Male infertility: কোন পেশার পুরুষদের শুক্রাণু সবচেয়ে সক্ষম? কী বলছেন গবেষকেরা, জানলে চমকে যাবেন

Last Updated:
এর মধ্যেই সমীক্ষায় দেখা গিয়েছে সার্বিক ভাবে পুরুষদের স্পার্ম কাউন্ট কমতে শুরু করেছে। এছাড়া, শুক্রাণুর মানও দুর্বল হতে শুরু করেছে।
1/6
১০-১২ ঘণ্টা অফিস৷ তারপরে যানজটের যুদ্ধ ঠেলে বাড়ি ফেরা৷ খাওয়া দাওয়ার পরে হাক্লান্ত হয়ে ঘুম৷ বর্তমানে আমরা যে ধরনের জীবনযাত্রার শরিক, তাতে সেই ঘখুমের পরেও দূর হয় না ক্লান্তি৷ সারাক্ষণ, শরীরে-মনে এক অদ্ভুত ক্লান্তি বোধ বয়ে নিয়ে বেড়াই আমরা৷
১০-১২ ঘণ্টা অফিস৷ তারপরে যানজটের যুদ্ধ ঠেলে বাড়ি ফেরা৷ খাওয়া দাওয়ার পরে হাক্লান্ত হয়ে ঘুম৷ বর্তমানে আমরা যে ধরনের জীবনযাত্রার শরিক, তাতে সেই ঘখুমের পরেও দূর হয় না ক্লান্তি৷ সারাক্ষণ, শরীরে-মনে এক অদ্ভুত ক্লান্তি বোধ বয়ে নিয়ে বেড়াই আমরা৷
advertisement
2/6
এর মধ্যেই সমীক্ষায় দেখা গিয়েছে সার্বিক ভাবে পুরুষদের স্পার্ম কাউন্ট কমতে শুরু করেছে। এছাড়া, শুক্রাণুর মানও দুর্বল হতে শুরু করেছে।
এর মধ্যেই সমীক্ষায় দেখা গিয়েছে সার্বিক ভাবে পুরুষদের স্পার্ম কাউন্ট কমতে শুরু করেছে। এছাড়া, শুক্রাণুর মানও দুর্বল হতে শুরু করেছে।
advertisement
3/6
এক অদ্ভুত শিথিল জীবন৷ কায়িক শ্রমের জায়গাটাই সেখানে ক্রমে ক্রমে শূন্যে এসে ঠেকে৷ পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যার কারণ এবং তার শিকড় অনুসন্ধান করতে সম্প্রতি একটি গবেষণা করেছে হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের গবেষকরা৷ সেই গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা জেনে চমকে যাবেন৷
এক অদ্ভুত শিথিল জীবন৷ কায়িক শ্রমের জায়গাটাই সেখানে ক্রমে ক্রমে শূন্যে এসে ঠেকে৷ পুরুষদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যার কারণ এবং তার শিকড় অনুসন্ধান করতে সম্প্রতি একটি গবেষণা করেছে হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের গবেষকরা৷ সেই গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তা জেনে চমকে যাবেন৷
advertisement
4/6
গবেষণায় দেখা গিয়েছে যে, যে সমস্ত পেশার মানুষ ভারী ওজন তোলার মতো কাজের সঙ্গে যুক্ত, তাঁদের স্পার্ম কাউন্ট সব সময় ভাল থাকে৷ বিপরীতি যাঁরা অফিস বা কোনও এক জায়গায় বসে কাজ করেন, তাঁদের তুলনায় কম। সমীক্ষা অনুসারে, কায়িক শ্রম করেন যাঁরা তাঁদের শুক্রাণুর সংখ্যা সাধারণ অফিসে কাজ করা পুরুষদের তুলনায় ৪৪ শতাংশ বেশি। শুধু তাই নয়, তফাৎ রয়েছে টেস্টোস্টেরণ উৎপাদনেও৷
গবেষণায় দেখা গিয়েছে যে, যে সমস্ত পেশার মানুষ ভারী ওজন তোলার মতো কাজের সঙ্গে যুক্ত, তাঁদের স্পার্ম কাউন্ট সব সময় ভাল থাকে৷ বিপরীতি যাঁরা অফিস বা কোনও এক জায়গায় বসে কাজ করেন, তাঁদের তুলনায় কম। সমীক্ষা অনুসারে, কায়িক শ্রম করেন যাঁরা তাঁদের শুক্রাণুর সংখ্যা সাধারণ অফিসে কাজ করা পুরুষদের তুলনায় ৪৪ শতাংশ বেশি। শুধু তাই নয়, তফাৎ রয়েছে টেস্টোস্টেরণ উৎপাদনেও৷
advertisement
5/6
সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, যে পুরুষরা কায়িক শ্রম করেন, ভারী কাজ করেন, ওজন তোলেন তাঁদের শুক্রাণুর ঘনত্ব ৪৬ শতাংশ বেশি৷। গবেষণায় আরও দেখা গিয়েছে যে, যাঁরা নাইট শিফটে কাজ করেন, তাঁদের টেসটোসটেরনের মাত্রাও দিনে কাজ করা পুরুষদের তুলনায় ২৪ শতাংশ কম। বেশি নাইট শিফট করলে সন্তান উৎপাদন ক্ষমতায় বিরূপ প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তাঁরা৷
সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, যে পুরুষরা কায়িক শ্রম করেন, ভারী কাজ করেন, ওজন তোলেন তাঁদের শুক্রাণুর ঘনত্ব ৪৬ শতাংশ বেশি৷। গবেষণায় আরও দেখা গিয়েছে যে, যাঁরা নাইট শিফটে কাজ করেন, তাঁদের টেসটোসটেরনের মাত্রাও দিনে কাজ করা পুরুষদের তুলনায় ২৪ শতাংশ কম। বেশি নাইট শিফট করলে সন্তান উৎপাদন ক্ষমতায় বিরূপ প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন তাঁরা৷
advertisement
6/6
প্রধান গবেষক লিডিয়া মিঙ্গুয়েস বলেন, ‘‘আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে, শারীরিকভাবে চাহিদাপূর্ণ চাকরি অনেক ক্ষেত্রেঅ পুরুষদের টেস্টিকিউলার ফাংশন উন্নত করে।’’(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে নাষ মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
প্রধান গবেষক লিডিয়া মিঙ্গুয়েস বলেন, ‘‘আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে, শারীরিকভাবে চাহিদাপূর্ণ চাকরি অনেক ক্ষেত্রেঅ পুরুষদের টেস্টিকিউলার ফাংশন উন্নত করে।’’(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে নাষ মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement