যক্তি দেশি বা বিদেশি কোনও মদ সর্বাধিক ২ লিটারের বেশি রাখতে পারবেন না। (প্রতীকী ছবি)
advertisement
7/10
অন্যদিকে, ২০২৩-২০২৯ সালের মধ্যে ভারতীয় ভদকা বাজার ৯.৩৪% বৃদ্ধির হারে ২০,০০০ কোটিতে পৌঁছাতে পারে, যা তুলনামূলকভাবে অনেক কম। দেশীয় রামের বাজারও ২০২৩-২০৩০ সালের মধ্যে ৫.৭% বৃদ্ধির হারে ৮,৮০০ কোটিতে পৌঁছাবে।
অন্যদিকে, পাঞ্জাবের পাশের রাজ্য হরিয়ানায় মদ রাখার পরিমাণ অনেকটাই বেশি। সেখানে কোনও ব্যক্তি সর্বোচ্চ দেশি মদ ৬ বোতল পর্যন্ত রাখতে পারবেন অন্যদিকে বিদেশি মদ রাখতে পারবেন সর্বাধিক ১৮ বোতল পর্যন্ত। (প্রতীকী ছবি)
advertisement
8/10
বন্ধু হোক বা সঙ্গী অথবা সহকর্মী, আমরা অনেকেই মদ্যপানের আগে চিয়ার্স বলে শুরু করি। কিন্তু আমরা অনেকেই এর পিছনে লুকিয়ে থাকা আসল কারণটা জানি না। আজ আমা সেই ব্যাপারেই বলব।
গোটা দেশের মধ্যে সর্বাধিক মদ রাখা যায় গোয়ায়। সেখানে মদ রাখার পরিমাণ অনেকটাই বেশি। ওই রাজ্যে কোনও ব্যক্তি নিজের বাড়িতে ১৮ বোতল বিয়ার এবং ২৪ বোতল পর্যন্ত দেশি মদ রাখতে পারেন। (প্রতীকী ছবি)
advertisement
9/10
How to overcome addiction health tips signs of addiction alcohol smoking habit remedy know doctor opinion চেষ্টা করেও ছাড়তে পারছেন না 'নেশা'? কোথায় করছেন ভুল? জানুন চিকিৎসকের পরামর্শ
মহারাষ্ট্রে মদ রাখার পরিমাণ কিছুটা কম। সেখানে কোনও ব্যক্তি নিজের বাড়িতে সর্বাধিক ৬ বোতল পর্যন্ত মদ রাখতে পারেন। (প্রতীকী ছবি)
advertisement
10/10
সুরাপ্রেমীরা অনেক সময়ই বাড়িতে মদ মজুত করে রাখেন। বিশেষ করে যাঁরা নিয়মিত মদ্যপান করেন। তবে তাঁদের মধ্যে অনেকেই জানেন না, বাড়িতে ঠিক কতটা মদ রাখা যায়!
বিভিন্ন রাজ্যে বাড়িতে মদ রাখার পরিমাণ বিভিন্ন প্রকারের। এর থেকে বেশি পরিমাণে কেউ যদি মদ মজুত করে রাখেন । তবে, আবগারি দফতর সেই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাতে পারেন। জরিমানাও করতে পারেন। গ্রেফতারও হতে পারেন ওই অভিযুক্ত ব্যক্তি। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement