শুধু ভারত নয়! বলুন তো, ১৫ অগাস্ট আরও কোন ৫ দেশের স্বাধীনতা দিবস? জানেন না ৯৯ শতাংশই !
- Published by:Tias Banerjee
Last Updated:
Trending GK ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনকারী ভারতই একমাত্র দেশ নয়; এখানে সেই দেশগুলির একটি তালিকা দেওয়া হল যারা এই দিনটিকে জাতীয় গুরুত্ব হিসেবেও পালন করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বাহরাইন (Bahrain): জাতিসংঘের একটি জরিপে বাহরাইন তার জনগণের ইচ্ছা নিশ্চিত করার পর ১৫ আগস্ট ১৯৭১ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু তারা এই দিনে স্বাধীনতা উদযাপন করে না এবং তারা ১৬ ডিসেম্বর এটি উদযাপন করে কারণ তারা প্রয়াত আমির ইসা বিন সালমান আল খলিফার সিংহাসনে আরোহণের দিনটিকে উদযাপন করে।
advertisement
advertisement
লিচটেনস্টাইন (Liechtenstein): লিচটেনস্টাইনের জন্য, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস নয়, তবে তারা এটিকে সরকারী জাতীয় দিবস হিসেবে উদযাপন করে। ১৯৪০ সালে দুটি অনুষ্ঠানের সমন্বয়ে জাতীয় দিবসটি বেছে নেওয়া হয়েছিল: মেরির অনুমানের উৎসব (একটি প্রধান ক্যাথলিক ছুটির দিন) এবং প্রিন্স ফ্রাঞ্জ জোসেফ দ্বিতীয়ের জন্মদিন। এই দিনে, নাগরিকরা রাজকীয় দুর্গের কাছে উৎসবে যোগদানের জন্য রাজধানী ভাদুজে জড়ো হন।